Advertisement
Advertisement

Neymar: ২৫ বেডরুমের প্রাসাদ, সুইমিং পুল থেকে প্রাইভেট জেট, কন্টিনেন্টাল জিটি! নেইমারকে কী কী সুবিধা দিচ্ছে আল হিলাল?

এশিয়ার মাটিতে দাপট দেখাবেন নেইমার?

From luxury mansion to private jet, take a look at Neymar Jr Al Hilal contract। Sangbad Pratidin

একাধিক সুবিধা পাচ্ছেন নেইমার।

Published by: Sabyasachi Bagchi
  • Posted:August 17, 2023 4:00 pm
  • Updated:August 17, 2023 4:00 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর (Cristiano Ronaldo) পর এবার এশিয়ার ফুটবলে নাম লেখালেন নেইমার (Neymar)। পিএসজি-কে (Paris Saint Germain F.C) অতীত করে আগামী দুই মরশুমের জন্য সৌদি আরবের (Saudi Arabia) বিখ্যাত ক্লাব আল হিলালে (Al Hilal) নাম লিখিয়েছেন ব্রাজিলের (Brazil)’পোস্টার বয়’। ৩১ বছরের তারকা স্ট্রাইকার ২০২৫ সাল পর্যন্ত আল হিলালে থাকবেন। মোট চুক্তির অর্থ প্রায় ৩০০ মিলিয়ন ডলার।

পিএসজি-তে ৯ কোটি ইউরো ট্রান্সফার ফির বিনিময়ে আল হিলালে গেলেন নেইমার। এমনটাই খবর। রোনাল্ডো, নেইমারের পাশাপাশি করিম বেঞ্জিমা (Karim Benzema), সাদিও মানে (Sadio Mane), এনগোলো কন্তের (NGolo Kante) মতো ফুটবলাররা সৌদিতে পা রেখেছেন। এর সঙ্গে রয়েছে অন্যান্য শর্তও। ফলে অর্থের পরিমাণ আরও বাড়বে বলেই মনে করা হচ্ছে। এছাড়া নেইমারকে দল টানতে আরও বেশ কিছু আকর্ষণীয় সুযোগ-সুবিধা দিচ্ছে আল হিলাল।

Advertisement

[আরও পড়ুন: রোনাল্ডো-মেসির পর ইউরোপ ছাড়লেন নেইমারও, সৌদির আল হিলালে সই করলেন ব্রাজিলীয় তারকা]

আল হিলালে কোন কোন সুবিধা পাবেন নেইমার? দেখে নিন…..

Advertisement

১) প্রতি বছর ১০০ মিলিয়ন ইউরো বেতন।

২) ল্যাম্বরঘিনি হুরাকেন গাড়ি।

৩) এস্টন মার্টিন ডিভিএস গাড়ি।

৪) যাতায়াতের জন্য পাবেন প্রাইভেট জেট।

৫) ২৪ ঘণ্টার জন্য ড্রাইভার।

৬) ২৫ বেডরুমের বিলাসবহুল প্রাসাদ।

৭) ৪০*১০ মিটারের সুইমিং পুল।

৮) বেন্টলে কন্টিনেন্টাল জিটি।

৯) ছুটি কাটানোর সময় যে হোটেলে থাকবেন, যে রেস্তরাঁয় খেতে যাবেন ও অন্যান্য যা যা সার্ভিস নেবেন সবকিছুরই বিল ক্লাবের কাছে পাঠানো হবে।

১০) সোশ্যাল মিডিয়ায় সৌদি আরবকে প্রমোট করার জন্য প্রতি পোস্টের জন্য ৪.৫ কোটি টাকা রোজগার করবেন।

[আরও পড়ুন: ‘রোনাল্ডোর ছোঁয়ায় বদলে গিয়েছে সৌদি লিগ’, আল হিলালে সই করেই বলছেন নেইমার]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ