Advertisement
Advertisement
AIFF

এপ্রিলেই শুরু সুপার কাপ, ঘোষিত সূচি, কবে নামছে মোহনবাগান-ইস্টবেঙ্গল?

সুপার কাপের গ্রুপ পর্বে কি ডার্বি থাকছে?

AIFF announces schedule for Hero Super Cup | Sangbad Pratidin
Published by: Subhajit Mandal
  • Posted:March 7, 2023 8:42 pm
  • Updated:March 7, 2023 8:42 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আইএসএলের (ISL) পরপরই শুরু হয়ে যাবে দেশের এক নম্বর কাপ প্রতিযোগিতা সুপার কাপ (Super Cup)। মঙ্গলবার সুপার কাপের সূচি ঘোষণা করল ফেডারেশন। আইএসএল ও আই লিগ মিলিয়ে মোট ১৬টি দল খেলবে এই সুপার কাপে। ইস্টবেঙ্গল এবং মোহনবাগান এই টুর্নামেন্টে খেলবে। সেই সঙ্গে মহামেডানের কাছেও সুযোগ থাকছে সুপার কাপের মূল পর্বে খেলার।

আইএসএল থেকে সরাসরি ১১টি দল সুপার কাপে খেলার সুযোগ পাবে। আর আই লিগের (I League) মোট পাঁচটি দল খেলবে এই কাপ প্রতিযোগিতায়। আইএসএলের ক্লাবগুলিকে সুযোগ দেওয়া হবে বাছাই পর্বের মাধ্যমে। আই লিগের ১০টি দলের মধ্যে বাছাই পর্ব থেকে পাঁচটি দলকে বেছে নেওয়া হবে। সুপার কাপ জয়ী দল এএফসি কাপে (AFC Cup) খেলার সুযোগ পাবে। তার জন্য অবশ্য গত বারের আইলিগ চ্যাম্পিয়ন গোকুলম কেরালা এফসির সঙ্গে খেলতে হবে তাদের।

[আরও পড়ুন: আদানি কাণ্ডে চিনা নাগরিকের ‘সন্দেহজনক ভূমিকা’, জাতীয় সুরক্ষা নিয়ে প্রশ্ন কংগ্রেসের]

ফেডারেশন (AIFF) প্রকাশিত সূচি অনুযায়ী, ৩ এপ্রিল থেকে যোগ্যতা অর্জন পর্বের খেলা শুরু হবে। মূল পর্বের খেলা শুরু হবে ৮ এপ্রিল থেকে। সব ম্যাচই হবে কেরলে। মূল পর্বের ১৬টি দলকে চারটি আলাদা আলাদা গ্রুপে ভাগ করা হয়েছে। গ্রুপের সেরা দলগুলি সেমিফাইনালে খেলার সুযোগ পাবে। মোহনবাগান এবং ইস্টবেঙ্গল (East Bengal) দুটি দলকে আলাদা আলাদা গ্রুপে রাখা হয়েছে। ইস্টবেঙ্গলকে রাখা হয়েছে গ্রুপ বি-তে আর মোহনবাগানকে (Mohun Bagan) রাখা হয়েছে গ্রুপ সি-তে। অর্থাৎ গ্রুপ পর্বে বাঙালির আবেগের ডার্বি দেখার সুযোগ থাকছে না।

[আরও পড়ুন: গালে গাল ঠেকিয়ে আবিরকে রং মাখালেন ঋতাভরী, ভালবাসায় রঙিন ‘ফাটাফাটি’র নয়া ভিডিও]

সুপার কাপে মোহনবাগানের সূচি:
১০ এপ্রিল: মোহনবাগান বনাম বাছাই পর্ব থেকে উঠে আসা দল (গোকুলম বনাম নেরোকা)
১৪ এপ্রিল: মোহনবাগান বনাম জামশেদপুর এফসি
১৮ এপ্রিল: মোহনবাগান বনাম এফসি গোয়া
সুপার কাপে ইস্টবেঙ্গলের সূচি:
৯ এপ্রিল: ইস্টবেঙ্গল বনাম ওড়িশা এফসি
১৩ এপ্রিল: ইস্টবেঙ্গল বনাম হায়দরাবাদ এফসি
১৭ এপ্রিল: ইস্টবেঙ্গল বনাম বাছাই পর্ব থেকে উঠে আসা দল (ট্রাউ বনাম আইজল)

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement