Advertisement
Advertisement

Breaking News

ইনস্টাগ্রামে ইতিহাস রোনাল্ডোর, মেসিকে টপকে প্রথম ব্যক্তি হিসাবে গড়লেন এই নজির

ইনস্টাগ্রামে নিয়মিত পোস্ট করেন সিআরসেভেন।

Cristiano Ronaldo achieves 600 million follower in Instagram, first person ever | Sangbad Pratidin
Published by: Anwesha Adhikary
  • Posted:August 11, 2023 9:17 am
  • Updated:August 11, 2023 9:30 am

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ইতিহাস গড়লেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো (Cristiano Ronaldo)। প্রথম ব্যক্তি হিসাবে ইনস্টাগ্রামে (Instagram) ৬০ কোটি ফলোয়ার অর্জন করলেন পর্তুগিজ মহাতারকা। গত নভেম্বর মাসেই তাঁর ফলোয়ারের সংখ্যা ছিল ৫০ কোটি। পরিসংখ্যান অনুযায়ী, ২০২২ সালের মে থেকে আগস্টের মধ্যে ১৫ কোটি ফলোয়ার বেড়েছে রোনাল্ডোর। ইনস্টাগ্রামে ফলোয়ার সংখ্যার নিরিখে দ্বিতীয় স্থানে রয়েছেন লিওনেল মেসি। তৃতীয় স্থানে গায়িকা সেলেনা গোমেজ।

ইনস্টাগ্রামে নিয়মিত পোস্ট করে থাকেন রোনাল্ডো। ফুটবল থেকে শুরু করে তাঁর পরিবার-সমস্ত কিছু নিয়েই ভক্তদের নিয়মিত আপডেট দেন তারকা ফুটবলার। সেই কারণেই হুহু করে বেড়েছে ইনস্টাগ্রামে তাঁর ভক্তের সংখ্যা। গত নভেম্বর মাসে তাঁর ফলোয়ারের সংখ্যা ছিল ৫০০ মিলিয়ন। তারপর ঐতিহাসিক চুক্তিতে আরবের ক্লাব আল নাসেরে সই করেন সিআরসেভেন। নতুন ক্লাবে সই করার মাত্র আট মাসের মধ্যেই ১০০ মিলিয়ন বেড়েছে তাঁর। 

Advertisement

[আরও পড়ুন: বউবাজারে লরেটো স্কুলের সামনে রাসায়নিক গুদামে আগুন, ধোঁয়ায় ঢাকল এলাকা]

সোশ্যাল ব্লেড নামে একটি সংস্থার তরফে জানানো হয়েছে, ২০২২ সালের মে মাস থেকে রোনাল্ডোর ফলোয়ারের সংখ্যা এক লাফে ৩৪ শতাংশ বেড়ে গিয়েছে। প্রসঙ্গত, এই সময় থেকেই বেশ ঘটনাবহুল ছিল রোনাল্ডোর কেরিয়ার। প্রিয় ক্লাব ম্যানচেস্টার ইউনাইটেডের সঙ্গে ঝামেলায় জড়িয়ে পড়েন তিনি। ক্লাব ছেড়ে বেরিয়ে আসতে বাধ্য হন সিআরসেভেন।

ক্লাব কেরিয়ারের জটিলতা কাটতে না কাটতেই জাতীয় দলেও কোচের সঙ্গে রোনাল্ডোর সমস্যা শুরু হয়। বিশ্বকাপের ম্যাচে প্রথম একাদশ থেকে বাদ পড়তে হয় তাঁকে। তবে বিতর্কের মধ্যেই রোনাল্ডোর ভক্তের সংখ্যা পাল্লা দিয়ে বেড়েছে। অন্যদিকে, চলতি বছরেই গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডে নাম তুলেছেন রোনাল্ডো। এক বছরে সর্বাধিক উপার্জনকারী ক্রীড়াবিদ হিসাবে নজির গড়েছেন তিনি।

[আরও পড়ুন: ‘JU হস্টেল নিয়ে রোমান্টিসিজম ছিল’, স্বপ্নদীপের মৃত্যুর পর বিস্ফোরক আরেক ছাত্র]

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement