Advertisement
Advertisement

Breaking News

দেশের জয়ে বন্য সেলিব্রেশন ফরাসি ফুটবলপ্রেমীদের, পদপিষ্ট হয়ে আহত ৩০

টিয়ার গ্যাস ব্যবহার করে সমর্থকদের শান্ত করা হয়৷

Football World Cup: France fans celebration trigger stampede
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:July 11, 2018 11:18 am
  • Updated:July 15, 2018 11:54 am

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সেই ২০০৬ সালে শেষবার বিশ্বকাপের ফাইনালে পৌঁছেছিল দেশ৷ তারপর গত এক যুগ ধরে সেইন নদী দিয়ে অনেক জল বয়ে গিয়েছে৷ গত দুই বিশ্বকাপে সেভাবে ঝলসে উঠতে পারেনি রোবেসপিয়েরের দেশ ৷ তবে এবার পেরেছে৷ ফের বিশ্ব মঞ্চে ঘটেছে ফরাসি বিপ্লব৷ কখনও মেসির আর্জেন্টিনা তো কখনও কালো ঘোড়া বেলজিয়াম, ফ্রান্সের পাওয়ার ফুটবলের কাছে নতি স্বীকার করতে হয়েছে সকলকেই৷ আর তাই এক যুগ পর ফের আনন্দে আত্মহারা হয়ে ওঠার সুযোগ পেয়েছেন ফ্রান্সবাসী৷ মঙ্গলবার রাতে রাজধানী প্যারিস তাই সাক্ষী থাকল ফুটবলপ্রেমীদের বন্য সেলিব্রেশনের৷

Advertisement

রাশিয়ায় যখন গ্রিজম্যান, এমবাপে, পোগবারা বেলজিয়ামের বিরুদ্ধে লড়াই চালাচ্ছে, তখন জয়ের প্রার্থনা চলছে প্যারিসে৷ উমতিতি গোল করতেই উচ্ছ্বাসের বাঁধ ভাঙে৷ তাঁর হাত ধরেই তৃতীয়বার বিশ্বকাপের ফাইনালে পৌঁছায় দল৷ ফ্রান্স জেতা মাত্র প্যারিসের রাস্তায় নেমে পড়েন লক্ষ লক্ষ ফুটবলপ্রেমী৷ মশাল জ্বালিয়ে, নাচ-গান করে ফাইনালে পৌঁছানোর আনন্দে মেতে ওঠেন তাঁরা৷ প্যারিসে তখন অকাল দীপাবলি৷ রাজধানীর বিখ্যাত চ্যাম্পস-এলিসিসে দেশের পতাকা নিয়ে তখন হাজির আট থেকে আশি, সকলেই৷

Advertisement

[সেন্ট পিটার্সবার্গে ফরাসি বিপ্লবে মিশে গেল ব্রাজিলও]

ফ্রান্সের এই জয়কে থাইল্যান্ডের গুহায় আটকে পড়া খুদে ফুটবলারদের উৎসর্গ করেন পল পোগবা৷

তবে সেলিব্রেশন করতে গিয়ে গুরুতর আহত হলেন প্রায় ৩০ জন ফরাসি ফুটবলপ্রেমী৷ ঘটনা নিসের৷ সেমিফাইনালের লড়াই দেখার জন্য রাস্তায় জড়ো হয়েছিলেন দর্শকরা৷ ফ্রান্স জয়ের সঙ্গে সঙ্গেই আতসবাজি ফাটতে শুরু করে৷ তবে আচমকা বিকট শব্দে ভয় পেয়ে যান তাঁরা৷ বিস্ফোরণ এবং গুলি চলার আওয়াজ ভেবে ইতিউতি দৌড়তে শুরু করেন সকলে৷ আর তখনই পদপিষ্ট হয়ে আহত হন প্রায় ৩০ জন৷ ঘটনাস্থলে পৌঁছায় ছটি অ্যাম্বুল্যান্স৷ সেখানেই আহতদের প্রাথমিক চিকিৎসা করা হয়৷ সমর্থকদের সেলিব্রেশনের জেরে রাস্তায় তীব্র যানজটের সৃষ্টি হয়৷ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পথে নামে পুলিশ৷ টিয়ার গ্যাস ব্যবহার করে সমর্থকদের শান্ত করা হয়৷

ইতিহাস গড়ার পথে ফরাসি কোচ দিদিয়ের দেশঁ৷  মারিও জাগালোর ও বেকেন বাওয়ারের পর ফুটবলার ও ম্যানেজার হিসেবে কাপ জয়ের হাতছানি তাঁর সামনে৷ আর তার আগে দেশের প্রতি প্রেম ও আবেগে ভাসা সমর্থকদের এই ছবিই বিশ্বকাপে ফ্রান্সের বিজ্ঞাপন হয়ে রইল৷

[জল্পনার অবসান, রিয়াল ছেড়ে জুভেন্তাসেই যাচ্ছেন রোনাল্ডা]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ