Advertisement
Advertisement

ব্রাজিলের প্রস্তুতি ম্যাচে নেই নেইমার! ফিটনেস নিয়ে বাড়ছে ধোঁয়াশা

বিশ্বকাপে আদৌ খেলবেন তো নেইমার?

FIFA football WC 2018: Brazil’s Neymar left out of practice match
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:June 1, 2018 2:11 pm
  • Updated:June 1, 2018 2:11 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বিশ্বকাপ যত এগিয়ে আসছে, তত বাড়ছে ব্রাজিল সমর্থকদের রক্তচাপ৷ সাম্বা শিবিরে এখন একটাই প্রশ্ন, সময়মতো ফিট হয়ে উঠতে পারবেন তো অধিনায়ক নেইমার? ব্রাজিল ক্যাম্পে কান পাতলে শোনা যাচ্ছে নানা রকমের গুজব ৷ আর সেই গুজবে আরও বাড়ছে ধোঁয়াশা৷

[বিশ্বকাপ জিততে চলেছে ব্রাজিল, পূর্বাভাস পেয়ে খুশির হাওয়া সাম্বার দেশে]

রবিবার ইংল্যান্ডের লিভারপুলে ক্রোয়েশিয়ার বিরুদ্ধে প্রস্তুতি ম্যাচ খেলবে ব্রাজিল৷ ইতিমধ্যেই লন্ডনে রওনা দিয়ে দিয়েছে টিটের দল৷ লন্ডনের বিমান ধরার আগেই নেইমার বলেছিলেন তিনি পুরোপুরি সুস্থ বোধ করছেন না৷ ১০০ শতাংশ ফিটনেস যে তিনি এখনও ফিরে পাননি তো বোঝা গেল বৃহস্পতিবার৷ ইংল্যান্ডে অনুশীলনে দলের বাকি সদস্যরা গা ঘামালেও দেখা গেল না অধিনায়ককে৷ অনুশীলন ম্যাচে নেইমারের জায়গায় খেলতে দেখা গেলে রেনোতো আগুস্তোকে৷ শোনা যাচ্ছে রবিবার ক্রোয়েশিয়ার বিরুদ্ধে শুরু থেকে মাঠে নামবেন না প্যারিস সাঁ জাঁ-র এই স্ট্রাইকার৷ আর এই খবরেই রক্তচাপ আরও বাড়ছে ব্রাজিল সমর্থকদের৷ যদিও, ব্রাজিল শিবিরের খবর রবিবার ক্রোয়েশিয়ার বিরুদ্ধে শেষদিকে মাঠে নামিয়ে দেখে নেওয়া যেতে পারে তাঁর শারীরিক পরিস্থিতি৷

Advertisement

[ফাইনালে রোজা ভাঙার ‘শাস্তি’ পেয়েছেন মহম্মদ সালাহ, দাবি মুসলিম ধর্মগুরুর]

ক্লাব মরশুম চলাকালীন প্যারিসি সাঁ জাঁ-র হয়ে খেলার সময় পা ভেঙে যায় নেইমারের৷ তারপর দীর্ঘদিন ধরেই মাঠের বাইরে তিনি৷ চোটগ্রস্ত অবস্থাতেই জাতীয় দলে ঠাঁই দেওয়া হয় তাঁকে৷ দল বাছার সময়ই দলের ফিজিও জানিয়েছিলেন, বিশ্বকাপ শুরুর আগেই ফিট হয়ে উঠবেন নেইমার৷ নেইমারের এক সতীর্থ ডানিলোও সেকথায় বলছেন৷ তিনি জানিয়েছেন, ‘ব্রাজিল সমর্থকদের উদ্বেগের কোনও কারণ নেই৷ প্রতিদিনই নেইমারের অবস্থার উন্নতি হচ্ছে৷ ধীরে ধীরে গতি এবং ক্ষিপ্রতা ফিরে পাচ্ছেন তিনি৷’ নেইমার নিজেও বিশ্বকাপের আগে ১০০ শতাংশ ফিট হয়ে ওঠার ব্যপারে আশাবাদী৷ আপাতত সেই আশাতে বুক বাঁধছেন সমর্থকরাও৷ তাছাড়া দলের সেরা ফুটবলারকে ছাড়া রাশিয়ায় নামতে চাইছেন না কোচ টিটেও৷ কারণ গতবার বিশ্বকাপের সেমিফাইনালে জার্মানির বিরুদ্ধে নেইমারহীন ব্রাজিলের কী অবস্থা হয়েছিল সেকথা এখন সবারই জানা৷ তবে, এসবের মধ্যেও থেকে যাচ্ছে একটা প্রশ্ন, এতদিন বাদে চোট সারিয়ে ফেরা নেইমারকে আদৌ নিজের চেনা ছন্দে পাওয়া যাবে তো?

Advertisement

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ