Advertisement
Advertisement

পন্থকে আগামীর অধিনায়ক ভাবছে বোর্ড! ক্যারিবিয়ানদের বিরুদ্ধে নয়া দায়িত্বে তারকা উইকেটকিপার

আগামিকাল থেকে শুরু হচ্ছে ভারত-ওয়েস্ট ইন্ডিজ টি-টোয়েন্টি সিরিজ।

Wicket Keeper Rishabh Pant will be India's vice-captain for the T20Is against West Indies | Sangbad Pratidin

ফাইল ছবি

Published by: Krishanu Mazumder
  • Posted:February 15, 2022 11:23 am
  • Updated:February 15, 2022 1:57 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আগামিকাল থেকে ভারত-ওয়েস্ট ইন্ডিজ (India vs West Indies) টি-টোয়েন্টি সিরিজের বল গড়াচ্ছে। তিনটি ম্যাচই হবে ইডেন গার্ডেন্সে (Eden Gardens)। টি-টোয়েন্টি ফরম্যাটের খেলা শুরুর আগে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড জানিয়ে দিল, ভারতীয় দলের সহ-অধিনায়কত্ব করবেন ঋষভ পন্থ (Rishabh Pant)। লোকেশ রাহুলকে সহজ অধিনায়ক বাছা হয়েছিল। কিন্তু ওয়ানডে সিরিজে হ্যামস্ট্রিংয়ে চোট পান লোকেশ রাহুল। সেই কারণে টি-টোয়েন্টি সিরিজ থেকে ছিটকে গিয়েছেন তিনি। যেহেতু রাহুল নেই টি-টোয়েন্টি সিরিজে, সেই কারণে পন্থকে সহ-অধিনায়কের দায়িত্ব দেওয়া হয়েছে। 

পন্থকে ভবিষ্যতের অধিনায়ক হিসেবে দেখা হচ্ছে। যদিও এতদিন জাতীয় দলের নেতৃত্বের গ্রুপে রাখা হয়নি তাঁকে। কিন্তু ক্যারিবিয়ানদের বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজে পন্থকে সহ-অধিনায়কত্বে উত্তরণ করে চেতন শর্মার সিলেকশন প্যানেল বার্তা দিল যে ভবিষ্যতের নেতা হিসেবে জাতীয় দলের উইকেটকিপারের কথাই ভাবা হচ্ছে।  

Advertisement

[আরও পড়ুন: নিলামে কেন নেওয়া হল না সুরেশ রায়নাকে? কারণ জানালেন গাভাসকর]

যদিও ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে পন্থ দলকে নেতৃত্ব দিয়েছেন।  ২০২১ সালের আইপিএলে দিল্লি ক্যাপিটালস দলকে নেতৃত্ব দিয়েছেন পন্থ। এবারও তাঁকে রিটেন করা হয়েছে। এদিকে ওয়াশিংটন সুন্দরও চোটের জন্য ছিটকে গিয়েছেন টি-টোয়েন্টি সিরিজ থেকে। ওয়ানডে সিরিজ চলাকালীন হ্যামস্ট্রিংয়ে চোট পান সুন্দর।  তাঁর জায়গায় খেলবেন কুলদীপ যাদব। ভারতীয় বোর্ড নাম জানিয়ে দিয়েছে কুলদীপের। 

Advertisement

কুলদীপ যাদব শেষবার টি-টোয়েন্টি খেলেছেন গত বছরের আগস্টে। শ্রীলঙ্কার বিরুদ্ধে তিন ম্যাচের সিরিজে খেলার পরে এবার ক্যারিবিয়ানদের বিরুদ্ধে নামবেন চায়নাম্যান বোলার। 

টি-টোয়েন্টির জন্য ঘোষিত ভারতীয় দল: রোহিত শর্মা(অধিনায়ক), ইশান কিষান, বিরাট কোহলি, শ্রেয়স আইয়ার, সূর্যকুমার যাদব, ঋষভ পন্থ (সহ অধিনায়ক), ভেঙ্কটেশ আইয়ার, দীপক চাহার, শার্দূল ঠাকুর, রবি বিষ্ণোই, যুজবেন্দ্র চাহাল, মহম্মদ সিরাজ, ভুবনেশ্বর কুমার, আভেশ খান, হর্ষল প্যাটেল, ঋতুরাজ গায়কোয়াড়, দীপক হুডা, কুলদীপ যাদব। 

[আরও পড়ুন: প্রাণহীন ইডেনে রোহিতের কাছে পুলের শস্ত্রশিক্ষা পাঠ শ্রেয়সের]

 

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ