Advertisement
Advertisement

প্রয়াত ব্রাজিলের কিংবদন্তি কোচ জাগালো

ফুটবলার ও কোচ হিসেবে বিশ্বকাপ জয়ের প্রথম কীর্তি গড়েছিলেন জাগালোই।

Legendary Brazilian coach Mario Zagallo passes away । Sangbad Pratidin
Published by: Krishanu Mazumder
  • Posted:January 6, 2024 10:09 am
  • Updated:January 6, 2024 11:02 am

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: প্রয়াত ব্রাজিলের কিংবদন্তি কোচ মারিও  জাগালো (Mario Zagallo)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯২ বছর। দীর্ঘদিন ধরেই ভুগছিলেন তিনি। হাসপাতালেও যেতে হয়েছিল তাঁকে। ফুটবলার ও কোচ হিসেবে বিশ্বকাপ জয়ের প্রথম কীর্তি গড়া জাগালোর জীবনের দৌড় শেষ হয়ে গেল শনিবার। কোচ ও ফুটবলার হিসেবে বিভিন্ন সময়ে চার বার বিশ্বকাপ জিতেছেন ব্রাজিলীয় কিংবদন্তি। 

১৯৫৮ ও ১৯৬২ বিশ্বকাপজয়ী ব্রাজিল দলের সদস্য ছিলেন জাগালো। এরপর ব্রাজিলের কোচ হিসেবে ১৯৭০ সালের বিশ্বকাপও জিতেছেন। অনেকের বিচারেই জাগালোর তৈরি করা ১৯৭০ সালের বিশ্বকাপে ব্রাজিল দলটি বিশ্বকাপের ইতিহাসে সেরা দল। সত্তরের পরে ১৯৯৪ সালে ব্রাজিল বিশ্বকাপ জিতেছিল। সেই দলের সহকারী কোচ ছিলেন জাগালো। 

Advertisement
Pele and Zagallo
পেলে ও জাগালো। ফাইল চিত্র

জাগালো ছাড়া ফুটবলার ও কোচ হিসেবে বিশ্বকাপ জিতেছেন মাত্র দুজন—ফ্রাঞ্জ বেকেনবাওয়ার ও দিদিয়ের দেশঁ। ‘কাইজার’ খ্যাত জার্মান কিংবদন্তি বেকেনবাওয়ার খেলোয়াড় হিসেবে ১৯৭৪ বিশ্বকাপ জয়ের পর কোচ হিসেবে জেতেন  ১৯৯০ বিশ্বকাপ। আর দেশঁ ১৯৯৮ সালে ফ্রান্সের অধিনায়ক হিসেবে বিশ্বকাপ জিতেছিলেন। পরে কোচ হিসেবে ফ্রান্সকে বিশ্বকাপ জেতান ২০১৮ সালে।  

[আরও পড়ুন: প্রকাশিত টি-২০ বিশ্বকাপের সূচি, কবে ভারত-পাকিস্তান ম্যাচ?]

১৯৫৮ সালে ব্রাজিল প্রথম বার বিশ্বকাপ জিতেছিল। এতদিন পর্যন্ত জাগালোই ছিলেন প্রথমবারের বিশ্বজয়ী ব্রাজিলীয় দলের একমাত্র জীবিত সদস্য। এদিন জাগালোর জীবনদীপ নিবে যাওয়ায় প্রথমবারের বিশ্বজয়ী ব্রাজিল দলের আর কোনও সদস্যই জীবিত নেই। ১৯৫০ সালের বিশ্বকাপে মারাকানায় স্বপ্ন ভেঙেছিল ব্রাজিলের। সেই বিশ্বকাপ ফাইনাল মাঠে বসে দেখেছিলেন জাগালো। মাঠ থেকে লোক বের করে দেওয়ার কাজ ছিল তাঁর। জাগালো একসময়ে বলেছিলেন, ”১৯৫০ সালের সেই হারের পরের স্তব্ধতা, শোক ও বিষণ্ণতা আমি ভুলতে পারি না।” জাগালোর একসময়ের কিংবদন্তি সতীর্থ পেলে চলে গিয়েছিলেন ২০২২ সালে। ফুটবল সম্রাট পেলের প্রথম মৃত্যুবার্ষিকী কদিন আগেই হল। নতুন বছরের শুরুতে চলে গেলেন জাগালোও। ব্রাজিলের ফুটবলে নেমে এল শোকের ছায়া। 

[আরও পড়ুন: ছোটবেলার বন্ধুর বিরুদ্ধে ১৫ কোটি টাকার আর্থিক তছরুপের মামলা দায়ের করলেন ধোনি]

 

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement