Advertisement
Advertisement

Breaking News

ইডেনে গোলাপি বলে টেস্ট, সিদ্ধান্ত ওয়ার্কিং কমিটিতে

প্রায় ৩৫ বছর পর ঘরের মাঠে এক মরশুমে ১৩ টা টেস্ট খেলবে ভারতীয় দল৷ বৃহস্পতিবার বোর্ডের তরফ থেকে সরকারিভাবে তা জানিয়ে দেওয়া হল৷ চার দলের বিরুদ্ধে মোট ১৩ টেস্ট৷ এছাড়া আটটি একদিনের ও তিনটে টি-২০ ম্যাচ রয়েছে৷ আর প্রথমবারের মতো টেস্ট হতে চলেছে রাজকোট, হিমাচল, পুণেতে৷

Eden will witness test match with pink ball
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:June 10, 2016 1:45 pm
  • Updated:July 11, 2018 2:28 pm

স্টাফ রিপোর্টার: প্রায় ৩৫ বছর পর ঘরের মাঠে এক মরশুমে ১৩ টা টেস্ট খেলবে ভারতীয় দল৷ বৃহস্পতিবার বোর্ডের তরফ থেকে সরকারিভাবে তা জানিয়ে দেওয়া হল৷ চার দলের বিরুদ্ধে মোট ১৩ টেস্ট৷ এছাড়া আটটি একদিনের ও তিনটে টি-২০ ম্যাচ রয়েছে৷ আর প্রথমবারের মতো টেস্ট হতে চলেছে রাজকোট, হিমাচল, পুণেতে৷
রাজকোট, ধরমশালা, পুণে, রাঁচি, বিশাখাপত্তনম ও ইন্দোর, কিছুদিন আগেই বোর্ডের তরফ থেকে টেস্ট ভেনু হিসাবে ঘোষণা করা হয়৷ বছরের শেষদিক থেকে বিরাট কোহলিরা টেস্ট সিরিজ খেলবেন৷ মোটামুটি ঠিক ছিল, এই ছ’টা অ্যাসোসিয়েশন টেস্ট আয়োজন করার অগ্রাধিকার পাবে৷ বোর্ডের টুর অ্যান্ড ফিক্সচার কমিটির বৈঠকেও সেরকমই ঠিক হয়েছে৷ বোর্ড সভাপতি অনুরাগ ঠাকুর নতুন ভেনুগুলো স্বাগত জানিয়েছেন৷
নিউজিল্যান্ডের সঙ্গে তিনটে টেস্ট রয়েছে৷ যার মধ্যে একটা গোলাপি বলে দিন রাতের ম্যাচ হতে পারে৷ ইন্দোর নিউজিল্যান্ডের বিরুদ্ধে একটা টেস্ট হতে চলেছে৷ এদিকে সিএবি কর্তারা আশায় তারা ভারতের প্রথম দিন রাতের টেস্ট করার ব্যাপরে৷ তার জন্য সুপার লিগের ম্যাচও গোলাপি বলে করা হচ্ছে৷ প্রথম টেস্ট করতে হলে নিউজিল্যান্ডের সঙ্গে করতে হবে৷ যদিও এই নিয়ে অনেকে একটু দ্বিধায় রয়েছেন৷ কেউ কেউ চাইছেন, নিউডিল্যান্ডের সঙ্গে একদিনের ম্যাচ করে, অস্ট্রেলিয়ার বিরুদ্ধে দিন রাতের টেস্ট করতে৷ অসিরা হলে গ্ল্যামার আরও বাড়বে৷ সিএবি সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায় অবশ্য বলছেন, “এখনই কোনও কিছুই চূড়ান্ত নয়৷” যা শোনা যাচ্ছে ২৪ জুন বোর্ডের ওয়ার্কিং কমিটির বৈঠকে ঠিক হতে পারে৷ তবে সিএবির তরফ থেকে ফিড ব্যাক দেওয়া হবে৷ কারণ ঘরোয়া টুর্নামেন্টের ফাইনাল যেহেতু দিন রাতে গোলাপি বলে
হচ্ছে৷ ফলে কী সমস্যা হচ্ছে, সে সব নিয়ে আলোচনা করা যাবে৷ তাছাড়া যেহেতু ম্যাচ সরাসরি দেখানো হবে, ফলে বোর্ড কর্তারাও সেটা দেখতে পাবেন৷

Advertisement

Advertisement

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ