Advertisement
Advertisement
Mohun Bagan

নিজেদের ভুলেই জোড়া গোল হজম! লিগে জর্জ টেলিগ্রাফের কাছে হার মোহনবাগানের

জর্জ টেলিগ্রাফের কাছে ২-১ গোলে পরাজিত মোহনবাগান।

Calcutta Football League: Mohun Bagan lost to George Telegraph
Published by: Arpan Das
  • Posted:August 11, 2024 5:08 pm
  • Updated:August 11, 2024 5:31 pm

মোহনবাগান ১ (সেরটো)
জর্জ টেলিগ্রাফ ২ (অমিত এক্কা ২)
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক:
কলকাতা লিগের শুরুটা খুব একটা ভালো হয়নি মোহনবাগানের। ধারাবাহিকতার সমস্যা প্রায়ই ভুগিয়েছে সবুজ-মেরুনকে। কিন্তু গত দুম্যাচে দুরন্ত জয় পেয়ে আশার আলো জ্বালিয়েছিল ডেগি কার্ডোজোর দল। সুপার সিক্সের আশাও জেগে উঠেছিল। সেই লক্ষ্য ধাক্কা খেল জর্জ টেলিগ্রাফের কাছে। এগিয়ে থেকেও শেষ পর্যন্ত ২-১ গোলে হারল মোহনবাগান।

আগের দুটি ম্যাচেই ৫টি করে গোল করেছিলেন ফারদিন আলি মোল্লারা। এদিন কল্যাণী স্টেডিয়ামে মোহনবাগানের খেলায় সেই ধারটাই দেখা গেল না। কারওর মধ্যেই সেভাবে তালমিলও চোখে পড়ল না। সেই সুযোগটাই নিলেন জর্জের অমিত এক্কা। অথচ ৩০ মিনিটের মাথায় সেরটো পেনাল্টি থেকে এগিয়ে গিয়েছিলেন মোহনবাগানকে। পেনাল্টি বক্সের মধ্যে বল ক্লিয়ার করার সময় বল লাগে জর্জের জুয়েলের হাতে। সেখান থেকে সুযোগ হাতছাড়া করেননি সেরটো।

Advertisement

[আরও পড়ুন: ২০৩৬-র অলিম্পিক ভারতের মাটিতে! অকুণ্ঠ সমর্থন নীরজের]

কিন্তু সেটাকে কাজে লাগিয়ে আরও আক্রমণাত্মক ফুটবল উপহার দিতে পারলেন না টাইসন সিংরা। বরং সমানে-সমানে টক্কর দেয় জর্জ টেলিগ্রাফ। বিশেষ করে সুমিত রাঠিদের রক্ষণভাগ নিয়ে প্রশ্ন উঠে যেতে বাধ্য। তাঁর ভুল থেকেই ৫৩ মিনিটে আক্রমণ তুলে আনেন রাজেন। সমরেশের হেড বারে লেগে চলে আসে অমিত এক্কার পায়ে। সেখান থেকে গোল করা ছাড়া আর কোনও উপায় ছিল না। তার চার মিনিটের মধ্যেই দ্বিতীয় গোল পেয়ে যায় জর্জ। এবার ভুল করলেন মোহনবাগানের গোলকিপার রাজা বর্মণ। তাঁর ভুল থেকে বল পেয়ে গোল করে যান সেই অমিত এক্কা। বল গোললাইন অতিক্রম করেছিল কিনা সেই নিয়ে কথা উঠলেও রেফারি কর্ণপাত করেননি। শেষ পর্যন্ত ২-১ গোলেই হারে মোহনবাগান।

Advertisement

[আরও পড়ুন: ‘পদক না পেলে ভিনেশকে ভুলে যাবেন না যেন’, দেশবাসীর কাছে আর্জি নীরজের]

লিগ টেবিলের এই মুহূর্তে যা অবস্থা তাতে প্রথম তিনে থাকা কঠিন হয়ে পড়েছে মোহনবাগানের পক্ষে। এই গ্রুপে ইস্টবেঙ্গল, ভবানীপুর, কাস্টমসের মতো অনেকটাই এগিয়ে সেখানে। সেক্ষেত্রে সুপার সিক্সে থাকতে হলে কঠিন লড়াইয়ের সামনে পড়তে হবে ডেগি কার্ডোজোর ছেলেদের।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ