Advertisement
Advertisement

Breaking News

India Pakistan

সাফ কাপে আজ পাকিস্তানের বিরুদ্ধে নামছে ভারত, দল নিয়ে ঝুঁকি নিচ্ছেন না স্টিমাচ

ভিসা সমস্যায় ম্যাচের আগে প্র্যাকটিসের সময় পায়নি পাকিস্তান।

India will face Pakistan of SAFF Cup match | Sangbad Pratidin
Published by: Anwesha Adhikary
  • Posted:June 21, 2023 1:39 pm
  • Updated:June 21, 2023 2:03 pm

দুলাল দে: ক্রিকেট, ফুটবল, হকি, এমনকী ভারত-পাকিস্তানের (India vs Pakistan) মধ্যে লুডো খেলা হলেও তা মাঠের বাইরে অন্যরকম পরিমণ্ডল তৈরি করবে না, এরকমটা হতে পারে না। চাপা টেনশন। উত্তেজনা। সম্মান হারানোর ভয়–এগুলো থাকবেই। ফলে বুধবার বেঙ্গালুরুর কান্তিরাভা স্টেডিয়ামে ভারত-পাকিস্তান ম্যাচ ঘিরে হাল্কা টেনশনের আবহ তৈরি হয়ে যাবে, এটাই তো স্বাভাবিক। বেঙ্গালুরুতেও ভালরকম উত্তেজনা রয়েছে ম‌্যাচ ঘিরে। স্টেডিয়াম পুরো হাউস ফুল থাকবে, সেটা বলে দেওয়াই যায়। পনেরো হাজার টিকিট ইতিমধ্যেই নিঃশেষিত।কিন্তু বুধবার সন্ধ্যায় সীমান্তবর্তী এই দু’দেশের মধ্যে সম্মানের মহাযুদ্ধে নামার আগে কোনওরকম প্র্যাকটিসের সুযোগই পেল না পাকিস্তান দল। তবে যাঁরা ভাবছেন, বুধবারের ভারত-পাকিস্তান ম্যাচ বোধহয় পুরোটাই একতরফা হতে চলেছে, তঁারা শুধু ভুল ভাবছেন না, মহাভুল করতে চলেছেন। ভারতীয় দলের কোচ ইগর স্টিমাচের ভাষায়, ‘‘পাকিস্তান দল এবারের সাফ কাপে রীতিমতো বিস্ময় হতে চলেছে। কালো ঘোড়া।’’

সাংবাদিক সম্মেলনে এসে হঠাৎ করে পাকিস্তানকেই বা কেন কালো ঘোড়া বলতে চাইলেন ভারতীয় কোচ? আসলে পাকিস্তানের এই দলটার এগারো জন ফুটবলার বিদেশের লিগে খেলেন। যার মধ্যে প্রথম একাদশের অন্তত ছয় জন খেলেন ডেনমার্ক আর ইংল্যান্ডে। এরকম উদাহরণ দেখিয়ে স্টিমাচ বললেন, ‘‘তাহলেই বলুন। আমরা ফিফার র‌্যাঙ্কিং দিয়ে বিশ্বাস করব কোন দল শক্তিশালী? সাফে যারা খেলছে, তারা ফিফার তালিকায় কোথায় রয়েছে, তা দিয়ে বিচার করাই ঠিক নয়।’’

Advertisement

[আরও পড়ুন: লাগাতার আন্দোলনে সাফল্য! পুরুলিয়ার দুটি আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী কুড়মি সমর্থিত নির্দল প্রার্থী]

ভারতে সাফ (SAFF) খেলতে আসার আগে তিনটে আন্তর্জাতিক ফ্রেন্ডলি ম্যাচ খেলে আসছে পাকিস্তান। যার মধ্যে কেনিয়ার বিরুদ্ধে হেরেছে ০-১ গোলে। দ্বিবৌতির কাছে হেরেছে ১-৩ গোলে। আর মউরিতিয়াসের কাছে হেরেছে ০-৩ গোলে। তাই দলে বিদেশে খেলা ফুটবলারের সংখ্যা বেশি থাকলেও পাকিস্তান যে দারুণ অবস্থায় রয়েছে সেটা বলা যাবে না। কিন্তু ইগর স্টিমাচ এই যুক্তি মানতে রাজি নন। ভুবনেশ্বরে ইন্টার কন্টিনেন্টাল কাপ খেলার মাঝেই সময় করে দেখে নিয়েছেন পাকিস্তানের তিনটি ফ্রেন্ডলি ম্যাচই। সেই অভিজ্ঞতা থেকেই এদিন বলছিলেন, ‘‘ম্যাচগুলি হয়তো হেরেছে। কিন্তু হারার মতো খেলেনি । বিশেষ করে কেনিয়া ম্যাচটা হারা একদমই ঠিক হয়নি।’’ কিন্তু কোনও প্র্যাকটিস ছাড়াই বুধবার ভারতের বিরুদ্ধে খেলতে নামতে হবে পাকিস্তানকে। এতেও প্রতিবেশী দেশকে বুধবারের ম্যাচে পিছিয়ে রাখতে চান না স্টিমাচ। ‘‘টানা তিনতে আন্তর্জাতিক ফ্রেন্ডলি খেলে আসছে। পুরো দলটাই প্র্যাকটিসের মধ্যে।’’

Advertisement

পাকিস্তান কোচ না থাকায়, গ্রুপের অন্য দুই দল কুয়েত আর নেপালের কোচের সঙ্গে সাংবাদিক সম্মেলন করে হোটেল ছেড়ে বেরিয়ে যাওয়ার সময় বললেন, ‘‘পাকিস্তানের ছয় নম্বর জার্সির খেলা ম্যাচে দেখবেন। দারুণ ফুটবলার। ওদের যে ছেলেটা স্ট্রাইকার খেলছে, আমাদের ছেত্রীর থেকে বয়সে জুনিয়র। বক্সের মাথায় ভীষণ ভয়ঙ্কর লাগছিল ।”ভারতীয় দলে অবশ্য ‘ফিলগুড’ পরিবেশ। ইন্টার কন্টিনেন্টাল চ্যাম্পিয়ন হয়ে সোমবার রাতেই বেঙ্গালুরুতে ঢুকে পড়েছে টিম। এদিন কোচ সাংবাদিক সম্মেলনে এলেও অধিনায়ক সুনীল ছেত্রী-সহ কোনও ফুটবলারকেই ম্যাচের আগে সাংবাদিক সম্মেলনে আনা হয়নি। তবে স্টিমাচ সকাল সাড়ে এগারোটাতেই ফুটবলারদের নিয়ে টিম মিটিংয়ে বসে গেলেন পাকিস্তান দলটাকে নিয়ে কাটা-ছেঁড়া করতে। যে কাটা-ছেঁড়ার কিছুটা অংশ দুপুরে সাংবাদিক সম্মেলন করে হোটেল ছাড়ার সময় বলছিলেন। আর তারই পরিকল্পনা করার জন্য পুরো দলটাকে নিয়ে সন্ধ্যায় গেলেন প্র্যকটিসে। ইন্টার কন্টিনেন্টাল প্রতিযোগিতায় গ্রুপের তিন ম্যাচেই দল নিয়ে যেরকম পরীক্ষা-নিরীক্ষা চালিয়েছেন সাফে অবশ্য সেরকমটা করতে চাইছেন না ভারতীয় দলের কোচ। তার উপর বুধবার ম্যাচটা পাকিস্তানের বিরুদ্ধে। ফলে ঝুঁকি না নিয়ে সেরা একাদশটাই নামাতে চাইছেন। যতই হোক, ভারত-পাকিস্তান ম্যাচ বলে কথা! 

[আরও পড়ুন: টেস্টে পাঁচ দিনই ব্যাটিং,অ্যাশেজে অনন্য রেকর্ড খোয়াজার]

 

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ