Advertisement
Advertisement
Virat Kohli

এক ১৮ নম্বরকে অন্য আঠারোর ‘উপহার’, মহিলা RCB দলের অধিনায়ক ঘোষণা কোহলির

ভিডিওতে নয়া অধিনায়ককে কী বার্তা দিলেন কোহলি?

Virat Kohli Reveals Royal Challengers Bangalore Skipper For WPL 2023 | Sangbad Pratidin

ফাইল ছবি

Published by: Sulaya Singha
  • Posted:February 18, 2023 12:54 pm
  • Updated:February 18, 2023 12:54 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মহিলা আইপিএলের নিলামে রেকর্ড অঙ্কে বিক্রি হয়ে সাড়া ফেলে দিয়েছিলেন স্মৃতি মন্ধানা। এবার অধিনায়ক হিসেবেও তাঁকেই বেছে নিল রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর। আর সেই ঘোষণা করলেন আরসিবি পুরুষ দলের প্রাক্তন অধিনায়ক বিরাট কোহলি।

দীর্ঘদিন ধরে আরসিবির দায়িত্ব সামলেছেন। ট্রফি অধরা থাকলেও একাধিকবার দলকে তুলেছেন ফাইনালে। সেই কোহলিই এবার জানালেন উইমেন্স প্রিমিয়ার লিগের (WPL 2023) উদ্বোধনী মরশুমে মহিলা আরসিবি দলের নেত্রীর নাম। আরসিবির (Royal Challengers Bangalore) তরফেই একটি ভিডিও পোস্ট করা হয়েছে। যেখানে প্রমিলাবাহিনীকে বিশেষ বার্তাও দিয়েছেন প্রাক্তন ভারত অধিনায়ক। ভিডিওতে বিরাটের সঙ্গী বেঙ্গালুরুর বর্তমান ক্যাপ্টেন ফাফ ডু প্লেসিস। ক্যাপশনে লেখা, “এক ১৮ নম্বরকে অন্য ১৮-র বার্তা। এক অধিনায়ক থেকে অন্য অধিনায়কের বার্তা। বিরাট কোহলি ও ডু প্লেসিস জানালেন, মহিলা প্রিমিয়ার লিগে আরসিবির অধিনায়ক স্মৃতি মন্ধানা।”

Advertisement

Smriti Mandhana

[আরও পড়ুন: অজি শিবিরে বড় ধাক্কা, শামির বলে মাথায় চোট পেয়ে ছিটকে গেলেন ওয়ার্নার]

স্মৃতি মন্ধানাকে দিয়েই শুরু হয়েছিল প্রথমবারের মহিলা ক্রিকেটারদের নিলাম (WPL Auction 2023)। বাকি ফ্র্যাঞ্চাইজিদের পিছনে ফেলে ভারতীয় ব্যাটারকে ৩ কোটি ৪০ লক্ষ টাকা দিয়ে কিনে নেয় আরসিবি। তাঁর ন্যূনতম মূল্য ছিল ৫০ লক্ষ। তিনিই নিলামের সর্বোচ্চ দাম পাওয়া তারকা। সেই স্মৃতিকে শুভেচ্ছা জানিয়ে কোহলি (Virat Kohli) বলেন, “মহিলা প্রিমিয়ার লিগে আরসিবিকে এবার আরেক ১৮ নম্বরের নেতৃত্ব দেওয়ার পালা। হ্যাঁ, স্মৃতি মন্ধানার কথাই হচ্ছে।” এরপরই ডু প্লেসিস যোগ করেন, “আমি নিশ্চিত আরসিবিকে নেতৃত্ব দেওয়ার সমস্ত গুণ স্মৃতির মধ্যে রয়েছে। সকলের সঙ্গে খেলার সময় দেখা হবে।”

দেশের হয়ে চারটি টেস্ট, ৭৭টি ওয়ানডে এবং ১১২টি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন মন্ধানা। ২০১৩ সালে বাংলাদেশের বিরুদ্ধে ২৬ বছর বয়সে অভিষেক ঘটেছিল তাঁর। এবার ক্লাব ক্রিকেটে বেঙ্গালুরুর হয়ে তাঁর পারফরম্যান্স দেখতে মুখিয়ে ক্রিকেটপ্রেমীরা।

[আরও পড়ুন: আপস করেছে নির্বাচন কমিশনই! শিব সেনার প্রতীক শিণ্ডেরা পেতেই আক্রমণে উদ্ধব শিবির]

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement