Advertisement
Advertisement

Breaking News

WTC

টেস্টে বিশ্বসেরা হয়ে বিরাট লাভ দক্ষিণ আফ্রিকার, কত টাকা পেলেন বাভুমারা? অজিদের প্রাপ্তি কত?

ভারত পাবে কত টাকা?

WTC Final: How many prize money will South Africa and Australia get

ছবি: পিটিআই

Published by: Arpan Das
  • Posted:June 14, 2025 8:39 pm
  • Updated:June 14, 2025 8:39 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ২৭ বছরের অপেক্ষার পর কোনও আইসিসি ট্রফি জিতল দক্ষিণ আফ্রিকা। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে টেম্বা বাভুমার দল হারায় অস্ট্রেলিয়াকে। টেস্টে বিশ্বসেরা হয়ে কত টাকা পেল দক্ষিণ আফ্রিকা? রানার্স অস্ট্রেলিয়ার কপালেই বা জুটল কত?

Advertisement

টেস্ট মেস তো দক্ষিণ আফ্রিকা পেয়েছেই। এছাড়া বাভুমারা ৩.৬ মিলিয়ন ডলার পুরস্কারমূল্য পেয়েছে। অর্থাৎ ভারতীয় মুদ্রায় প্রায় ৩১.০৫ কোটি টাকা। অন্যদিকে পরাজয়ের পরেও, অস্ট্রেলিয়া রানার্সআপ হিসেবে ২.১৬ মিলিয়ন ডলার পেয়েছে। ভারতীয় মুদ্রায় যার অঙ্ক দাঁড়াবে তৃতীয় স্থানে থাকা ভারতীয় দলও খালি হাতে ফিরবে না। টিম ইন্ডিয়া পাবে ১.৪৪ মিলিয়ন ডলার (ভারতীয় মুদ্রায় ১২.৩৩ কোটি টাকা)। সুতরাং ফাইনাল না খেলেও ভারত যে অঙ্কের পুরস্কারমূল্য পেতে চলেছে, তা নেহাত কম নয়।

চতুর্থ স্থানে রয়েছে নিউজ়িল্যান্ড। তাদের জন্য বরাদ্দ পুরস্কার মূল্য ১২ লক্ষ ডলার বা ১০.২৬ কোটি টাকা। পঞ্চম স্থানে থাকা ইংল্যান্ড পাবে ৯.৬ লক্ষ ডলার বা ৮.২০ কোটি টাকা। অন্যদিকে ষষ্ঠ স্থানের শ্রীলঙ্কা পাবে ৭.১৮ কোটি টাকা। এরপর সপ্তম, অষ্টম ও নবম স্থানে থাকা বাংলাদেশ, ওয়েস্ট ইন্ডিজ ও পাকিস্তান পাবে যথাক্রমে ৬.১৫ কোটি, ৫.১৩ কোটি ও ৪.১০ কোটি টাকা।

উল্লেখ্য, জয়ের জন্য ২৮২ রান তাড়া করতে নেমে প্রোটিয়ারা আইডেন মার্করামের সেঞ্চুরি এবং অধিনায়ক টেম্বা বাভুমার হাফসেঞ্চুরি জয়ের ভিত তৈরি করে দেয়। চতুর্থ দিনে খেলা শুরু হলে দক্ষিণ আফ্রিকার জয়ের জন্য ৬৯ রানের প্রয়োজন ছিল। বাভুমা আউট হয়ে গেলেও সেঞ্চুরি করে দলকে জয়ের দোরগোড়ায় পৌঁছে দেন মার্করাম। শেষ পর্যন্ত প্রোটিয়ারা পাঁচ উইকেটে জেতে।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement