Advertisement
Advertisement

Breaking News

East Bengal

কুয়াদ্রাত ম্যাজিক চলছেই, পরপর দুই ম্যাচ জিতে ডুরান্ডের নকআউটে ইস্টবেঙ্গল

পাঞ্জাব এফসিকে হারাল লাল-হলুদ ব্রিগেড।

East Bengal beats Punjab FC, reaches quarter final of Durand Cup | Sangbad Pratidin
Published by: Anwesha Adhikary
  • Posted:August 16, 2023 7:55 pm
  • Updated:August 16, 2023 8:13 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ডুরান্ড কাপে ফের জয় পেল ইস্টবেঙ্গল (East Bengal)। বুধবার কিশোর ভারতী স্টেডিয়ামে পাঞ্জাব এফসির বিরুদ্ধে ১-০ গোলে জিতল লাল-হলুদ বাহিনী। পরপর দুই ম্যাচ জিতে ডুরান্ড কাপের (Durand Cup) নকআউট পর্বে ইস্টবেঙ্গল। সাত পয়েন্ট পেয়ে গ্রুপ সেরা হয়ে ইস্টবেঙ্গল পৌঁছে গেল কোয়ার্টার ফাইনালে। ম্যাচের একমাত্র গোলটি করেন সিভেরিও।

চার বছরের খরা কাটিয়ে ডার্বি জিতেছিল ইস্টবেঙ্গল। সেই ম্যাচের পর কলকাতা লিগ ও ডুরান্ড কাপ- দুই টুর্নামেন্টেই ম্যাচ জিতেছে লাল হলুদ ব্রিগেড। তবে বুধবার পাঞ্জাবের বিরুদ্ধে জয় পেলেও কোচ কার্লেস কুয়াদ্রাত চিন্তায় থাকবেন। একাধিকবার সহজ গোলের সুযোগ পেলেও তা নষ্ট করেছেন গত মরশুমে দলের সর্বোচ্চ গোলদাতা ক্লেটন সিলভা।

Advertisement

[আরও পড়ুন: ৫ ঘণ্টার ঝটিকা সফরে কলকাতায় রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু, কী কর্মসূচি রয়েছে তাঁর?]

বুধবার ম্যাচের শুরু থেকেই সমানে সমানে টক্কর দেয় দুই দল। ম্যাচের প্রথম কর্নার পায় পাঞ্জাব এফ সি। তবে দশ মিনিটের পর থেকে ধীরে ধীরে ম্যাচের দখল নিতে শুরু করে ইস্টবেঙ্গল। ১৬ মিনিটের মাথায় বক্সের কাছে ফ্রি কিক পায় লাল হলুদ ব্রিগেড। সেখান থেকে গোল না পেলেও কর্নার থেকে ভেসে আসা বলে হেডে গোল করেন সিভেরিও। ১-০ গোলে এগিয়ে যাওয়ার পরেও বেশ কয়েকবার গোলের সুযোগ আসে ইস্টবেঙ্গলের কাছে।

Advertisement

দ্বিতীয়ার্ধে মাঠে নামেন গত মরশুমের নায়ক ক্লেটন। কিন্তু ফ্রি কিক থেকে দু’বার তাঁর শট লক্ষ্যভ্রষ্ট হয়। একবার গোল করার সহজ সুযোগ নষ্ট করেন ব্রাজিলীয় তারকা। গোলগুলো হলে ইস্টবেঙ্গলই বড় ব্যবধানে জিততে পারত। ভবিষ্যতে এইভাবে গোলের সুযোগ নষ্টের মাশুল দিতে হতে পারে কুয়াদ্রাত বাহিনীকে। তবে দিল্লি এখনও অনেক দূর। সদ্য শুরু হয়েছে এবারের মরশুম। পড়ে রয়েছে আইএসএলের মতো গুরুত্বপূর্ণ টুর্নামেন্ট। তার আগে কুয়াদ্রাত কিন্তু স্বপ্ন দেখাতে শুরু করেছেন ইস্টবেঙ্গল সমর্থকদের। গ্রুপ পর্বের বাধা অতিক্রম করে ইস্টবেঙ্গল এখন নক আউটে। আসল পরীক্ষা শুরু হবে এবারই।  

[আরও পড়ুন: ব্যবহৃত হবে না ‘পতিতা’, ‘সতী’র মতো শব্দ, লিঙ্গবৈষম্য রুখতে নির্দেশিকা সুপ্রিম কোর্টে]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ