Advertisement
Advertisement
East Bengal vs Mohun Bagan

কলকাতা থেকে সরে জামশেদপুরে ডার্বি? চলছে শেষ মুহূর্তের আলোচনা

কবে হবে আইএসএলের ফিরতি ডার্বি?

East Bengal vs Mohun Bagan match likely to be shifted to Jamshedpur

ফাইল ছবি।

Published by: Anwesha Adhikary
  • Posted:March 4, 2024 10:58 am
  • Updated:March 4, 2024 3:27 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: শেষ পর্যন্ত কলকাতা থেকে সরে যাবে ডার্বি (Kolkata Derby)! শোনা যাচ্ছে, এবার বাংলার বাইরে গিয়ে ম্যাচ খেলবে ইস্টবেঙ্গল (East Bengal)-মোহনবাগান। আইএসএল সূচির নির্ধারিত দিনে হয়তো জামশেদপুরে খেলতে দেখা যেতে পারে দুদলকে। আগামী ১০ মার্চ আইএসএল ডার্বি হওয়ার কথা ছিল যুবভারতীতে। 

কিন্তু ১০ তারিখেই ব্রিগেডে রয়েছে তৃণমূলের জনগর্জন সভা। তাই বিধাননগর পুলিশের তরফ থেকে স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছে যে, ১০ মার্চ ডার্বির জন্য নিরাপত্তা দেওয়া সম্ভব নয়। পুলিশের তরফে অবশ্য বলা হয়েছে, ১০ মার্চ রবিবারের বদলে সোমবার, ১১ মার্চ ডার্বি আয়োজন করা যেতে পারে। কিন্তু ডার্বির মতো উত্তেজক ম্যাচ হোক সপ্তাহান্তে, এমনটাই এফএসডিএল চায়। ফলে ১১ মার্চ কোনও ভাবেই ইস্ট-মোহন ম্যাচ (East Bengal vs Mohun Bagan) আয়োজন করতে রাজি হবে না। এদিকে আবার ১৩ মার্চ মোহনবাগানের (Mohun Bagan) ম্যাচ রয়েছে আইএসএলে। সবমিলিয়ে শোনা যাচ্ছে, ডার্বি ম্যাচের দিন পালটানো হবে না। 

Advertisement

[আরও পড়ুন: ধর্মশালা টেস্টের আগেই সুখবর, বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ পয়েন্ট তালিকার শীর্ষে ভারত

নির্ধারিত দিনেই ডার্বি আয়োজন করার জন্য এবার বিকল্প কেন্দ্রের কথা ভাবা হচ্ছে বলে সূত্রের খবর। জানা গিয়েছে, জামশেদপুরে সরিয়ে দেওয়া হবে ডার্বি ম্যাচ। প্রাথমিকভাবে ভুবনেশ্বর ও জামশেদপুরে ডার্বি আয়োজনের কথা শোনা গিয়েছিল। সেই সম্ভাবনাই আরও বাড়ছে বলে খবর। এবারের ডার্বি ম্যাচের আয়োজক ইস্টবেঙ্গল। যুবভারতীতে খেলা না হলে তাদের প্রথম পছন্দ জামশেদপুর। সূত্রের খবর, জামশেদপুরে ম্যাচ আয়োজন কর‍তে চেয়ে ইতিমধ্যেই আলোচনা শুরু করে দিয়েছেন লালহলুদ কর্তারা। সব ঠিক থাকলে ১০ মার্চ জামশেদপুরেই খেলা হতে পারে কলকাতা ডার্বি।

Advertisement

[আরও পড়ুন: গভীর রাতে বাইকের বেপরোয়া গতি, মহেশতলায় দুর্ঘটনায় মৃত্যু দুই যুবকের]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ