Advertisement
Advertisement

Breaking News

Gerard Pique

ইনিয়েস্তার পর আন্তর্জাতিক ফুটবল থেকে বিদায় ঘোষণা স্প্যানিশ তারকা পিকের

এদিকে নেটদুনিয়ায় ফুটবলপ্রেমীদের প্রশ্ন, কবে অবসর নেবেন ব়্যামোস?

FIFA World Cup: Spain’s Gerard Pique announces international retirement
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:July 2, 2018 6:34 pm
  • Updated:September 14, 2023 7:00 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: রবিবার লুঝনিকির গ্যালারিকে অবাক করে বিশ্বকাপ থেকে ছিটকে গিয়েছে ২০১০-এর বিশ্বজয়ী স্পেন৷ আর তারপরই যুদ্ধে পরাস্ত হতাশ সৈনিকের মতোই দেশের জার্সি খুলে রাখার সিদ্ধান্ত নিয়ে ফেলেন আন্দ্রে ইনিয়েস্তা৷ এবার একই পথে হাঁটলেন জিরার্ড পিকেও৷ সোমবার আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর ঘোষণা করলেন স্প্যানিশ ডিফেন্ডার৷

দেশের হয়ে ১০২টি ম্যাচ খেলেছেন বার্সেলোনার এই নামজাদা তারকা৷ কিন্তু রবিবার বক্সের মধ্যে তিনি যেভাবে হ্যান্ড বল করে বসেন, তার জন্য এখনও স্প্যানিশরা ক্ষমা করতে পারছেন না পিকেকে৷ তাঁর ভুলেই পেনাল্টি থেকে গোল শোধ করে দেয় রাশিয়া৷ নাহলে হয়তো এত তাড়াতাড়ি বাড়ি ফেরার বিমানে চড়তে হত না ইনিয়েস্তাদের৷ এমন দুঃস্বপ্নের রাতের পর আর দেশের জার্সি গায়ে কী মুখেই বা খেলবেন তিনি? তাই অবসরের সিদ্ধান্ত ঘোষণা করেই দিলেন৷

Advertisement

[গানও করেন আবার গোলও বাঁচান, রাশিয়ায় নায়ক এখন আকিনফিয়েভ]

শেষ ষোলোয় বিশ্বকাপ অভিযান হতেই অবসর ঘোষণা করেছিলেন আর্জেন্টাইন তারকা মাসচেরানো৷ তবে গোটা বিশ্বের নজর ছিল দুই মহাতারকার দিকে৷ লিও মেসি ও ক্রিশ্চিয়ানো রোনাল্ডোও কী সিদ্ধান্ত নেন, সেদিকেই চোখ ছিল ফুটবলপ্রেমীদের৷ কিন্তু দু’জনেরই এমন কিছু ঘোষণা না করায় মিলেছিল স্বস্তি৷ তবে বিশ্বকাপ শুরুর আগেই ইনিয়েস্তা জানিয়ে দিয়েছিলেন, লাল-সোনালি জার্সি গায়ে এটাই তাঁর শেষ টুর্নামেন্ট৷ এবার এ দলে আর দেখা যাবে না পপস্টার শাকিরার স্বামীকেও৷ ২০১০-এর বিশ্বজয়ী দলের অন্যতম সদস্য ছিলেন তিনিও৷ বিদায়বেলায় পিকের আক্ষেপ একটাই৷ শেষটা ভাল হল না৷

Advertisement

এদিকে পিকের মতোই আরেক স্প্যানিশ ডিফেন্ডার সের্জিও ব়্যামোসের উপরও ক্ষুব্ধ স্পেন সমর্থকরা৷ নেটদুনিয়ায় তাঁকে নিয়ে হাসি-মশকরা চলছেই৷ অনেকেই বলছেন, বিপক্ষের আত্মঘাতী গোলকে নিজের গোল ভেবে সেলিব্রেট করা একমাত্র ‘বোকা’ ব়্যামোসের পক্ষেই সম্ভব৷ অন্য এক নেটিজেনের মন্তব্য, বিশ্বকাপে তাঁর নামের পাশে যাতে একটা গোল লেখা থাকে তাই, রাশিয়ার আত্মঘাতী গোলকেই নিজের বলে চালানোর চেষ্টা করছিলেন রিয়াল ডিফেন্ডার৷ অনেকে আবার এও জানতে চেয়েছেন, ব়্যামোস কবে অবসর ঘোষণা করবেন৷ সবমিলিয়ে বিশ্বকাপ থেকে বিদায় নেওয়ার পর সমালোচনা ধাওয়া করে বেড়াচ্ছে স্প্যানিশ শিবিরকে৷

[বিশ্বকাপে নয়া নজির, প্রথমবার নামানো হল ‘চতুর্থ বদলি’ ফুটবলার]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ