মেসি ও রোনাল্ডো। ফাইল চিত্র
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: কেরিয়ারের সায়াহ্নে পৌঁছে সবুজ ঘাসে ফুল ফুটিয়ে যাচ্ছেন দুই তারকা। একজন লিওনেল মেসি (Lionel Messi)। অন্যজন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো (Cristiano Ronaldo)। এলএম টেন (LM 10) পিএসজি-কে (PSG) বিদায় জানিয়েছেন। এখন তাঁর ঠিকানা ইন্টার মিয়ামি এফসি (Inter Miami FC)।
অন্যদিকে সিআর সেভেন (CR 7) ম্যাঞ্চেস্টার ইউনাইটেডের (Manchester United) সঙ্গে সম্পর্ক ছিন্ন করে আল নাসেরে (Al Nassr FC) নাম লিখিয়েছেন। এহেন দুই মহাতারকা আরও একবার ৯০ মিনিটের যুদ্ধে মুখোমুখি হতে চলেছেন। রিয়াধ সিজন কাপে আল নাসেরের (Al Nassr FC) বিরুদ্ধে দুটি ম্যাচ খেলবে ইন্টার মায়ামি (Inter Miami FC)। সেখানে রোনাল্ডোর বিরুদ্ধে মাঠে নামবেন মেসি। কবে হবে ম্যাচ?
তিন দলের এই প্রতিযোগিতায় ২৯ জানুয়ারি আল হিলালের বিরুদ্ধে খেলবে ইন্টার মায়ামি। এর পর ১ ফেব্রুয়ারি মেসির দল খেলবে আল নাসেরের বিরুদ্ধে। ফাইনালে আবার মুখোমুখি হবে সেরা দুটি দল। কিন্তু ১ ফেব্রুয়ারি মেসির মুখোমুখি কি হতে পারবেন রোনাল্ডো? আল নাসেরের সুপারস্টার ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর কাফ মাসলে চোট। শোনা যাচ্ছে পুরোদস্তুর সুস্থ হতে চিকিৎসা এবং রিহ্যাব দরকার রোনাল্ডোর। মাঠে নামতে দুসপ্তাহ সময় লাগবে সিআৎ সেভেনের। যদি সঠিক সময়ে সুস্থ হয়ে উঠতে না পারেন রোনাল্ডো, তাহলে মেসির বিরুদ্ধে নামতে পারবেন না পর্তুগিজ মহাতারকা।
শোনা যাচ্ছে, রোনাল্ডোর চোটের কথা সম্প্রতি আল নাসেরের মেডিক্যাল টিম জানিয়েছে ম্যানেজার লুইস ক্যাস্ট্রোকে। গত দুদিন রোনাল্ডোকে ক্লাবের মেডিক্যাল ক্লিনিকে যেতে দেখা গিয়েছে। ক্লাবের ট্রিটমেন্ট সেশনেও দেখা গিয়েছে রোনাল্ডোকে। পর্তুগিজ মহাতারকা চোটের লাল চোখ দেখার ফলে আসন্ন দুটো প্রীতি ম্যাচে খেলতে পারবেন না। ১ ফেব্রুয়ারির মধ্যে পুরোদস্তুর সুস্থ হয়ে না উঠলে বহু প্রতীক্ষিত মেসি-রোনাল্ডো লড়াইয়ে দেখা যাবে না সিআর সেভেনকে।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.