Advertisement
Advertisement

Breaking News

গোয়া ম্যাচে দলে ফিরছেন হুগো, জর্ডনের ফিটনেস নিয়ে ধোঁয়াশা

চোট-চ্যালেঞ্জ দুই প্রধানে।

Hugo Bumos is returning to the team against Goa, confusion about Jordan's fitness । Sangbad Pratidin
Published by: Krishanu Mazumder
  • Posted:December 27, 2022 9:20 am
  • Updated:December 27, 2022 9:20 am

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: চোট যেন পিছু ছাড়ছে না দুই প্রধানের। এক ফুটবলার সুস্থ হয়ে ফিরছেন তো ছিটকে যাচ্ছেন আরেক ফুটবলার! বছরের শেষ ম্যাচেও সেই সম্যসার মোকাবিলা করতে হচ্ছে মোহনবাগান (Mohun Bagan) আর ইস্টবেঙ্গলকে (East Bengal)।

চোটের চ্যালেঞ্জ সবচেয়ে বেশি সামলাতে হচ্ছে মোহনবাগান কোচ জুয়ান ফেরান্দোকে (Juan Ferrando)। এমনিতেই দলের সেরা ফুটবলার জনি কাউকোকে চলতি মরশুমে আর পাওয়া যাবে না। ব্যাকআপ বিদেশি ডিফেন্ডার ফ্লোরেন্তিন পোগবাকেও চোটের জন্য দীর্ঘদিন পাননি। শেষ পর্যন্ত তাঁর বদলে স্লাভকো ডামজানোভিচকে সই করানো হলেও জানুয়ারির আগে তিনি দলের সঙ্গে যোগ দিতে পারবেন না। ফেরান্দোর সমস্যা বাড়িয়েছে হুগো বুমোসের কাঁধের চোট। ফলে শেষ কয়েকটা ম্যাচ ৩ বিদেশি নিয়েই দল সাজাতে হয়েছে তাঁকে। সোমবার কোচকে স্বস্তি দিয়ে দলের সঙ্গে পুরোদমে অনুশীলন শুরু করেছেন হুগো। তবে চোটের জন্য এদিন মাঠে নামেননি দীপক টাংরি। শেষ ম্যাচে চোট নিয়ে মাঠ ছাড়া আরেক ফুটবলার আশিক কুরুনিয়ানকেও গোয়ার বিরুদ্ধে পাওয়া নিয়ে প্রশ্ন রয়েছে।

Advertisement

[আরও পড়ুন: ‘রোহিতের পরামর্শেই আমি এক নম্বর টি-টোয়েন্টি ব্যাটার’, দাবি সূর্যকুমার যাদবের]

 

অন্যদিকে, ইস্টবেঙ্গল কোচ স্টিফেন কনস্ট্যানটাইনের মাথাব্যথা বাড়াচ্ছে ফুটবলারদের চোট। বড়দিনের ছুটি কাটিয়ে সোমবার অনুশীলন শুরু করল দল। সেখানে হাজির হলেও দলের সঙ্গে মাঠে নামেননি চারালাম্বোস কিরিয়াকু। তাঁর চোখের নীচের চোট এখনও সারেনি। উল্টে চোট নিয়ে মুম্বই ম্যাচে নামায় সমস্যা আরও বেড়েছ। বেঙ্গালুরু ম্যাচেও সম্ভবত নেই তিনি। এই অবস্থায় জর্ডন ও’ডোহার্টিকে ম্যাচ ফিট করার চেষ্টা চালানো হচ্ছে। তবে স্টিফেনকে স্বস্তি দিয়ে পুরোদমে অনুশীলন শুরু করেছেন ডিফেন্ডার সার্থক গোলুই।

Advertisement

জানুয়ারি ট্রান্সফার উইন্ডোর আগে তৎপরতাও বেড়েছে দুই শিবিরে। স্লাভকোর পাশাপাশি নর্থ-ইস্ট ইউনাটেডে খেলে যায়ও ফেডেরিকো গ্যালেগোকে নেওয়া হচ্ছে বলে খবর। মিডফিল্ডার কাউকোর বদলি হিসাবে মাঝমাঠের এক ফুটবলারকেই আনতে চাইছেন ফেরান্দো। তবে দলে গোল করার লোকের অভাব মেটাতে জামশেদপুর থেকে ঈশান পন্ডিতাকে লোনে আনতে আগ্রহী সবুজ-মেরুন শিবির। অন্যদিকে, এলিয়ান্দ্রো সহ একাধিক বিদেশি বদলাতে চাইছে ইস্টবেঙ্গলও। ইতিমধ্যে স্টিফেন তাঁর পছন্দের ফুটবলারদের তালিকা তুলে দিয়েছেন টিম ম্যানেজমেন্টের হাতে।

[আরও পড়ুন: কর্তব্যে অবিচল গাভাসকর, মায়ের মৃত্যু সংবাদ পেয়েও ফিরলেন না ধারাভাষ্য ছেড়ে]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ