Advertisement
Advertisement

স্পনসরের চাপে আগামী মরসুমের দল থেকে কাটসুমিকে ছেঁটে ফেলল ইস্টবেঙ্গল

আই লিগের আগে নতুন করে দল সাজাতে চাইছেন কোয়েস কর্তারা৷

East Bengal FC cancels contract with Katsumi Yusa
Published by: Tanumoy Ghosal
  • Posted:July 30, 2018 12:46 pm
  • Updated:July 30, 2018 12:46 pm

দুলাল দে:  ১৮ ম্যাচে ৬ গোল৷ গত মরসুমে নজরকাড়া পারফরম্যান্স৷ আই লিগ থেকে তাঁর সঙ্গে এক বছরের চুক্তিও করে ফেলেছিল ইস্টবেঙ্গল৷ কিন্তু, স্পনসরের চাপে শেষপর্যন্ত কাটসুমিকে ছেঁটে ফেলতে হল! ক্লাবের তরফে জানিয়ে দেওয়া হয়েছে, সামনের মরসুমের আর লাল-হলুদ জার্সিতে দেখা যাবে না এই জাপানি মিডফিল্ডারটিকে৷ তাঁর জায়গায় নতুন বিদেশির খোঁজ চলছে৷

[ মিলছে না ছাড়পত্র, এই মরশুমে ইস্টবেঙ্গলের আইএসএল খেলার সম্ভাবনা কম]

Advertisement

শুধুমাত্র টাকা নেওয়াই নয়, এখন থেকে স্পনসর কোয়েসের মতামত নিয়ে ফুটবল দল পরিচালনা করতে হবে ইস্টবেঙ্গলকে৷ ক্লাবের ৭০ শতাংশ শেয়ার কিনেছে ভিন রাজ্যের সংস্থাটি৷ কোয়েসের পক্ষ থেকে জানানো হয়েছে, দল নিয়েও মতামত দিতে চায় তারা৷ তাই ফুটবলার নেওয়া-সহ দল পরিচালনার জন্য চার সদস্যের একটি কমিটি তৈরি হয়েছে ইস্টবেঙ্গল ক্লাবে৷ ক্লাবের তরফে কমিটিতে রয়েছেন ফুটবল সচিব রজত গুহ এবং প্রাক্তন ফুটবলার আলভিটো ডি’কুনহা। এদিকে, স্পনসর আসার আগে কাটসুমি-সহ একাধিক বিদেশি ফুটবলারকে সই করিয়েছিল লাল-হলুদ শিবির৷ এখন তাঁদের সিভি ফের নতুন করে খতিয়ে দেখছেন ক্লাব কর্তারা৷ নয়া কমিটির সিদ্ধান্ত, আগামী মরসুমে কাটসুমিকে আর দল রাখা হবে না৷ তাঁর জায়গায় নতুন বিদেশি খোঁজাও শুরু হয়ে গিয়েছে৷ ক্লাবের সিদ্ধান্ত জাপানি ফুটবলারটিকে জানিয়েও দেওয়া হয়েছে বলে খবর৷ তবে ভারতীয় ফুটবলারদের উপর কোপ পড়ার সম্ভাবনা নেই বললেই চলে৷ কারণ এই মরশুমে কোয়েস যখন ইস্টবেঙ্গলের শেয়ার হোল্ডার হল, ততদিনে ভারতীয় ফুটবলারদের নিয়ে দলবদল মোটামুটি শেষ। তাই ইচ্ছে থাকলেও ভারতীয় ফুটবলারদের বদলের আর সুযোগ নেই।

Advertisement

আগামী মরসুমের জন্য কোস্টারিকার বিশ্বকাপার জনি অ্যাকোস্টাও সই করিয়েছে ইস্টবেঙ্গল৷ ক্লাব সূত্রে খবর, তাঁর এজেন্টের সঙ্গে যোগাযোগ করেছিলেন অ্যালভিটো ডিকুনহা৷ বিষয়টি কোয়েস কর্তাদের জানিয়েছিলেন তিনি৷ স্পনসরের সুবজ সংকেত পাওয়ার পরই, জনি অ্যাকোস্টা সই করেছেন লাল-হলুদে৷ বেশ কয়েকজন বিদেশ মিডফিল্ডারকেও দলের নেওয়ার প্রস্তাব দিয়েছেন অ্যালভিটো৷ তাই বাদ পড়লেন কাটসুমি৷ এদিকে আবার কাটসুমির সঙ্গে এক বছরের চুক্তি হয়ে গিয়েছে ইস্টবেঙ্গলের৷ আই লিগ থেকে খেলার কথা ছিল তাঁর৷ পরিবর্তিত পরিস্থিতিতে এই জাপানি ফুটবলারটিকে নতুন ক্লাব খুঁজে নিতে বলেছেন ইস্টবেঙ্গল কর্তারা৷ কিন্তু, ক্লাবের প্রস্তাব মানতে রাজি নন তিনি৷ সূত্রের খবর, কাটসুমির এজেন্টের সঙ্গে ক্ষতিপূরণ নিয়ে কথা চলছে৷ এমনকী, তাঁকে আই লিগের ক্লাব খুঁজে দেওয়ার আশ্বাস দিয়েছেন লাল-হলুদের এক কর্মকর্তা৷

[জানেন, কোন চ্যানেলে দেখানো হবে এবারের কলকাতা ফুটবল লিগ? ]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ