Advertisement
Advertisement
Yashasvi Jaiswal

মাত্র ৯ টেস্ট খেলেই সেরা দশে, আইসিসি ক্রমতালিকায় স্বপ্নের দৌড় যশস্বীর

ইংল্যান্ড সিরিজে না খেলেও র‍্যাঙ্কিংয়ে উন্নতি বিরাট কোহলির।

Yashasvi Jaiswal storms into top ten of ICC ranking

ফাইল ছবি

Published by: Anwesha Adhikary
  • Posted:March 6, 2024 9:09 pm
  • Updated:March 6, 2024 9:09 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সবেমাত্র ৯টি টেস্ট খেলেছেন। তার মধ্যেই আইসিসি র‍্যাঙ্কিংয়ের (ICC Ranking) প্রথম দশে উঠে এলেন যশস্বী জয়সওয়াল (Yashasvi Jaiswal)। অন্যদিকে, ইংল্যান্ড সিরিজে না খেলেও ক্রমতালিকায় উন্নতি হল বিরাট কোহলির (Virat Kohli)। দুধাপ উন্নতি হয়েছে অধিনায়ক রোহিত শর্মারও।

বুধবার প্রকাশিত হয়েছে আইসিসির সাম্প্রতিক র‍্যাঙ্কিং। সেখানেই দেখা যাচ্ছে, ক্রমতালিকায় দুধাপ উঠে এলেন তরুণ ভারতীয় ব্যাটার। পরপর দুই টেস্টে ডবল সেঞ্চুরি হাঁকিয়েছেন। স্বপ্নের ফর্মে রয়েছেন তিনি। মাত্র ৯টি টেস্ট খেলেছেন নিজের কেরিয়ারে। তার মধ্যেই টেস্ট র‍্যাঙ্কিংয়ে প্রথম দশে ঢুকে পড়লেন মুম্বইকর। আপাতত টেস্ট ব্যাটারদের তালিকায় ১০ নম্বরে রয়েছেন যশস্বী। ইংল্যান্ড সিরিজের শেষ টেস্টে ভালো ব্যাটিং করতে পারলে আইসিসি ক্রমতালিকায় আরও উপরের দিকে দেখা যেতে পারে ভারতীয় ওপেনারকে।

Advertisement

[আরও পড়ুন: মোহনবাগান গ্যালারির টিকিটের দাম চড়াল আয়োজক ইস্টবেঙ্গল, বৈষম্য কেন? তোলপাড় ময়দান]

অন্যদিকে, র‍্যাঙ্কিংয়ে উন্নতি করেছেন বিরাট কোহলি-রোহিত শর্মারা (Rohit Sharma)। দ্বিতীয়বার বাবা হওয়ার জন্য গোটা ইংল্যান্ড সিরিজ থেকে ছুটি নিয়েছিলেন কিং কোহলি। কিন্তু ব্যাটিং না করেও ক্রমতালিকায় একধাপ উঠে এলেন তিনি। আপাতত রয়েছেন অষ্টম স্থানে। পাশাপাশি রাজকোট টেস্টে দুরন্ত শতরানের পুরস্কার পেলেন ভারত অধিনায়ক। ক্রমতালিকায় দুই ধাপ উঠে ১১ নম্বরে রয়েছেন হিটম্যান।

Advertisement

বোলারদের র‍্যাঙ্কিংয়ের প্রথম দুইয়ে রয়েছেন জশপ্রীত বুমরাহ ও রবিচন্দ্রন অশ্বিন। ইংল্যান্ড সিরিজেই পাঁচশো উইকেটের মালিক হয়েছেন তারকা অফস্পিনার। দ্বিতীয় স্থানে রয়েছেন তিনি। ধরমশালায় জীবনের শততম টেস্ট খেলবেন অশ্বিন। বিশ্রামের পরে পঞ্চম টেস্টে ফিরতে চলেছেন বুমরাহ। তবে বোলারদের তালিকায় একধাপ নেমে গিয়ে সাত নম্বরে রয়েছেন রবীন্দ্র জাদেজা। তবে অলরাউন্ডারদের তালিকার শীর্ষেই রয়েছেন তিনি। অন্যদিকে, টেস্ট ব্যাটারদের তালিকায় শীর্ষে রয়েছেন কেন উইলিয়ামসন।

[আরও পড়ুন: ‘কেন এসেছিস? টেস্ট চলছে ফিরে যা…’, হাসপাতালের বেডে শুয়েই অশ্বিনকে নির্দেশ মায়ের

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ