Advertisement
Advertisement

‘এবার থামলাম’, ৪৫ বছর বয়সে ফুটবলকে বিদায় জানালেন ইটালির কিংবদন্তি বুফোঁ

বিশ্ব ফুটবলে আরও এক বর্ণময় অধ্যায়ের পরিসমাপ্তি।

Italy legend Gianluigi Buffon hangs up his gloves after 2 final years at Parma | Sangbad Pratidin
Published by: Subhajit Mandal
  • Posted:August 3, 2023 10:10 am
  • Updated:August 3, 2023 10:10 am

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বিশ্ব ফুটবলে আরও এক বর্ণময় অধ্যায়ের পরিসমাপ্তি। তিন দশকের কেরিয়ারে ইতি টানলেন ইটালির শেষ দুর্গের প্রহরী গিয়ানলুইগি বুফোঁ (Gianluigi Buffon)। ৪৫ বছর বয়সে এসে অবসর ঘোষণা করলেন কিংবদন্তি গোলরক্ষক।

বুধবার তিনি সোশ্যাল মিডিয়ায় ছোট্ট একটি বার্তায় ফুটবলকে বিদায় জানালেন। বুফোঁ লিখলেন, “এবার থামলাম। অবসরের সময় হয়েছে। আপনারা আমাকে সব কিছুই দিয়েছেন। আমিও নিজের সেরা খেলা উপহার দিয়েছি।” কেরিয়ারের শেষ দুটো বছর নিজের প্রথম ক্লাব পারমাতেই কাটিয়েছেন বুফোঁ। ক্লাবটি সিরি আ থেকে অবনমিত হয়ে সিরি বি-তে নেমে গেলেও পারমার সঙ্গ ছাড়েননি কিংবদন্তি।

Advertisement

[আরও পড়ুন: ওয়েস্ট ইন্ডিজে বিশ্রামের জের, আইসিসি র‌্যাঙ্কিংয়ে পতন রোহিত-বিরাটের]

১৯৯৫ সালে পেশাদার ফুটবলে আত্মপ্রকাশ বুফোঁর। পারমার হয়ে কয়েক মরশুম খেলার পর যোগ দেন জুভেন্তাসে। ইটালির ফুটবলের সোনালি সময়ের সাক্ষী তিনি। বিশ্বের সেরা সেরা ফুটবলারদের সঙ্গে খেলেছেন। সতীর্থ হিসাবে পেয়েছেন নেস্তা, কানাভারো, ডেল পিয়েরো, পির্লোদের। ক্লাব ফুটবলে জুভেন্তাসের হয়ে ১০টি সিরি আ, পাঁচটি কোপা ইটালিয়া, পারমার হয়ে একবার কোপা ইটালিয়া একবার উয়েফা কাপ জিতেছেন।

Advertisement

[আরও পড়ুন: ‘আমরা গ্রুপ অফ ডেথে রয়েছি’, ডুরান্ড অভিযানের আগে বলছেন মোহনবাগান কোচ বাস্তব]

১৯৯৭ সালে ইটালির জাতীয় দলের হয়ে আত্মপ্রকাশ ঘটেছিল বুফোঁর। দেশের জার্সিতে খেলেছেন ১৭৬টি আন্তর্জাতিক ম্যাচ। ২০০৬ সালে ফ্রান্সকে হারিয়ে ইটালির বিশ্বকাপ জয়ের গুরুত্বপূর্ণ সদস্য ছিলেন বুফোঁ। ২০১২ ইউরোর রানার্স দলেরও সদস্য ছিলেন কিংবদন্তি এই গোলরক্ষক। তবে ইটালির ফুটবলে বুফোঁর অবদান স্রেফ পরিসংখ্যান দিয়ে বোঝানো যাবে না। দেশের জার্সিতে বহু উত্থানপতনের সাক্ষী থেকেছেন তিনি।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ