Advertisement
Advertisement

Breaking News

Emi Martinez

শীঘ্রই কলকাতায় আসছেন বিশ্বকাপ জয়ী আর্জেন্টিনার গোলকিপার মার্টিনেজ!

দুরন্ত পারফরম্যান্সের সৌজন্যে বিশ্বকাপে সোনার গ্লাভস উঠেছিল তাঁর হাতে।

Argentina star Emi Martinez likely to come to Kolkata this June | Sangbad Pratidin
Published by: Sulaya Singha
  • Posted:February 17, 2023 8:40 pm
  • Updated:February 19, 2023 3:28 pm

দুলাল দে: দিয়েগো মারাদোনা থেকে লিওনেল মেসি, পেলে থেকে কাফু, কান- ভারতবর্ষের ফুটবলের মক্কায় পা রেখেছেন বিশ্ব কাঁপানো কিংবদন্তি ফুটবলাররা। এবার কলকাতায় আসছেন গত বছর বিশ্বকাপ জয়ী আর্জেন্টিনার গোলকিপার এমিলিয়ানো মার্টিনেজ (Emiliano Martinez)! সব ঠিকঠাক থাকলে চলতি বছরের জুন মাসেই তিলোত্তমা সাক্ষী থাকবে সেই ঐতিহাসিক মুহূর্তের।

৩৬ বছরের খরা কাটিয়ে লিও মেসির হাত ধরে বিশ্বকাপ ঘরে তুলেছে মারাদোনার দেশ। কাতারে বিশ্বকাপের ফাইনাল (Qatar World Cup 2022) ম্যাচে ফ্রান্সের বিরুদ্ধে ঢাল হয়ে দাঁড়িয়েছিল মার্টিনেজের গ্লাভস জোড়া। পেনাল্টি শুটআউটে বিপক্ষ ফুটবলারদের দু’টি শট আটকে দেন। লা আলবিসেলেস্তার বিশ্বজয়ের অন্যতম কারিগর হয়ে ওঠেন মার্টিনেজ। দুরন্ত পারফরম্যান্সের সৌজন্যে বিশ্বকাপে সোনার গ্লাভস উঠেছিল তাঁর হাতে। সেই তারকা গোলকিপারকেই এবার চাক্ষুষ করবে কলকাতা।

Advertisement

[আরও পড়ুন: ‘ওর জন্য আমার শুভকামনা রইল’, পন্থের জন্য বিশেষ বার্তা উর্বশীর! দেখুন ভিডিও]

ক্রীড়া উদ্যোগপতি শতদ্রু দত্ত সম্প্রতি বার্সেলোনায় যান। সেখানেই আর্জেন্টিনার গোলকিপারের টিমের সঙ্গে দেখা করেন বলে খবর। টিমের সদস্যের সঙ্গে কথাবার্তার পরই কার্যত মার্টিনেজের (Emiliano Martinez) কলকাতায় আসা পাকা করে ফেলেন শতদ্রু দত্ত। তাঁর একটি ফেসবুক পোস্টেও মিলেছে সেই ইঙ্গিত। মার্টিজেনের হাতে গোল্ডেন গ্লাভসের ছবি পোস্ট করেন তিনি। শোনা যাচ্ছে, সবকিছু পরিকল্পনা মাফিক এগোলে জুন মাসে অফ সিজনে কলকাতায় পা রাখবেন অ্যাস্টন ভিলার তারকা গোলকিপার।

Advertisement

তবে কাতার বিশ্বকাপে শুধু মাঠেই নয়, মাঠের বাইরের একাধিক কাণ্ডেও শিরোনামে ছিলেন মার্টিনেজ। গোল্ডেন গ্লাভস জয়ের পর তাঁর অঙ্গভঙ্গি নিয়ে তুমুল সমালোচনা হয়। আবার আর্জেন্টিনায় শোভাযাত্রার সময় ফরাসি স্ট্রাইকার এমবাপের পুতুল দেখা গিয়েছিল তাঁর হাতে। তা নিয়েও নিন্দার ঝড় ওঠে। যদিও সেসবে কান দেননি মার্টিনেজ। মাঠের পারফরম্যান্সেই নিজের শ্রেষ্ঠত্বের প্রমাণ দিয়েছেন। তবে কলকাতায় এসে তিনি কোথায় কোথায় যাবেন কিংবা কোনও ম্যাচে অংশ নেবেন কি না, তা এখনও জানা যায়নি।

[আরও পড়ুন: ৬০ ঘণ্টার ‘সমীক্ষা’ শেষে বিবিসির বিরুদ্ধে কর ফাঁকির অভিযোগ আয়কর বিভাগের]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ