Advertisement
Advertisement

Breaking News

ডু অর ডাই ম্যাচের আগে মেসির বিরুদ্ধে হুঙ্কার নাইজেরীয় স্ট্রাইকার মুসার

কী বললেন তারকা?

FIFA football world cup 2018: Nigerian player Musa warns Lionel Messi
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:June 25, 2018 7:04 pm
  • Updated:September 19, 2023 5:14 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বিশ্বকাপের ইতিহাসে আর্জেন্টিনার বিরুদ্ধে নাইজেরিয়া কখনও জয়ের মুখ দেখেনি৷ বিশ্ব মঞ্চে আফ্রিকান দেশের বিরুদ্ধে সবসময়ই দাপট বজায় রেখেছে আর্জেন্টিনা৷ মঙ্গলবার ফের মুখোমুখি সেই দুই দল৷ কিন্তু এবার সেই ইতিহাস পালটে ফেলতে মরিয়া মুসা অ্যান্ড কোং৷ তাই মাঠে নামার আগে লিও মেসিকে রীতিমতো হুমকি দিয়ে রাখলেন নাইজেরীয় স্ট্রাইকার৷

[মিশরের হয়ে আর খেলবেন না সালাহ! কেন তিতিবিরক্ত তারকা?]

কথায় বলে, সময় যখন খারাপ যায়, চামচিকেতেও লাথি মারে৷ এলএম টেনের অবস্থা যেন তেমনটাই হয়েছে৷ আইসল্যান্ডের বিরুদ্ধে প্রথম ম্যাচে পেনাল্টি মিস করেছিলেন৷ যার খেসারত দিতে হয় সাম্পাওলির দলকে৷ প্রথম ম্যাচ ড্র হওয়ার পর দ্বিতীয় ম্যাচে ক্রোয়েশিয়ার কাছে লজ্জাজনকভাবে হেরেই যায় দল৷ সে ম্যাচেও গোলের মুখ দেখেননি মেসি৷ আর তাই এবার কোণঠাসা হয়ে যাওয়া আর্জেন্টিনার বিরুদ্ধে হুঙ্কার দিলেন মুসা৷

Advertisement

[ফাউলের জন্য সুইডিশ তারকাকে জঙ্গি তকমা, পুলিশের দ্বারস্থ ফেডারেশন]

বিশ্বকাপে নাইজেরিয়ার বিরুদ্ধে ডু অর ডাই ম্যাচে নামার আগে এমনিতেই আর্জেন্টিনা শিবিরে তুমুল ডামাডোল৷ কোচ সাম্পাওলির স্ট্র্যাটেজি পছন্দ হচ্ছে না মেসি-মাসচেরানোদের৷ তাই মঙ্গলবারের ম্যাচে প্রথম একাদশ বাছা থেকে ফর্মেশন সবই ঠিক করবেন অধিনায়ক মেসি এবং তাঁর সতীর্থ৷ আর আর্জেন্টাইন শিবিরের এমন টালমাটাল পরিস্থিতিকেই কাজে লাগাতে চায় নাইজেরিয়া৷ ম্যাচের আগে মেসিকে একপ্রকার সতর্কই করে রাখলেন নাইজেরীয় স্ট্রাইকার আহমেদ মুসা৷ পুরনো পরিসংখ্যান টেনে তিনি বলেন, “আর্জেন্টিনা এবং মেসির বিরুদ্ধে আমি যখনই খেলি, তখনই গোল করি৷ চার বছর আগে (ব্রাজিল বিশ্বকাপে) আমি জোড়া গোল করেছিলাম৷ (যদিও সে ম্যাচ ৩-২ গোলে হারে নাইজেরিয়া)৷ এমনকী বার্সেলোনার বিরুদ্ধে লেস্টার সিটি জার্সি গায়েও দু’গোল করেছি৷ তাই পরের ম্যাচেও মেসিদের বিরুদ্ধে আমি আবার দু’টো গোল করব৷” কথাতেই বুঝিয়ে দিলেন বিশ্বের সেরা তারকার মুখোমুখি হলে গোল করার তাগিদটা বেড়ে যায় মুসার৷ যার সর্বশেষ প্রতিফলন দেখা গিয়েছিল গত বছর৷ আন্তর্জাতিক প্রীতিম্যাচে আর্জেন্টিনাকে ৪-২ গোলে হারায় তাঁরা৷ সেখানেও একটি গোলের পাশে লেখা ছিল মুসার নাম৷ এদিকে, গত ম্যাচে আইসল্যান্ডকে হারিয়ে আত্মবিশ্বাসী নাইজেরিয়া৷ মঙ্গলবারের ম্যাচ জিততেই হবে আলবিসেলেস্তাকে৷ তাই টক্কর হতে চলেছে সেয়ানে-সেয়ানে৷

Advertisement

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ