Advertisement
Advertisement

Breaking News

বাগান ডিফেন্স সামলাতে ঘরোয়া লিগেই আসছেন ড্যানি

ফুটবলমহলে সবাই তাঁকে ডাকেন ‘ড্যানি’ বলে৷ ২৯ বছর বয়সী ড্যানিয়েলের ফুটবল কেরিয়ার শুরু এক্সেটেয়ার সিটি থেকে৷ সেখান থেকে প্রিমিয়ার লিগের ক্লাব সাউদম্পটনে সই করেন৷

daniel will play for mohunbagan in CFL
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:July 21, 2016 11:03 am
  • Updated:July 21, 2016 11:03 am

স্টাফ রিপোর্টার: আগে ট্রায়াল, তারপর সই৷ তার আড়ালেই কাজের কাজটা সেরে নিল মোহনবাগান৷ এক বছরের চুক্তিতে প্রায় চুড়ান্ত করে নিল ইংলিশ স্টপার ‘ড্যানিয়েল অ্যান্থনি সিবোরনে’কে৷

ডারেল ডাফির সইয়ের পরই মোহনবাগান কর্তাদের মাথায় আসে একজন ভাল বিদেশি স্টপারের ভাবনা৷ কেন না, সোনিকে সই করানোর পর, ডাফি, কাটসুমি, সোনি, জেজে হবে দেশের সেরা আক্রমণ লাইন৷ কিন্তু ডিফেন্সে একজন ভাল বিদেশি স্টপার না পেলে এত ভাল দল গড়েও সাফল্য আসবে না৷ ঠিক হয়, কলকাতা লিগকে বিদেশি স্টপারদের ট্রায়াল ম্যাচ হিসেবে দেখা হবে৷ ভাল খেললে সই করানো হবে৷ জাম্বিয়া এবং সেনেগালের দু’জন স্টপারের সঙ্গে কথাবার্তা অনেকদূর এগিয়ে গিয়েছিল৷ তবে শেষ পর্যন্ত স্কটল্যান্ডের স্টপার ড্যানিয়েলের সঙ্গে চুক্তি করে ফেলল মোহনবাগান৷ বৃহস্পতিবার কলকাতায় আসার জন্য ভিসার আবেদন করবেন তিনি৷ সব ঠিকঠাক চললে কলকাতা লিগে খেলবেন তিনি৷ যদিও মোহনবাগান কর্তারা এনিয়ে কোনও মন্তব্য করতে চাননি, খবরের সত্যতাও স্বীকার করেননি৷

Advertisement

ফুটবলমহলে সবাই তাঁকে ডাকেন ‘ড্যানি’ বলে৷ ২৯ বছর বয়সী ড্যানিয়েলের ফুটবল কেরিয়ার শুরু এক্সেটেয়ার সিটি থেকে৷ সেখান থেকে প্রিমিয়ার লিগের ক্লাব সাউদম্পটনে সই করেন৷ যদিও প্রিমিয়ার লিগের ম্যাচে খেলার সুযোগ হয়নি তাঁর৷ কাটিয়েছেন রিজার্ভ বেঞ্চে৷ সাউদম্পটনের হয়ে আর্সেনাল-সহ বহু নামী দলের বিরুদ্ধে খেলেছেন তিনি৷ চ্যাম্পিয়নশিপে খেলেন চার্লটন অ্যাথলেটিক ক্লাবের হয়ে৷ তারপর বর্নমাউথ, ইওভিল টাউন ঘুরে কভেন্ট্রি সিটিতে যোগ দেন ২০১৩-তে৷ গত মরশুম পর্যন্ত কভেন্ট্রিতে খেলে এই মরশুমে অধিনায়ক হিসেবে সই করেন স্কটল্যান্ডের ক্লাব প্যাট্রিক থিসলে৷ তবে ক্লাবের আর্থিক অবস্থা খারাপ হওয়ায় দু’পক্ষের আলোচনায় ৩০ জুন প্যাট্রিক থিসলের সঙ্গে চুক্তি ভেঙে যায় ড্যানির৷ এরপরই যোগাযোগ হয় মোহনবাগানের সঙ্গে৷

Advertisement

ভারতীয় ফুটবলে এখন বৃটিশদের ছড়াছড়ি৷ তার উপর আইএসএলে খেলার ইচ্ছে৷ সব মিলিয়ে নিজেকে প্রমাণ করার জন্য ভারতীয় ফুটবলে পা রাখতে চাইছেন ড্যানি৷ মোহনবাগান কর্তাদের তিনি নাকি নিজেই জানিয়েছেন, কলকাতা লিগে তাঁর খেলা যদি পছন্দ না হয়, নিজেই চুক্তি ভেঙে দেশে ফিরে যাবেন৷

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ