Advertisement
Advertisement
Cristiano Ronaldo

মেসি-রোনাল্ডোর পর বিশ্বসেরা কে? ‘উত্তরসূরি’ বাছলেন স্বয়ং ক্রিশ্চিয়ানো

আগামী দিনে সেরা হওয়ার সম্ভাবনা রয়েছে এমন ফুটবলার হিসাবে ৪ জনকে বাছলেন সিআর সেভেন।

Cristiano Ronaldo picks future Ballon d'Or winners
Published by: Subhajit Mandal
  • Posted:September 11, 2024 7:00 pm
  • Updated:September 11, 2024 7:22 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বিশ্ব ফুটবলে মেসি-রোনাল্ডোদের উত্তরসূরি কারা? কে পৌঁছতে পারেন ওই উচ্চতার ধারেকাছে? উত্তর খুঁজছে ফুটবল বিশ্ব। এবার সেই প্রশ্ন নিয়ে মুখ খুললেন খোদ ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। সিআর সেভেন আগামী দিনে সেরা হওয়ার সম্ভাবনা রয়েছে এমন ফুটবলার হিসাবে বাছলেন ৪ জনকে।

বিশ্ব ফুটবলে প্রায় দেড় দশক রাজত্ব করেছেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো এবং লিওনেল মেসি। দেড় দশক বললেও বোধ হয় ভুল বলা হয়। কারণ ক্রিশ্চিয়ানো রোনাল্ডো সেই ২০০৪ সালে প্রথম ব্যালন ডি’অর শর্টলিস্টে সুযোগ পেয়েছিলেন। ২০০৮ সালের পর ২০১৮ পর্যন্ত টানা এই দুজনের কেউ না কেউ বর্ষসেরা ফুটবলারের পুরস্কার পেয়েছেন। সব মিলিয়ে মেসি ব্যালন ডি’অরের প্রথম তিনে শেষ করেছেন ১৪ বার। জিতেছেন ৮ বার। আর রোনাল্ডো ব্যালন ডি’অরের প্রথম তিনে শেষ করেছেন ১২ বার। জিতেছেন ৫ বার। তবে এবারের ব্যালন ডি’অরের মনোনয়নের তালিকায় দুজনের কারও নাম নেই।

Advertisement

[আরও পড়ুন: বারাকপুরে প্রবল বৃষ্টি, পরিত্যক্ত মহামেডান-ভবানীপুর ম্যাচ]

আসলে মেসি এবং রোনাল্ডো দুজনেই ইউরোপের ক্লাব ফুটবলের মূল স্রোতের বাইরে। মেসি এখন খেলেন ইন্টার মায়ামিতে। আর রোনাল্ডো খেলেন আল-নাসেরে। বয়সের ছাপ কমবেশি দুজনের খেলার উপরই পড়েছে। ভবিষ্যতের তারকা কে হবেন, স্বাভাবিকভাবেই খোঁজা শুরু হয়েছে। রিও ফার্দিনান্দের ইউটিউব চ্যানেলে এক সাক্ষাৎকারে সম্ভাব্য চার জনের নাম নিয়েছেন ক্রিশ্চিয়ানো।

[আরও পড়ুন: ‘সোয়্যাগ’ দেখিয়ে অলিম্পিকে পদক, অক্টোবরে ভারতে তুরস্কের সেই ‘ভাইরাল’ শুটার]

রোনাল্ডো বলছেন, “আগামী কয়েক বছর সেরার পুরস্কার জিততে পারে কিলিয়ান এমবাপে। এ ছাড়া আর্লিং হালান্ড, জুড বেলিংহ্যাম, লেমিন ইয়ামালেরাও রয়েছে। আধুনিক প্রজন্মের ফুটবলারদের মধ্যে অনেক প্রতিভা রয়েছে।” উল্লেখ্য, রোনাল্ডো যে চারজনের নাম বলছেন, তাদের মধ্যে ৩ জন এবারের ব্যালন ডি’অরের তালিকায় রয়েছেন।

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement