Advertisement
Advertisement

Breaking News

ISL 2021

ISL 2021: হাবাসের পর চাকরি যেতে পারে এসসি ইস্টবেঙ্গল কোচ দিয়াজেরও? ভাবনা শুরু ইনভেস্টরদের

কোচকে বরখাস্ত করতে হলে ক্ষতিপূরণ দিতে হবে এসসি ইস্টবেঙ্গল ম্যানেজমেন্টকে।

ISL 2021: SC East Bengal Manolo Díaz also wants to leave club | Sangbad Pratidin

ফাইল ছবি

Published by: Subhajit Mandal
  • Posted:December 18, 2021 6:45 pm
  • Updated:December 18, 2021 10:28 pm

কৃশানু মজুমদার: পাশের ক্লাবের কোচ চার ম্যাচের খারাপ পারফরম্যান্সের দায় কাঁধে নিয়ে পদত্যাগ করেছেন। আইএসএলের অন্যতম সফল কোচের এই অকাল বিদায় চাপ অনেকটাই বাড়িয়ে দিয়েছে আর এক স্পেনীয়র উপরে। তিনি, এসসি ইস্টবেঙ্গলের (SC East Bengal) কোচ ম্যানুয়েল মানোলো দিয়াজ (Manolo Díaz)।

ISL 2021: SC East Bengal Manolo Díaz also wants to leave club

Advertisement

চলতি আইএসএলে (ISL) এখনও পর্যন্ত একটি ম্যাচও জিততে পারেনি লাল-হলুদ শিবির। সাত ম্যাচে তাদের সংগ্রহ মোটে ৩ পয়েন্ট। লিগ টেবিলের শেষ স্থানে বসে এসসি ইস্টবেঙ্গল। শুধু ফলাফল নয়, দলের পারফরম্যান্সও সার্বিকভাবে চরম হতাশাজনক। জয়ের খিদে বা ক্ষমতা কোনওটাই দেখাতে পারছে না দিয়াজের এসসি ইস্টবেঙ্গল। স্বাভাবিকভাবেই দলের পারফরম্যান্সে খুশি নন বিনিয়োগকারী সংস্থা শ্রী সিমেন্টের কর্তারা। স্পেনীয় কোচের খেলানোর পদ্ধতিতে রীতিমতো বিরক্ত কর্তারা। নিজেদের অসন্তোষের কথা পরিষ্কার করে কোচকে জানিয়েও দেওয়া হয়েছে। আর তার ফলে স্প্যানিশ কোচও হয়তো দেওয়াললিখন পড়ে ফেলেছেন।  

Advertisement

[আরও পড়ুন: ATK Mohun Bagan: ব্যর্থতার দায় কাঁধে নিয়ে পদত্যাগ এটিকে মোহনবাগান কোচ হাবাসের]

সূত্রের খবর, হাবাস (Antonio López) এটিকে মোহনবাগানের (ATK Mohun Bagan) কোচের পদ থেকে ইস্তফা দেওয়ার দিন অর্থাৎ শনিবারই শ্রীসিমেন্ট (Shree Cement) কর্তারা কোচ দিয়াজের সঙ্গে কথা বলেছেন। স্প্যানিশ কোচকে জানিয়ে দেওয়া হয়েছে, দলের পারফরম্যান্সে ম্যানেজমেন্ট একেবারেই খুশি নয়। আপসে আলোচনার মাধ্যমে দু’ পক্ষের সম্পর্ক শেষ হয়েও যেতে পারে। বকলমে দিয়াজকে বুঝিয়ে দেওয়া হয়েছে, তাঁর হাত ধরেই দলের এমন ভরাডুবি। তাঁকে আর প্রয়োজন নেই। বিনিয়োগকারী সংস্থার তরফে শ্রেণিক শেঠ বলছিলেন,”হ্যাঁ, দল যেভাবে খেলছে তাতে আমরা সন্তুষ্ট নই। অনেকগুলো ব্যাপার আছে। শেষ ম্যাচটায় দল যেভাবে খেলেছে, সেটা মানা যায় না। আমরা আবারও জানতে চাইব, এগুলো কেন হচ্ছে।” তবে, বিনিয়োগকারী সংস্থা সোমবারের আগে হয়তো চূড়ান্ত সিদ্ধান্ত নেবে না। 

[আরও পড়ুন: ISL 2021: ফের ডোবাল জঘন্য রক্ষণ, ‘লাস্ট বয়’ তকমা ঘোচাতে ব্যর্থ এসসি ইস্টবেঙ্গল]

এদিকে, হাবাস বিদায়ের খবর ছড়িয়ে পড়তেই ইস্টবেঙ্গল কোচ এই প্রতিবেদককে জানিয়েছিলেন, তিনিও আর এদেশে থাকতে চান না। ফিরে যেতে চান স্পেনে। বহু দিন ধরেই দল নিয়ে অসন্তোষ প্রকাশ করছিলেন দিয়াজ। এদিনও প্রায় একই কথার পুনরাবৃত্তি করেন তিনি। এই দল নিয়ে আইএসএলে (ISL) বেশি দূর অগ্রসর হওয়া সম্ভব নয়, তা আগেও জানিয়েছিলেন লাল-হলুদ কোচ। সেই জায়গা থেকে এখনও তিনি সরে আসছেন না। যদিও, কোচকে বিদায় জানাতে হলে ক্ষতিপূরণ দিতে হবে এসসি ইস্টবেঙ্গলকে। সন্তোষজনক ক্ষতিপূরণ পেলে দেশে ফিরে যাবেন দিয়াজ। আইএসএলের মাঝপথে ক্ষতিপূরণ দিয়ে কোচকে কি ছাঁটাই করবেন এসসি ইস্টবেঙ্গল কর্তারা? আগামী কয়েকদিনের মধ্যেই ছবিটা পরিষ্কার হয়ে যাবে। হাবাসের বিদায় ইস্টবেঙ্গল কোচের ভবিষ্যত নিয়েও যে প্রশ্ন তুলে দিয়ে গেল, তা বলে দেওয়াই যায়। 

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ