Advertisement
Advertisement
Igor Stimac

কেন এএফসি এশিয়ান গেমসে ব্যর্থ সুনীলের ভারত? আসল কারণ তুলে ধরলেন স্টিমাচ

প্রকাশ্যে ইগর স্টিমাচের বিস্ফোরক রিপোর্ট।

India Football Team haed coach Igor Stimac on AFC Asian Cup debacle। Sangbad Pratidin

স্টিমাচ। ফাইল চিত্র

Published by: Sabyasachi Bagchi
  • Posted:February 5, 2024 11:27 am
  • Updated:February 5, 2024 11:27 am

স্টাফ রিপোর্টার: জাতীয় কোচ ইগর স্টিমাচ (Igor Stimac) মনে করেন, যেহেতু দেশের সেরা ক্লাবগুলো যখন বাংলাদেশ আর মালদ্বীপের ক্লাবের কাছে হেরে যায়, তখন জাতীয় দল এশিয়ান কাপে ভালো ফল করবে আশা করা যায় না।

এশিয়ান কাপে (AFC Asian Cup) হারের পর স্টিমাচ একটি দীর্ঘ রিপোর্ট জমা দিয়েছেন সর্বভারতীয় ফুটবল ফেডারেশনের (All India Football Fedaration) কাছে। সেই রিপোর্টেই উল্লেখ করেছেন এই কথা। গত এশিয়ান কাপে টানা তিনটে ম্যাচেই হেরে গিয়েছেন সুনীল ছেত্রীরা (Sunil Chhetri)। এশিয়ান কাপে এমন ব্যর্থতা প্রসঙ্গে বলতে গিয়ে তিনি উল্লেখ করেন, “হতাশাজনক হলেও অপ্রত্যাশিত নয়।”

Advertisement

[আরও পড়ুন: ২০২৬ ফুটবল বিশ্বকাপ শুরু কবে? ফাইনাল কোথায়? দিনক্ষণ ঘোষণা ফিফার]

এখানেই থেমে থাকেননি ক্রোয়েশিয়ান কোচ। তিনি আরও বলেন, “আমি বাস্তববাদী মানুষ। পরপর এশিয়ান কাপে অংশ নেওয়াটা কখনওই খারাপ ফল নয়। কীভাবে প্রত্যাশা করেন এশিয়ান কাপে জাতীয় দল ভালো ফল করবে, যেখানে আইএসএলের সেরা দলগুলো এএফসি চ্যাম্পিয়ন্স লিগ ও এএফসি কাপে বাংলাদেশ ও মালদ্বীপের ক্লাবের কাছে হারে?”

Advertisement

তিনি এও উল্লেখ করেন, “ভারতই একমাত্র দেশ যার ফুটবলাররা বিশ্বের সেরা লিগে খেলে না। একই সঙ্গে বয়স ভিত্তিক এএফসি এশিয়ান কাপেও যোগ্যতা নির্ণয় করতে ব্যর্থ হয়।” প্রশ্ন তোলেন, “যেখানে অস্ট্রেলিয়া, দক্ষিণ কোরিয়ার মতো দেশ যাদের অধিকাংশ ফুটবলারই ইউরোপের লিগে খেলে তারা কমপক্ষে ২৭ দিনের শিবির করলেও ভারতের শিবির হয়েছিল ১৩ দিনের।”

এরপর যে বড় প্রতিবন্ধকতার কথাটি তুলেছেন তা এশিয়ান কাপে ভারতই একমাত্র দেশ ছিল যারা অত্যাধুনিক জিপিএস সরঞ্জাম ছাড়াই এই প্রতিযোগিতার শিবির করেছে। আশিক কুরুনিয়ান, জিকসান সিং, আনোয়ার আলিদের চোটের জন্য পাওয়া যায়নি। সামাদকে পাওয়া গিয়েছিল একটি ম্যাচে।

[আরও পড়ুন: ঘরের মাঠে রিয়াল কাশ্মীরের কাছে পরাস্ত মহামেডান, হেরেও শীর্ষে সাদা-কালো ব্রিগেড]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ