Advertisement
Advertisement

উইম্বলডনে জকোভিচের বিদায়

শুক্রবার গভীর রাতে চতুর্থ রাউন্ডে পৌঁছে গেলেন রজার ফেডেরার৷ তিনি ৬-৪, ৬-২, ৬-২ গেমে হারালেন ব্রিটেনের ড্যানিয়েল ইভান্সকে৷ বৃষ্টিবিঘ্নিত টুর্নামেন্টে ফেডেরার নজির গড়ার সামনে৷

djokovic crashes out of wimbledon
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:July 3, 2016 2:19 pm
  • Updated:July 3, 2016 2:19 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ইন্দ্রপতন! উইম্বলডনের তৃতীয় রাউন্ড থেকে বিদায় নিলেন বিশ্বের একনম্বর টেনিস তারকা নোভাক জকোভিচ৷ ছেলেদের সিঙ্গলসে বৃষ্টিবিঘ্নিত ম্যাচে আমেরিকার স্যাম কুয়েরি ৭-৬ (৮-৬), ১-৬, ৬-৩, ৭-৬ (৭-৫) সেটে হারালেন জকোভিচকে৷

শুক্রবার গভীর রাতে চতুর্থ রাউন্ডে পৌঁছে গেলেন রজার ফেডেরার৷ তিনি ৬-৪, ৬-২, ৬-২ গেমে হারালেন ব্রিটেনের ড্যানিয়েল ইভান্সকে৷ বৃষ্টিবিঘ্নিত টুর্নামেন্টে ফেডেরার নজির গড়ার সামনে৷ সিঙ্গলসে তিনি ৩০৫ টি ম্যাচ জিতে ফেললেন৷ আর একটি ম্যাচ জিততে পারলে স্পর্শ করবেন মার্টিনা নাভ্রাতিলোভার ৩০৬ টি সিঙ্গলস ম্যাচ জেতার রেকর্ড৷ সুইস তারকা জানিয়েছেন, নজির গড়তে পারলে সবারই ভাল লাগে৷ তাঁরও লাগছে৷

Advertisement

এদিকে, মেয়েদের সিঙ্গলসে সেরেনা উইলিয়ামস রক্তচাপ বাড়িয়ে শেষপর্যন্ত ৬-৭(৭-৯), ৬-২, ৬-৪ গেমে জিতলেন ক্রিশ্চিনা ম্যাকহালের বিরুদ্ধে৷ ভেনাস উইলিয়ামসও জিতলেন কষ্ট করেই৷ তিনি ৭-৫, ৪-৬, ১০-৮ গেমে হারালেন আনিকা বেককে৷ ডাবলসের প্রি-কোয়ার্টার ফাইনালে উঠলেন ভারতের রোহন বোপন্না৷ ফ্লোরিন মার্জিয়াকে সঙ্গী করে হারান আন্দ্রেজ মার্টিন-হান্স ক্যাস্টিনো জুটিকে৷ ফল ৭-৫, ৬-২৷

Advertisement

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ