Advertisement
Advertisement

Breaking News

Wriddhiman Saha

‘ঋষভের সঙ্গে আমার লড়াই! কে বলল?’, বিতর্ক উড়িয়ে পালটা প্রশ্ন ঋদ্ধিমানের

অস্ট্রেলিয়ায় সিরিজ জেতা নিয়ে উচ্ছ্বসিত তারকা উইকেটকিপার।

Wriddhiman Saha clears the air again, says there is no competition or rivalry with Rishabh Pant | Sangbad Pratidin
Published by: Biswadip Dey
  • Posted:January 23, 2021 12:41 pm
  • Updated:January 23, 2021 12:42 pm

আলাপন সাহা

প্রশ্ন : পাঁচ মাস পর আবার নিজের শহরে ফিরলেন।
ঋদ্ধি : হ্যাঁ, গত আগস্টে আইপিএল (IPL) খেলতে গিয়েছিলাম। তারপর দুবাই থেকে সোজা অস্ট্রেলিয়া (Australia)। এতদিন পর ফ্যামিলির সঙ্গে দেখা হল, দারুণ অনুভূতি।
প্রশ্ন : মঙ্গলবারই আবার চেন্নাইয়ে বায়ো—বাবলে ঢুকে পড়তে হবে শুনছি?
ঋদ্ধি : হ্যাঁ, মঙ্গলবার চেন্নাই যাচ্ছি।
প্রশ্ন : পুরো অস্ট্রেলিয়া সফরটাই তো চ্যালেঞ্জিং ছিল?
ঋদ্ধি : অস্ট্রেলিয়ায় গিয়ে আপনাকে সবসময় চ্যালেঞ্জের সামনে পড়তেই হবে। সেরকম মানসিক প্রস্তুতি নিয়েই আমরা অস্ট্রেলিয়া যাই।
প্রশ্ন : কিন্তু এবারের চ্যালেঞ্জটা সম্পূর্ণ অন্যরকম ছিল। অ্যাডিলেড টেস্টে ৩৬ অলআউট। বিরাট কোহলি নেই। তার উপর চোট-আঘাতে প্রথম টিমের আধডজন ক্রিকেটার ছিলেন না।
ঋদ্ধি : ৩৬ অলআউট স্রেফ একটা দুর্ঘটনা ছিল। অ্যাডিলেড টেস্টের ওরকম একটা বিপর্যয়ের পর আমাদের ড্রেসিংরুম ভেঙে পড়েনি। বিশ্বাস ছিল, আমরা কামব্যাক করতে পারি। সেই কোয়ালিটি আমাদের টিমের রয়েছে। সেটা দেখিয়েও দিয়েছি।
প্রশ্ন : ব্রিসবেন জেতার পর কী সেলিব্রেশন হল?
ঋদ্ধি : আমরা সবাই মিলে একসঙ্গে ডিনার করেছিলাম। রবি ভাই বলেছিল, এই মুহূর্তটা বারবার আসবে না, তাই আমরা সবাই যেন সেটা উপভোগ করি।
প্রশ্ন : গাব্বায় ৩২ বছর পর কোনও টিম অস্ট্রেলিয়াকে হারাল। শেষদিনে আবার ৩২৪ রান তাড়া করে। কখন মনে হল ম্যাচটা আপানার জিততে পারেন?
ঋদ্ধি : ড্র করার মানসিকতা আমাদের ছিল না। আমাদের প্ল্যান ছিল উইকেট না দেওয়া। জানতাম উইকেট হাতে থাকলে ওই রান তাড়া করা সম্ভব। সেরকম ব্যাটসম্যান আমাদের টিমে রয়েছে।
প্রশ্ন : ব্রিসবেনের ইনিংসটা পর ঋষভকে (Rishabh Pant) কী বললেন?
ঋদ্ধি : বললাম দারুণ খেলেছিস।
প্রশ্ন : বলা হচ্ছে, ঋষভের সঙ্গে আপনার প্রতিযোগিতা আরও বেড়ে গেল?
ঋদ্ধি : তাই নাকি? আমরা তো কেউই এরকম ভাবি না। বরং যে কেউই খেলুক না কেন, কীভাবে আরও ভাল পারফর্ম করা সম্ভব, সেটা নিয়ে আলোচনা করি আমরা।
প্রশ্ন : একইসঙ্গে এটাও বলা হচ্ছে, আপনি নাকি শেষ টেস্ট খেলে ফেললেন?
ঋদ্ধি : তাই? কিন্তু আমি তো এখনও টিমে আছি। (বলেই হাসি)।
প্রশ্ন : বলা হচ্ছে, ঋষভ ওরকম একটা ইনিংস খেলার ফলে আপনার সুযোগ অনেকটাই কমে গেল?
ঋদ্ধি : দেখুন কে কী বলল, তাতে আমার কিছু যায় আসে না। এটা তাঁদের ব্যক্তিগত মত। তাঁরা বলতেই পারেন। আমি ওসব নিয়ে ভাবি না। আমি লোকের কথা ভেবে ক্রিকেট খেলি না।

Advertisement

Advertisement

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ