Advertisement
Advertisement

Breaking News

মেক্সিকান ওয়েভ থামিয়ে বিশ্বকাপের শেষ আটে নেইমাররা

রাশিয়া বিশ্বকাপের উত্তেজনা জিইয়ে রাখলেন ব্রাজিলীয় তারকাই৷

FIFA World Cup: Brazil beats Mexico
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:July 2, 2018 9:27 pm
  • Updated:September 14, 2023 6:58 pm

ব্রাজিল: ২ (নেইমার, ফিরমিনো)
মেক্সিকো: ০

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: থমাস মুলার, লিও মেসি, ক্রিশ্চিয়ানো রোনাল্ডো, আন্দ্রে ইনিয়েস্তা৷ এবার কি বিশ্বকাপ থেকে ছিটকে যাওয়ার পালা নেইমারের? এ আলোচনাতেই মেতেছিল ভারচুয়াল দুনিয়া৷ আসলে এবারের বিশ্বকাপ নিয়ে কোনও ভবিষ্যদ্বাণীই তো কাজে লাগছে না৷ বেশ কিছু অঘটনের সাক্ষী থাকতে হচ্ছে বিশ্ববাসীকে৷ কিন্তু কোনও কোনও দল সত্যিই হয়তো সেসবের উর্ধ্বে পৌঁছে যায় নিজেদের পারফরম্যান্সের মধ্যে দিয়ে৷ তাই তো নিন্দুকদের মুখে ছাই দিয়ে মেক্সিকান ওয়েভ থামিয়ে দিলেন নেইমাররা৷ অঘটনে শামিল হতে নয়, তাঁরা রাশিয়া এসেছেন হেক্সা জয়ের শপথ নিয়ে৷ দাপটের সঙ্গে কোয়ার্টারে পৌঁছে সেই বার্তাই যেন
দিয়ে গেল তিতের দল৷

Advertisement

[ইনিয়েস্তার পর আন্তর্জাতিক ফুটবল থেকে বিদায় ঘোষণা স্প্যানিশ তারকা পিকের]

 

Advertisement

কে আন্ডারডগ? কারা তুলনামূলক ছোট দল? চলতি বিশ্বকাপে এসব শব্দ কুলুঙ্গিতে তুলে রাখাই শ্রেয়৷ একদলের ধারাবাহিকতা নজর কাড়ছে বিশ্বকাপ শুরুর আগে থেকে৷ আরেক দল তো আবার জার্মানিকে পরাস্ত করে দুনিয়াকে চমকে দিয়ে বিশ্বকাপের যাত্রা শুরু করেছিল৷ আর সেই দু’দল যখন মুখোমুখি হল, তখন জমে উঠল লড়াই৷ এ বলে আমায় দেখ, ও বলে আমায়৷ মরণবাঁচন লড়াইয়ে কেউ কাউকে এক ইঞ্চি জমিও ছাড়বে না৷ প্রথমার্ধে খেলার মেজাজটা ঠিক এমনই ছিল৷ আক্রমণ আর প্রতি আক্রমণের পালা চলল লাগাতার৷ কঠিন পরীক্ষার মুখে পড়তে হল দুই দলেরই ডিফেন্ডার ও গোলকিপারদের৷ রবিবারের দুই ম্যাচের পর কি তবে এদিনও ম্যাচ গড়াবে এক্সট্রা টাইমে? বিরতিতে এ প্রশ্নই ঘুরপাক খাচ্ছিল দর্শকদের মনে৷ তবে দ্বিতীয়ার্ধের শুরুতেই সাম্বার রঙে রঙিন হল সাতারা এরিনা৷ উইলিয়ানের পাস থেকে মেক্সিকোর জালে বল ঢুকিয়ে দিয়ে আরও একবার শেষ আটের টিকিট একপ্রকার পাকা করে ফেলেন নেইমার৷ আর তাতে সিলমোহর লাগিয়ে দেন কুটিনহোর পরিবর্ত হিসেবে নামা ফিরমিনো৷ সেই গোলের নেপথ্যেও ছিল ব্রাজিলীয় পোস্টার বয়ের দু্র্দান্ত পাস৷ তবে মেক্সিকান গোলকিপার ওচোয়া দারুণ কিছু সেভ দলকে লজ্জাজনক হারের হাত থেকে বাঁচিয়ে দিল এদিন৷

মেক্সিকোর সঙ্গে ৫০ বারের সাক্ষাতে ২৩ বারই জয়ী ব্রাজিল৷ সেই আত্মবিশ্বাস তো ছিলই৷ সঙ্গে ছিল অঘটন রুখে দেওয়ার তাগিদ৷ দুয়ে মিলেই এদিন এল প্রত্যাশিত জয়৷ তবে ব্রাজিলকে দেখে মনে হল, ঝুলিতে আরও কিছু স্কিল ও স্ট্র্যাটেজি লুকিয়েই রাখলেন তিতে৷ যা শেষ আটে বেলজিয়াম কিংবা জাপানের বিরুদ্ধে বের করবেন৷ ঈশ্বর বা বস নন, রাশিয়া বিশ্বকাপের উত্তেজনা জিইয়ে রাখলেন ব্রাজিলীয় তারকা নেইমারই৷

[ছাড় পেলেন না জর্জিনাও, নেটিজেনদের ট্রোলে বিদ্ধ রোনাল্ডোর বান্ধবী]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ