সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ব্রাজিলের মাটিতে প্রথম অভিযানে নামলেন কার্লো আন্সেলোত্তি। আর প্যারাগুয়েকে হারিয়ে বিশ্বকাপে জায়গা করে নিল পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা। ভিনিসিয়াসের একমাত্র গোলে জয় পেল সেলেকাওরা। রিয়াল মাদ্রিদের আন্সেলোত্তি-ভিনিসিয়াস জুটিতে ভর করে সমস্ত সংশয় উড়িয়ে ফুটবলের সেরা মঞ্চে দেখা যাবে ব্রাজিলকে। দক্ষিণ আমেরিকা থেকে এর আগেই বিশ্বকাপে যোগ্যতা অর্জন করে নিয়েছিল আর্জেন্টিনা। এদিন অবশ্য তারা ড্র করল কলম্বিয়ার সঙ্গে।
মারাকানায় নামার আগে আন্সেলোত্তির আমলে একটি ম্যাচই খেলেছিল ব্রাজিল। ইকুয়েডরের বিরুদ্ধে সেই ম্যাচটা শেষ হয়েছিল গোলশূন্যভাবে। কিন্তু এদিন যে ব্রাজিলকে দেখা গেল, তা একান্তভাবেই আন্সেলোত্তির ব্রাজিল। আর ছন্নছাড়া নয়, নিজেদের মধ্যে বোঝাপড়ার ছবিটাও অনেক পরিষ্কার। দ্রুত গতির কাউন্টার অ্যাটাক, বল দখলে রাখা, পাসিং- সবেতেই অনেক তফাৎ। হাফটাইমের আগে ভিনিসিয়াসের গোলটা এল ঠিক সেভাবেই। ডানদিক থেকে বক্সের মধ্যে ঢুকে পড়েন ম্যাথিউস কুনহা। তাঁর মাটি ঘেঁষা ক্রস থেকে জালে বল জড়িয়ে দেন ভিনি। প্যারাগুয়ের ডিফেন্ডাররা বুঝতেই পারেননি, শিকারী বাঘের মতো ব্রাজিলের ‘নম্বর টেন’ ছিটকে বেরিয়ে এসেছিলেন। ওই এক গোলেই জিতল ব্রাজিল।
কিন্তু পরিসংখ্যান বুঝিয়ে দিচ্ছে, সেলেকাওদের দাপট কীরকম ছিল। ১১টি শট, তার মধ্যে গোল লক্ষ্য করে ৪টি। বল পজিশন ৭৩ শতাংশ। কুনহা ছাড়াও রাফিনহা ও মার্টিনেলিকে এই ম্যাচে সুযোগ দেওয়ার ফল পেল ব্রাজিল। দ্বিতীয়ার্ধে শুরুতে প্যারাগুয়েও গোলের কাছাকাছি গিয়েছিল। কিন্তু ফের ম্যাচের রাশ দখলে নিয়ে নেয় ব্রাজিল। এই জয়ের ফলে দক্ষিণ আমেরিকার বিশ্বকাপ যোগ্যতা অর্জন পর্বে ১৬ ম্যাচে ২৫ পয়েন্ট হল আন্সেলোত্তির দলের। আদায় করে নিল ২০২৬-র বিশ্বকাপের টিকিট। ব্রাজিলই একমাত্র দল, যারা সব বিশ্বকাপে খেলবে।
🇧🇷 Brazil 👉 #FIFAWorldCup 26@CBF_Futebol | #WeAre26
— FIFA World Cup (@FIFAWorldCup) June 11, 2025
অন্য ম্যাচে আর্জেন্টিনা ঘরের মাঠে আটকে গেল কলম্বিয়ার বিরুদ্ধে। প্রথম একাদশে লিওনেল মেসি ফিরলেও জয়ের মুখ দেখল না বিশ্বজয়ীরা। ২৪ মিনিটে একক দক্ষতায় আর্জেন্টিনার পাঁচ ডিফেন্ডারকে কাটিয়ে গোল করে গেলেন লুইস দিয়াজ। ৭০ মিনিটে আর্জেন্টিনার বিপদ বাড়ে এনজো ফার্নান্দেজ লাল কার্ড দেখায়। বিপক্ষের মাথায় সরাসরি পা চালান তিনি। আর্জেন্টিনার কোচ লিওনেল স্কালোনি বলেছিলেন, মেসিকে ছাড়াই তারা খেলতে শিখেছেন। তবে এই ম্যাচে মেসি থাকলেও বিপক্ষকে সেভাবে চাপে ফেলতে পারেননি। ৮১ মিনিটে গোল শোধ করেন থিয়াগো আলমাদা। ১৬ ম্যাচে ৩৫ পয়েন্ট নিয়ে লিগ টেবিলের শীর্ষেই রয়েছে লিওনেল স্কালোনির দল।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.