২৩ জ্যৈষ্ঠ  ১৪৩০  বুধবার ৭ জুন ২০২৩ 

READ IN APP

Advertisement

চোটের কারণে আফগানিস্তান টেস্ট থেকে ছিটকে গেলেন ঋদ্ধি, শিকে ছিঁড়ল কার্তিকের

Published by: Sangbad Pratidin Digital |    Posted: June 2, 2018 4:31 pm|    Updated: June 2, 2018 4:31 pm

Dinesh Karthik replaces Wriddhiman Saha for Test against Afghanistan

ফাইল ছবি

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আফগানিস্তান টেস্টের আগেই বড়সড় ধাক্কা ভারতীয় শিবিরে। চোটের কারণে দল থেকে ছিটকে গেলেন বাংলার উইকেটকিপার ঋদ্ধিমান সাহা। শনিবার বিসিসিআইয়ের তরফে জানিয়ে দেওয়া হল, ইংল্যান্ডে টেস্ট সিরিজের আগে দলে ফেরার কোনও সম্ভাবনা নেই ঋদ্ধির।

[আইপিএল বেটিংয়ে যুক্ত ছিলেন, পুলিশি জেরায় চাঞ্চল্যকর স্বীকারোক্তি আরবাজ খানের]

আগামী ১৪ জুন বেঙ্গালুরুতে প্রথমবার পাঁচদিনের ক্রিকেটে মুখোমুখি টিম ইন্ডিয়া ও আফগানিস্তান। আইপিএল এগারোয় আফগান স্পিনার রশিদ খানের দুর্দান্ত পারফরম্যান্সের পর থেকে এই টেস্ট নিয়ে ক্রিকেটপ্রেমীদের উত্তেজনা আরও বেড়েছে। তবে সে টেস্টে আর দেখা যাবে না ঋদ্ধিকে। গত মাসে শেষ হওয়া আইপিএলে কেকেআরের বিরুদ্ধে কোয়ালিফায়ারের ম্যাচে শিবম মাভির বাউন্সারে ডান হাতের আঙুলে চোট পেয়েছিলেন পাপালি। ফলে শেষমেশ চিকিৎসকদের পরামর্শে ঐতিহাসিক টেস্ট থেকে বাদ পড়লেন তিনি। তাহলে উইকেটের পিছনে কে দাঁড়াবেন? যা খবর, ঋদ্ধির পরিবর্তে দলে ঢুকতে চলেছেন কেকেআর নেতা দীনেশ কার্তিক।

সম্প্রতি তাঁর ভাল ফর্মের কথা মাথায় রেখেই নাকি পার্থিব প্যাটেলের আগে তাঁকেই বেছে নিয়েছে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডের নির্বাচক মণ্ডলী। দক্ষিণ আফ্রিকা টেস্টে পার্থিবকে সুযোগ দেওয়া হলেও নজর কাড়তে ব্যর্থ হন তিনি। সেই কারণেই দীর্ঘ আট বছর পর টেস্ট দলে ঠাঁই হল কার্তিকের। সেবারও (বাংলাদেশের বিরুদ্ধে) ঋদ্ধি চোট পেয়ে ছিটকে যাওয়ায় দলে সুযোগ হয়েছিল তাঁর। এবার ১৫ জনের দলে কেএল রাহুল থাকলেও কার্তিককেই বেছে নিলেন নির্বাচকরা।

[‘হ্যান্ড অব গড’ এখন হলে গ্রেপ্তার হয়ে যেতাম, স্বীকারোক্তি মারাদোনার]

১৪ জুন বেঙ্গালুরুতে একমাত্র টেস্টে অজিঙ্ক রাহানের নেতৃত্বে মাঠে নামবে টিম ইন্ডিয়া। চোটের জন্য বিশ্রামে বিরাট কোহলিও। তবে আগস্টে ইংল্যান্ড টেস্টের আগে ঋদ্ধি ম্যাচ ফিট হয়ে উঠবেন বলেই জানিয়েছে দলের মেডিক্যাল টিম।

Sangbad Pratidin News App: খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে লাইক করুন ফেসবুকে ও ফলো করুন টুইটারে