Advertisement
Advertisement
ইস্টবেঙ্গল

প্রতিবেশী এরিয়ানকে হারিয়ে আজ ডার্বির প্রস্তুতি সারতে চায় ইস্টবেঙ্গল

একইদিনে বাবার মতো জিততে মরিয়া এরিয়ান কোচ রাজদীপ নন্দীও।

East Bengal to face Aryan FC in CFL 2019 on Wednesday
Published by: Sulaya Singha
  • Posted:August 28, 2019 12:06 pm
  • Updated:August 28, 2019 12:06 pm

স্টাফ রিপোর্টার: প্র‌্যাকটিসের শেষে লাল-হলুদের বিদেশি তারকা মার্কোস জানিয়ে গেলেন, মারাদোনার কোচিংয়ে খেলে আসা এরিয়ানের অ্যাডিমোলা কুট্টিকে তিনি চেনেন। তাই তাঁর বিপক্ষে খেলতে সমস্যা হবে না। তাছাড়া গতম্যাচে বিএসএস-কে হারানোর পর ইস্টবেঙ্গল মোটামুটি মনোবল ফিরে পেয়েছে। দল তাই চাইছে ডার্বির আগে যেভাবে হোক আজ এরিয়ানকে হারিয়ে জয়ের সরণিতে পাকাপাকিভাবে জায়গা করে নিতে।

অন্যান্য দিনের মতোই মঙ্গলবার প্র্যাকটিসে মিডিয়ার প্রবেশে পর্দা টেনে দেন কোচ আলেজান্দ্রো। ম্যাচের আগের দিন কথা বলারও প্রয়োজন মনে করেননি স্প্যানিশ কোচ। শুধুমাত্র মার্কোস এসে মিডিয়াকে জানিয়ে যান, তাঁরা বুধবার জয়ের সন্ধান করতে মরিয়া মনোভাব নিয়ে ঝাঁপাবেন। “অ্যাডিমেলা কুট্টির সঙ্গে খেলেছি। ওর খেলার ধরন কীরকম জানি। তাই ওকে আটকাতে সমস্যা হবে না। আশা করছি আমরা ভাল খেলে জয়ের ধারা অব্যাহত রাখতে পারব।” প্র‌্যাকটিসের পর বলছিলেন মার্কোস। বিএসএস-এর সঙ্গে কাদা মাঠে খেলতে হয়েছে ইস্টবেঙ্গলকে। স্প্যানিশ কোচ আবার ক্লাবের মাঠে খেলাকে ঠিক মন থেকে মেনে নিতে পারছেন না।

Advertisement

[আরও পড়ুন: বিএসএসের বিরুদ্ধে ডার্বির মহড়া মোহনবাগানের, প্রথম একাদশে বদলের ভাবনা]

এদিকে, ছয় বিদেশির নাম নথিভুক্ত করতে চাইছে ইস্টবেঙ্গল। আইএফএ-র গভর্নিং বডি সিদ্ধান্ত নিয়েছে প্রিমিয়ার এ লিগের দলগুলিকে নিয়ে ২৯ তারিখ সভায় বসবে। আসলে আই লিগে খেলার জন্যই ইস্টবেঙ্গলের এই আবেদন। ঘরোয়া লিগের মাঝপথে নিয়ম পরিবর্তন করা নিয়ে সংশয় আছে।

Advertisement

এরিয়ান কোচ রাজদীপ নন্দী জানেন, কোলাডো হলেন ইস্টবেঙ্গলের নায়ক। তাই তাঁকে থামানোর যাবতীয় ছক কষে ফেলেছেন তিনি। ইস্টবেঙ্গল-এরিয়ান একই মাঠের সঙ্গী। তবু এরিয়ান সেভাবে নিজেদের মাঠে প্র‌্যাকটিস করতে পারেনি। দলের অন্যতম স্ট্রাইকার ইমানুয়েল গোড়ালিতে চোট পাওয়ায় খেলতে পারবেন না। “ছেলেদের বলেছি বক্সের ঠিক বাইরে কোনওভাবে যেন ফ্রি কিক না পায় ইস্টবেঙ্গল। তাহলেই কোলাডো মারাত্মক হয়ে উঠবে।” বললেন রাজদীপ। এদিনই ময়দানের আরেক প্রধান মোহনবাগানের বিরুদ্ধে বিএসএস দল নিয়ে নামবেন রাজদীপের বাবা রঘু নন্দী। একইদিনে বাবার মতোই জিততে মরিয়া ছেলেও।

[আরও পড়ুন: প্রাক্তন ক্রিকেটার হার্শেল গিবসের টুইটে আলিয়া ভাটের ছবি! ব্যাপারটা কী?]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ