Advertisement
Advertisement

Breaking News

এটিকে

যুবভারতীতে আজ হায়দরাবাদের বিরুদ্ধে এটিকের ঘুরে দাঁড়ানোর লড়াই

মহারণের আগে ফুটবলারদের সতর্ক করে দিয়েছেন হাবাস।

ISL 2019: ATK to face Hyderabad FC at Yuvabharati Krirangan
Published by: Subhamay Mandal
  • Posted:October 25, 2019 1:32 pm
  • Updated:October 25, 2019 1:32 pm

স্টাফ রিপোর্টার: প্রথম ম্যাচে কেরল ব্লাস্টার্সের বিরুদ্ধে এগিয়ে থেকেও হার। গোলের সামনে ফুটবলারদের একের পর এক সুযোগ নষ্ট। আন্তোনিও হাবাসের কোচ হিসাবে প্রত্যাবর্তনেও শুরুটা হতাশারই হল এটিকের। তবে হারের রেশ কাটিয়ে আজ ফের জয়ে ফিরতে মরিয়া হাবাস বাহিনী।

শুক্রবার নিজেদের ঘরের মাঠ যুবভারতীতে প্রথমবার নামতে চলেছে এটিকে। সামনে হায়দরাবাদ এফসি। মহারণের আগে ফুটবলারদের সতর্ক করে দিয়েছেন হাবাস। স্প্যানিশ কোচ সাফ জানিয়ে দিয়েছেন প্রথম ম্যাচে হারের কথা ভাবতে না। বরং হোম অ্যাডভান্টেজ পুরোপুরি নিতে হবে। এ দিন অনুশীলনে সেই ডিফেন্সিভ শেপের উপরেই জোর দিয়েছেন স্প্যানিশ কোচ। সাংবাদিক সম্মেলনে হাবাস বললেন, “প্রথম ম্যাচে আমরা অনেক গোলের সুযোগ নষ্ট করেছি। পারফরম্যান্স ভালই ছিল। ফিনিশিংটা ঠিকঠাক হল না।” সঙ্গে তিনি আরও যোগ করেন, “আমাদের এখন শুক্রবারের ম্যাচে মন দিতে হবে। আমাদের আরও উন্নতি করতে হবে।”

Advertisement

[আরও পড়ুন: আইএসএল অভিযানের শুরুতেই ধাক্কা, কেরলের কাছে পরাস্ত হাবাসের এটিকে]

বিপক্ষ হিসাবে হায়দরাবাদ খুব কঠিন সেটাই মানছেন হাবাস। আদিল খান-মার্সেলিনহোদের প্রশংসায় পঞ্চমুখ প্রথম আইএসএল জয়ী কোচ বললেন, “খুব ভাল দল হায়দরাবাদ। আমাদের সতর্ক থাকতে হবে। ওদের বিশ্বমানের প্রতিভা আছে।” তবে ঘুরে দাঁড়ানোর লড়াইয়েও হাবাস যে পাবেন না জবি জাস্টিনকে। যিনি সাসপেনশনের জন্য নামতে পারবেন না।

Advertisement

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ