ছবি: সংগৃহীত
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ফিফার ট্রান্সফার উইনডো খুলতেই সুখবর। মোহনবাগানের উপর থেকে উঠে গেল ফিফার ট্রান্সফার ব্যান। যার ফলে নতুন মরশুমের জন্য জাতীয় স্তরের ফুটবলার সই করাতে আর কোনও বাধা রইল না সবুজ-মেরুন শিবিরের।
এ লিগের ক্লাব সেন্ট্রাল কোস্ট মেরিনার্স থেকে জেসন কামিংসকে সই করানোর ক্ষেত্রে কিছু পদ্ধতিগত ত্রুটি থাকায় মোহনবাগানের উপর নিষেধাজ্ঞা জারি করেছিল ফিফা। গত ৫ মে ওই নিষেধাজ্ঞা জারি করা হয়। তবে, বিষয়টি খুব গুরুতর না হওয়ায় মাস দেড়েক হওয়ার আগেই সেই নিষেধাজ্ঞা উঠে গেল। সূত্রের খবর, নিষেধাজ্ঞা আরোপের পরই সেটা প্রত্যাহারে সচেষ্ট হয় ক্লাব কর্তৃপক্ষ। আর তাতেই সুফল মিলল।
ঘটনা হচ্ছে, ২০২৩ সালে এ লিগের ক্লাব সেন্ট্রাল কোস্ট মেরিনার্স থেকে জেসন কামিংসকে সই করিয়েছিল মোহনবাগান। জানা যাচ্ছে, সেই সময় ট্রান্সফার ফি’র পুরো টাকাটাই পরিশোধ করেছিল এই মরশুমের লিগ শিল্ড ও আইএসএল কাপ জয়ী দল। কিন্তু প্রশিক্ষণ সংক্রান্ত টাকা মেটানো নিয়ে সমস্যা রয়েছে। যেটা পুরনো ক্লাবের প্রাপ্য। তবে মোহনবাগান থেকে একাধিকবার সেই টাকা পরিশোধের চেষ্টা করা হয়েছিল। কিন্তু প্রযুক্তিগত কারণে গোটা প্রক্রিয়াটি নির্ধারিত সময়ের মধ্যে করা যায়নি। সে কারণে মোহনবাগানের উপর নিষেধাজ্ঞা জারি করে ফিফা। সেই নিষেধাজ্ঞা উঠে গেল।
গত ৯ জুন থেকে ট্রান্সফার উইন্ডো খুলেছে। ইতিমধ্যেই পড়শি ক্লাব ইস্টবেঙ্গল নতুন মরশুমের দল গোছানোর কাজ শুরু করে দিয়েছে। একাধিক ফুটবলারের সঙ্গে চুক্তি চূড়ান্ত করেছে লাল-হলুদ। তবে মোহনবাগান সম্ভবত এই ট্রান্সফার ব্যানের জন্যই এতদিন নীরব ছিল। এবার দল গোছানোর কাজটা শুরু করবে সবুজ-মেরুনও।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.