Advertisement
Advertisement
AIFF

‘কোর’ কমিটি ভেঙে দিল ফুটবল ফেডারেশন, বদল অন্য কমিটিতেও

নতুন কমিটিতে নতুন কিছু মুখ ঢোকানো হবে।

AIFF has dissolved the core committee and changed other committees too । Sangbad Pratidin

কল্যাণ চৌবে। ফাইল চিত্র

Published by: Krishanu Mazumder
  • Posted:January 23, 2024 8:45 am
  • Updated:January 23, 2024 8:46 am

দুলাল দে: শেষ পর্যন্ত ভেঙেই দেওয়া হল ফেডারেশনের (AIFF) ‘কোর কমিটি।’ তবে সরকারি ভাবে কোর কমিটি গঠন হলেও তা ভেঙে দেওয়ার জন্য কোনও সরকারি প্রস্তাব রাখা হয়নি। তবে সচিব পদ থেকে সাজি প্রভাকরণকে (Shaji Prabhakaran) বরখাস্ত করার সঙ্গে সঙ্গে মোটমুটি ভাবে ঠিক হয়ে গিয়েছে, কোর কমিটির আর কোনও মিটিং হবে না। তবে শুধু ‘কোর কমিটি’ বন্ধই নয়, আরও বেশ কিছু কমিটিও নতুন ভাবে তৈরি হবে। যতদিন না নতুন কমিটি তৈরি হচ্ছে, ততদিন পর্যন্ত পুরনো সেই কমিটির সদস্যদের কাজ চালিয়ে যেতে বলা হচ্ছে।
সাজি প্রভাকরণ তখন ফেডারেশনের সচিব। শেষের দিকে অন্যান্য কর্তাদের সঙ্গে সম্পর্ক তখন তলানির দিকে যাচ্ছে। সেই সময়েই ফেডারেশনের তরফে হঠাৎ ঘোষণা হয়, সহ সভাপতি হ্যারিশের নেতৃত্বে একটি কোর কমিটি গঠন করা হয়েছে। যাঁরা সচিবের কাজ সব দেখভাল করবেন। তবে এই কমিটির মাথায় অবশ্যই থাকবেন সভাপতি কল্যাণ চৌবে। সেই শুরু। তখন থেকেই সচিব হিসেবে সাজি প্রভাকরণ একা কিছুই সিদ্ধান্ত নিতে পারতেন না। যদি কোনও সিদ্ধান্তও নিতেন, তাহলেও সেই সিদ্ধান্ত রিভিউ করার ক্ষমতা ছিল ফেডারেশনের কোর কমিটির। 

 

Advertisement

[আরও পড়ুন: ‘১২০ শতাংশ দিতে প্রস্তুত আমরা’, সিরিয়া চ্যালেঞ্জের জন্য তৈরি সুনীলরা]

এরপর ফেডারেশনের অনেক জল গড়িয়েছে। আর তাতে সেই জলে ভেসে গিয়েছেন সাজি প্রভাকরণ। বিশ্বাসঘাতকার অভিযোগে ফেডারেশন থেকে বরখাস্ত হয়েছেন সাজি। তারপর থেকে নতুন করে আর কাউকেই সচিব পদে বসানো হয়নি। সত্য নারায়ণ কাজ করছেন ‘অ্যাক্টিং জেনারেল সেক্রেটারি’ হিসেবে। তবে ফেডারেশন কর্তারা চাইলেও সংবাদপত্রে বিজ্ঞাপন দিয়ে নতুন করে কোনও সচিব নিয়োগ করাতে পারছেন না। এর পিছনেই এক এবং একমাত্র কারণ হল, তাঁকে বরখাস্ত করা নিয়ে ফেডারেশনের সিদ্ধান্তর বিরুদ্ধে আদলতে চলে গিয়েছেন সাজি। আর শুরুতেই ফেডারেশনের সিদ্ধান্তর উপর স্থগিতাদেশ পেয়ে গিয়েছেন। ফেডারেশনের সঙ্গে সাজির সেই কেস এখন আদালতের বিচারাধীন বিষয়। ফলে নতুন করে কোনও সচিবকেই নিয়োগ করা সম্ভব হচ্ছে না ।
আদালত থেকে তাঁকে বরখাস্ত করা নিয়ে স্থগিতাদেশ পাওয়ার পরেই সচিব হিসেবে সরকারি মেল আইডি’র জন্য ফেডারেশনকে মেল করেছেন সাজি। যদিও ফেডারেশনের তরফে এখনও পর্যন্ত কোনও মেল আই ডি প্রাক্তন সচিবকে পাঠানো হয়নি। কিন্তু যেটা হয়েছে তা হল, আর কোনও কাজ না থাকায়, অলিখিত ভাবে কোর কমিটিকে ভেঙে দেওয়া হয়েছে। ঠিক হয়ে গিয়েছে আর কোনও কোর কমিটির মিটিং ডাকা হবে না। এখন থেকে ফেডারেশনের সিদ্ধান্ত অ্যাক্টিং জেনারেল সেক্রেটারি সত্যনারায়ণ এবং সভাপতি কল্যাণ চৌবে নেবেন।
এখনও সরকারি ভাবে বলা হয়নি। লিগ কমিটি সহ বিভিন্ন কমিটিকেও জানিয়ে দেওয়া হয়েছে, কিছুদিনের মধ্যে নতুম কমিটি গঠন করা হবে। নতুন করে যতক্ষণ না কোনও কমিটির সদস্যদের নাম জানানো হচ্ছে, ততদিন পর্যন্ত পুরনো কমিটির সদস্যরাই কাজ চালিয়ে যাবেন। আসলে অনেকে মনে করছেন, পুরনো কমিটির বেশ কিছু সদস্যকে বাদ নিয়ে নতুন কমিটিতে নতুন কিছু মুখ ঢোকানো হবে।

Advertisement

[আরও পড়ুন: আমন্ত্রণ পেয়েও অযোধ্যায় যাননি রোহিত শর্মা, কোথায় গেলেন ভারত অধিনায়ক?]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ