Advertisement
Advertisement
AIFF

‘যা বলার ফেডারেশনের মিটিংয়েই বলতে পারত’, বাইচুংকে ‘দেড় লক্ষ টাকা বেতনে’র খোঁচা কল্যাণের

ফেডারেশন সভাপতি কল্যাণ চৌবের পদত্যাগের দাবিতে সোচ্চার বাইচুং।

AIFF President Kalyan Chaubey blasts Bhaichung Bhutia and his allegations
Published by: Arpan Das
  • Posted:June 13, 2025 6:06 pm
  • Updated:June 13, 2025 6:06 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ভারতীয় ফুটবলে ডামাডোল লেগেই রয়েছে। এএফসি এশিয়ান কাপের যোগ্যতা অর্জন পর্বে হংকংয়ের কাছে হার যেন বিরাট ঝাঁকি দিয়েছে দেশের ফুটবলমহলকে। প্রাক্তন ফুটবলার বাইচুং ভুটিয়া যেমন ফেডারেশন সভাপতি কল্যাণ চৌবের পদত্যাগের দাবিতে সোচ্চার। এবার ফেডারেশনের মিটিংয়ে বাইচুংকে পালটা ‘দেড় লক্ষ টাকা’ বেতনের খোঁচা দিলেন কল্যাণ।

Advertisement

ফেডারেশন সভাপতি বলেন, “৩-৪ জন ব্যক্তি এই অপপ্রচার চালাচ্ছে। হয় তাঁরা আগে ফেডারেশনের সঙ্গে যুক্ত ছিলেন নয়তো আমার সময়কালে নির্বাচনে হেরেছেন। আমার ও আমার পরিবারের দিকে অভিযোগের আঙুল উঠছে। কিন্তু আমি শুধু তথ্য নিয়ে কথা বলতে চাই। বাইচুং সম্মানীয় ফুটবলার। আমাদের দেশের অন্যতম সেরা স্ট্রাইকার। কিন্তু ও এআইএফএফের পরামর্শদাতা ছিল। দেড় লক্ষ টাকা বেতন পেত। তাছাড়া ওর অন্যান্য খরচও দেওয়া হয়। ও এআইএফএফের এক্সিকিউটিভ কমিটির মিটিংয়ে থাকত। চাইলে সেখানে ‘দুর্নীতি’ নিয়ে কথা বলতে পারত। সেই মিটিংয়ের মিনিটস তো সহজেই দেখা যায়।”

বাইচুংকে আরও খোঁচা দিয়ে কল্যাণ বলেন, “বাইচুং কিংবদন্তি। কিন্তু প্লেয়ার ও তাদের পরিবারের আবেগ নিয়ে খেলছে। ওর দল ভুটিয়া অ্যাকাডেমি মিনার্ভা অ্যাকাডেমির কাছে ৩১-০ গোলে হেরেছিল।” কিন্তু কল্যাণের ‘সাফাইয়ে’ সন্তুষ্ট নয় দেশের ফুটবলপ্রেমীরা। তাঁদের বক্তব্য, বাইচুংকে আক্রমণ করে কি ভারতীয় ফুটবলের বর্তমান অবস্থার সমাধান করা যায়?

কল্যাণের আরও বক্তব্য, ২০৩১-র এএফসি এশিয়ান কাপ আয়োজন করতে চায় ভারত। উল্লেখ্য, বাইচুং বলেছিলেন, “ভারতীয় ফুটবলকে একেবারে শেষ করে দিয়েছে কল্যাণ চৌবে। এখনই ওর পদত্যাগ করে চলে যাওয়া উচিত। একের পর এক বিতর্ক, দুর্নীতি হচ্ছে। এত মাস কেটে যাওয়ার পরেও জানা নেই আই লিগ চ্যাম্পিয়ন কে? টেকনিক্যাল কমিটিকে উপেক্ষা করে মানোলোকে কোচ করা হল। তিনি এফসি গোয়ার সঙ্গেই জাতীয় দলের দায়িত্ব সামলালেন। আসলে তৃণমূলস্তরে কোনও উন্নতি হচ্ছে না। মাঠের বাইরে কেবলই খারাপ খবর। সমস্ত কিছুর প্রভাব পড়ছে জাতীয় দলের পারফরম্যান্সে।”

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement