Advertisement
Advertisement
Bayer Leverkusen

বুন্দেশলিগায় নতুন রেকর্ড, বায়ার্নকে টপকে নজির লেভারকুসেনের

কী সেই রেকর্ড?

Bayer Leverkusen sets new Bundesliga record with 33rd unbeaten game । Sangbad Pratidin

লেভারকুসেনের নতুন নজির। ফাইল চিত্র

Published by: Krishanu Mazumder
  • Posted:February 24, 2024 1:43 pm
  • Updated:February 24, 2024 1:43 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বুন্দেশলিগায় (Bundesliga) নতুন রেকর্ড। ভেঙে গেল বায়ার্ন মিউনিখের (Bayern Munich) অপরাজিত থাকার রেকর্ড। নতুন রেকর্ড গড়ল বায়ার লেভারকুসেন (Bayer Leverkusen)।
আগে সব প্রতিযোগিতা মিলিয়ে টানা ৩২ ম্যাচ অপরাজিত থাকার রেকর্ড ছিল বায়ার্নের দখলে। লেভারকুসেন টানা ৩৩ ম্যাচ অপরাজিত থাকার নজির গড়ল। গত সপ্তাহেই বায়ার্নকে ছুঁয়ে ফেলেছিল জাবি আলোন্সোর লেভারকুসেন। মাইঞ্জকে ১-২ গোলে হারিয়ে লেভারকুসেন টানা ৩৩টি ম্যাচ এখন অপরাজিত।

[আরও পড়ুন: ক্রিকেটীয় মানসিকতাই ছিল না পরিবারের, তবু কীভাবে ভারতীয় দলে? জানালেন আকাশের মা]

সব প্রতিযোগিতা মিলিয়ে কোনও জার্মান ক্লাবের সবচেয়ে বেশি ম্যাচ অপরাজিত থাকার রেকর্ড  লেভারকুসেনেরই দখলে। চলতি মরশুমে ৩৩টি ম্যাচের মধ্যে ২৯টিতে জিতেছে অ্যালোন্সোর ছেলেরা। বাকি চারটিতে ড্র। এর আগে ২০১৯ ও ২০২০ সালে দুই মরশুম মিলিয়ে সব প্রতিযোগিতায় ৩২ ম্যাচে অপরাজিত ছিল বায়ার্ন মিউনিখ। উল্লেখ্য, বায়ার্ন মিউনিখের থেকে এই মুহূর্তে ১১পয়েন্ট এগিয়ে লেভারকুসেন।
এদিকে লেভারকুসেন বস জাবি অ্যালোন্সোর ভবিষ্যৎ নিয়ে জল্পনা চলছে। বায়ার্ন মিউনিখ এবং লিভারপুল নতুন মরশুমের জন্য কোচ খুঁজছে। অ্যালোন্সোর নতুন ঠিকানা কি ওই দুটো ক্লাবের কোনও একটি? অবনমন থেকে লেভারকুসেনকে বাঁচিয়ে এখন লেভারকুসেনকে চ্যাম্পিয়ন করার রাস্তায় নিয়ে যাচ্ছেন অ্যালোন্সো। লেভারকুসেন বস অবশ্য বলছেন, তাঁর মস্তিষ্ক রয়েছে বুন্দেশলিগাতেই। 
মাইঞ্জের বিরুদ্ধে লেভারকুসেন ৩ মিনিটে গোল করে এগিয়ে  যায়। সাত মিনিটেই সমতা ফেরায় মাইঞ্জ। জয়সূচক গোলটির জন্য লেভারকুসেনকে অপেক্ষা করে থাকতে হয় ৬৮ মিনিট পর্যন্ত। 

Advertisement

[আরও পড়ুন: কাজে ফিরলেন সঞ্জনা, রোমাঞ্চিত বুমরাহ সোশাল মিডিয়ায় করলেন পোস্ট]

Advertisement

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ