BREAKING NEWS

১৮ চৈত্র  ১৪২৯  শনিবার ১ এপ্রিল ২০২৩ 

READ IN APP

Advertisement

এভাবেও ফিরে আসা যায়…! ডেনমার্কের বিশ্বকাপ দলে নাম মৃত্যুমুখ থেকে ফেরা এরিকসনের

Published by: Subhajit Mandal |    Posted: November 8, 2022 4:43 pm|    Updated: November 8, 2022 5:09 pm

Christian Eriksen is picked in Denmark's World Cup squad | Sangbad Pratidin

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: এভাবেও ফিরে আসা যায়…! একটা সময় যাঁর বেঁচে থাকা নিয়ে সংশয় তৈরি হয়ে গিয়েছিল, খেলা চলাকালীন যাঁর অসুস্থ হয়ে পড়া মুহূর্তের জন্য গোটা বিশ্বকে স্তব্ধ করে দিয়েছিল, যিনি আর কোনওদিনও মাঠে ফিরতে পারবেন না বলে ভবিষ্যদ্বাণী করে দিয়েছিলেন বহু চিকিৎসক, সেই ক্রিশ্চিয়ান এরিকসন এবার খেলবেন কাতার বিশ্বকাপে (Qatar World Cup)। ফের ডেনমার্কের ১০ নম্বর জার্সি গায়ে মাঠ কাঁপাবেন তিনি।

Christian Eriksen is picked in Denmark's World Cup squad

সোমবারই আসন্ন কাতার বিশ্বকাপের জন্য ২১ সদস্যের দল ঘোষণা করেছে ডেনমার্ক (Denmark)। এমনিতে বিশ্বকাপের জন্য ২৬ জনের দল ঘোষণা করা হয়। তবে চূড়ান্ত দল ঘোষণার জন্য আরও প্রায় সপ্তাহখানেক সময় দলগুলির কাছে আছে। তার আগে ডেনমার্ক প্রাথমিকভাবে এই ২১ জনকে বেছে নিয়েছে। আরও ৫ জনের নাম পরে জানানো হবে। এর ২১ জনের মধ্যেই জ্বলজ্বল করছে ১০ নম্বর জার্সিধারী এরিকসনের (Christian Eriksen) নাম। ডেনমার্কের বিশ্বকাপ দলে এরিকসনের ঢুকে যাওয়াটা কোনও রূপকথার চেয়ে কম নয় যদিও।

[আরও পড়ুন: ২০১৯ সাল থেকে অনুব্রত ও সুকন্যার অ্যাকাউন্টে লটারির মোটা টাকা! চাঞ্চল্যকর তথ্য পেল CBI]

গত বছর ইউরো কাপে (Euro Cup 2021) ফিনল্যান্ডের বিরুদ্ধে প্রথম ম্যাচে মাঠে অচেতন হয়ে পড়েন এরিকসন। হৃৎপিন্ড মুহূর্তের জন্য বন্ধ হয়ে যায় ডেনমার্কের (Denmark) ১০ নম্বর জার্সিধারীর। আদৌ তাঁকে বাঁচানো যাবে কিনা সংশয় তৈরি হয়ে যায়। মাঠেই সিপিআর দেওয়া হয় তাঁকে। উদ্বিগ্ন ফুটবলবিশ্ব এরিকসনের জন্য ঈশ্বরের কাছে প্রার্থনা শুরু করে দেয়। দ্রুত তাঁকে নিয়ে যাওয়া হয় হাসপাতালে। তাঁর অস্ত্রোপচার করতে হয়। প্রায় সপ্তাহখানেক হাসপাতালে থাকতে হয় এরিকসনকে। তারপরও দীর্ঘদিন এরিকসনকে থাকতে হয়েছে পর্যবেক্ষণে। তাঁর মাঠে ফেরা নিয়ে যথেষ্ট সংশয় ছিল। তাঁর ক্লাব ইন্টার মিলানও তাঁর সঙ্গে চুক্তি ছিন্ন করে নেয়।

[আরও পড়ুন: শামি-অর্শদীপদের জন্য ‘বিরাট’ ত্যাগ কোহলি-রোহিতদের, জানলে আপনারাও কুর্নিশ করবেন]

কিন্তু এরিকসন অন্য ধাতুর তৈরি। তিনি মাস কয়েকের মধ্যেই মাঠে ফেরেন। প্রথমে ইংল্যান্ডের অখ্যাত এক ক্লাবের সঙ্গে মাস ছ’য়েকের চুক্তি করেন। স্রেফ পরিশ্রমের জোরে ফের নিজের পুরনো ঝলকে ধরা দেন এরিকসন। এ বছর জানুয়ারি মাসে ফের জাতীয় দলের হয়ে ডাক পান তিনি। সেরা ফর্মের এরিকসন ফিরে আসতেই ডাক আসে বড় ক্লাবের। চলতি মরশুমের শুরুতে তিনি যোগ দেন ম্যাঞ্চেস্টার ইউনাইটেডে। এখনও ম্যান ইউয়ের হয়েই খেলছেন তিনি। এবার তাঁকে দেখা যাবে বিশ্বকাপেও।

Sangbad Pratidin News App: খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে লাইক করুন ফেসবুকে ও ফলো করুন টুইটারে