Advertisement
Advertisement
BCCI Sachin Tendulkar MS Dhoni Virender Sehwag

অদ্ভুতুড়ে আবেদন! নির্বাচক হতে চেয়ে ই-মেল ‘নকল’ ধোনি-শচীনদের

ভুয়ো মেল আসায় বিরক্ত বোর্ড।

CVs of Sachin Tendulkar, MS Dhoni, Virender Sehwag for National Selectors' Posts poured in । Sangbad Pratidin
Published by: Krishanu Mazumder
  • Posted:December 23, 2022 1:01 pm
  • Updated:December 23, 2022 1:01 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ভারতীয় নির্বাচক কমিটির শূন‌্যস্থান ভরাট করতে আবেদন-নামা জমা করছেন কারা?

না, শচীন তেণ্ডুলকর (Sachin Tendulkar)! মহেন্দ্র সিং ধোনি (MS Dhoni)! বীরেন্দ্র শেহওয়াগ!

Advertisement

কী ভাবছেন, জাতীয় নির্বাচক কমিটির খোলনচলচেই বদলে যাচ্ছে এবার? ভাবছেন এবং ভুল ভাবছেন! এঁরা কেউই আসল শচীন-ধোনি-শেহবাগ নন। নানাবিধ নকল ই-মেল অ‌্যাকাউন্ট থেকে শচীন-এমএসডি-র মতো তারকার নামে আবেদন পাঠানো চলছে ভারতীয় বোর্ড কর্তাদের! যা দেখে তাঁদের চক্ষু মোটামুটি চড়কগাছ।
ঠিক কী হয়েছে? 

Advertisement

[আরও পড়ুন: ‘ঘৃণ্যতম’ মানুষ, কাতারে এমবাপেকে ব্যঙ্গ করায় মার্টিনেজকে আক্রমণ প্রাক্তন ফরাসি তারকার]

 

গত টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনালে দৌড় শেষ হয়ে যায় ভারতের। ইংল্যান্ডের কাছে দশ উইকেটে হার মানে রোহিত শর্মার দল।বিশ্বকাপ থেকে ছিটকে যাওয়ার পরে একযোগে ছেঁটে ফেলা হয়েছে চেতন শর্মা নেতৃত্বাধীন গোটা জাতীয় নির্বাচক কমিটিকে। নতুন কমিটি তৈরির কাজ এখনও চলছে। আগ্রহীদের একটা নির্দিষ্ট ই-মেল আইডি-তে আবেদনপত্র পাঠাতে বলেছিল বোর্ড। তা, প্রায় ছ’শোর উপর আবেদন জমা পড়েছে। শুধু তাই নয়, তার মধ্যে আবার ভুয়ো শচীন-ধোনিরা আছেন। আছেন, পাকিস্তানের ইনজমাম-উল-হকও! যা দেখে স্তম্ভিত বোর্ড কর্তারা। কারণ– এ ভাবে যে ভুয়ো সব ই মেল আইডি থেকে শচীন-শেহবাগ-ইনজামাম সেজে বিভিন্ন লোকজন আবেদন পাঠাবেন, তা তাঁরা ভাবতেও পারেননি। 

বিভিন্ন ভুয়ো অ্যাকাউন্ট থেকে জীবনপঞ্জী জমা পড়েছে। আর এতে বিরক্ত বোর্ড কর্তারা। তাঁরা মনে করছেন এতে বিসিসিআই-এর সময় নষ্ট করা হচ্ছে। বোর্ডকে পাঠানো জীবনপঞ্জীগুলোর মধ্যে থেকে দশজনের বায়োডেটা বেছে নেওয়া হবে। এই ১০ জনের মধ্যে থেকে চূড়ান্ত পাঁচজনকে বেছে নেবে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড। এদিকে ক্রিকেট উপদেষ্টা কমিটির তিন নতুন সদস্য হিসেবে অশোক মালহোত্রা, যতীন পরাঞ্জপে, সুলক্ষণা পণ্ডিতকে বেছে নেওয়া হয়েছে। তাঁরাই এ বার বাছবেন পাঁচ সদস্যের নির্বাচক কমিটি। এই প্রক্রিয়া শুরু হবে দ্রুতই। 

[আরও পড়ুন: রাশিয়ায় বিশ্বজয়ের পরে মেসিকে অসম্মান করেছিলেন এমবাপেরা, এখন তার শোধ নিচ্ছেন মার্টিনেজ]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ