Advertisement
Advertisement
Paris Olympics 2024

অলিম্পিকে মধুর প্রতিশোধ, আর্জেন্টিনাকে হারিয়ে শেষ চারে ফ্রান্স

খেলার শেষে দুদলের ফুটবলাররা হাতাহাতিতে জড়িয়ে পড়েন।

France beats Argentina in football at Paris Olympics 2024
Published by: Krishanu Mazumder
  • Posted:August 3, 2024 9:40 am
  • Updated:August 3, 2024 9:40 am

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: অলিম্পিক ফুটবলের কোয়ার্টার ফাইনালে ফ্রান্সের কাছে হেরে গেল আর্জেন্টিনা। ম্যাচের শেষে আর্জেন্টিনার বিদায়ের পরে হাতাহাতিতে জড়িয়ে পড়েন দুদলের ফুটবলাররা।
কাতার বিশ্বকাপ ফাইনালের পর আর্জেন্টিনা-ফ্রান্স ম্যাচ মানেই উত্তেজনা। মাঠের বাইরে ঝামেলায় জড়ানোর গল্পও রয়েছে। কোপা আমেরিকার ফাইনালের পরে ফ্রান্সের ফুটবলারদের নিয়ে কটাক্ষ করেছিলেন আর্জেন্টাইন ফুটবলার এনজো ফার্নান্দেজ। ফলে অলিম্পিকের কোয়ার্টার ফাইনালের আগে উত্তেজনার পারদ চড়ছিল।

[আরও পড়ুন: সহজ লক্ষ্যেও ডোবাল ব্যাটিং, টাই হল শ্রীলঙ্কার সঙ্গে ভারতের প্রথম ওয়ানডে]

ফ্রান্স ঘরের মাঠে খেলতে নেমেছিল। বোর্দোয় ম্যাচ শেষের পরে ফরাসিরা আনন্দ-উল্লাস শুরু করে দেন। ফ্রান্সের ফুটবলাররাও উদযাপন শুরু করে দেন। সেই সময়ে ফ্রান্সের ফুটবলার এনজো মিলোট আর্জেন্টিনার ডাগ আউট লক্ষ্য করে অশ্লীল অঙ্গভঙ্গি করেন।
আর্জেন্টিনার ফুটবলাররাও রেগে যান। পরিস্থিতি হয়ে ওঠে উত্তপ্ত। দুদলের ফুটবলারদের মধ্যে শুরু হয় সংঘর্ষ। ঝামেলায় জড়িয়ে পড়েন দুদলের কোচ-কর্তারাও।
মাঠের উত্তেজনা ছড়িয়ে পড়ে গ্যালারিতেও। তবে পুলিশ সতর্ক ছিল।
খেলার ৫ মিনিটে মাতেতার গোলে এগিয়ে যায় ফ্রান্স। কর্নার থেকে দুর্দান্ত হেডে ফ্রান্সকে এগিয়ে দেন মাতেতা। এরপর আর্জেন্টিনা চেষ্টা করলেও সমতা ফেরাতে পারেনি। অন্যদিকে ফ্রান্সও ব্যবধান বাড়ানোর সুযোগ পেয়েছিল। মঙ্গলবার শেষ চারে ফ্রান্সের প্রতিপক্ষ মিশর।

Advertisement

[আরও পড়ুন: আজ লিগে মহামেডান বনাম ডায়মন্ড হারবার, কার্ড সমস্যায় নেই সাদা-কালো কোচ]

Advertisement

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ