Advertisement
Advertisement
ISL 2023-24

ISL 2023-24: ক্লেটনের পেনাল্টি হাতাছাড়া, কেরালার বিরুদ্ধে হারের হ্যাটট্রিক করে আরও অন্ধকারে ইস্টবেঙ্গল

হেরেই চলেছে ইস্টবেঙ্গল।

ISL 2023-24: Kerala Blasters beat East Bengal by 2-1 goal। Sangbad Pratidin

প্রথম গোল করার পর দাইসুকে শাকাইয়ের সেলিব্রেশন। ছবি: আইএসএল

Published by: Sabyasachi Bagchi
  • Posted:November 4, 2023 10:05 pm
  • Updated:November 4, 2023 11:17 pm

কেরালা ব্লাস্টার্স: ২ (‘৩২ দাইসুকে শাকাই, ‘৮৮ দিমিত্রি)
ইস্টবেঙ্গল: ১ (‘৯৭ ক্লেটন) 

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: এবারও জয় এল না। প্রথমে রক্ষণের ভুল। এবং পরে ক্লেটন সিলভা দুবার পেনাল্টির সুযোগ হাতাছাড়া করলেন। তাঁর শট দুবার রুখে দিলেন কেরালা ব্লাস্টার্সের গোলকিপার শচীন সুরেশ। ফলে চলতি আইএসএল-এ হারের হ্যাটট্রিক হজম করে মাঠ ছাড়ল ইস্টবেঙ্গল। তাও আবার ঘরের মাঠ যুবভারতীয় ক্রীড়াঙ্গনে এমন লজ্জার হার হজম করল লাল-হলুদ।

Advertisement

কেরালা ব্লাস্টার্সের বিরুদ্ধে ব্রাজিলিয়ান পেনাল্টি থেকে গোল করতে না পারার সঙ্গে এই হারের জন্য রক্ষণের অনেক ভুল ছিল। সেইজন্য তিন পয়েন্ট মাঠে ফেলে এল কার্লেস কুয়াদ্রাতের ছেলেরা। ৮৮ দ্বিতীয় গোল করে ইস্টবেঙ্গলের কফিনে শেষ পেরেক পুঁতে দেন দিমিত্রি। এর পর এক্সট্রা টাইমে কেরালার রক্ষণের ফুটবলার হ্যান্ডবল করলে ফের পেনাল্টি পায় লাল-হলুদ। সেখান থেকে গোল করলেন ক্লেটন। তবে শেষরক্ষা হল না। ঘরের মাঠে কেরালার কাছে ২-১ গোলে হারল ইস্টবেঙ্গল। 

Advertisement

৩২ মিনিটে আদ্রিয়ান লুনা একটি থ্রু বল খেলেন এবং দাইসুকে সেই বল ধরে দৌড়ে উপরে উঠে, লাল-হলুদের ফাঁকা গোল পেয়ে সহজেই ১-০ করে বেরিয়ে যান। রক্ষণের কেউ আটকাতেই পারেনি দাইসুকেকে। ৩৪ মিনিটে ফের ব্যবধান বাড়িয়ে নেওয়ার সুযোগ পায় কেরালা। তবে অফ সাইডের জন্য সেই গোল বাতিল করে দেন রেফারি।

প্রথমার্ধে খারাপ রক্ষণের জন্য দল ভুগলেও দ্বিতীয়ার্ধের ৫৫ মিনিটে ভালো সুযোগ তৈরি করেছিল। ক্লেটন সিলভা মাপা শটে বক্সের মধ্যে সিভেরিওকে বল বাড়ান। তবে বলটি মহেশের কাছে পৌঁছে যায়, যিনি বলটি ধরে সুন্দর রান করেন এবং ফাইনাল ফিনিশিং ছাড়া বাকি সব কিছু ঠিকঠাক ভাবে করেন। এই গোল করতে না পারার রোগটা যে কবে সারবে ইস্টবেঙ্গলের? গোলশোধের ভালো সুযোগ নষ্ট করে লাল-হলুদ।

যদিও বল ধরতে গিয়ে কেরালার গোলকিপার শচীন সুরেশ লাল-হলুদের নওরেম মহেশ ফাউল করে বসেন। পেনাল্টি পায় ইস্টবেঙ্গল। তবে সেটা কাজে লাগাতে পারলেন না ক্লেটন। প্রথম শট শচীনের হাতে জমা হলেও, তিনি এগিয়ে আসার জন্য রিবাউউন্ড পেনাল্টি পায় লাল-হলুদ। তবে সেই সুযোগ কাজে লাগাতে ব্যর্থ হন ক্লেটন। 

৮৮ মিনিটে গোল দ্বিতীয় গোল করে দলকে আরও এগিয়ে দেন দিমিত্রি। যদিও কেরালার রক্ষণের ফুটবলার হ্যান্ডবল করলে আবার পেনাল্টি পায় লাল-হলুদ। যদিও এবার আর সুযোগ হাতাছাড়া করেননি ক্লেটন। তবে এতে খেলার ফলাফলে বদল আসেনি। ঘরের মাঠে কেরালার কাছে ২-১ গোলে হারল ইস্টবেঙ্গল। একইসঙ্গে হারের হ্যাটট্রিক হজম করে ফের মাঠ ছাড়ল লাল-হলুদ। 

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ