Advertisement
Advertisement
Lionel Messi

১০ হাজারের টিকিট কেটেও মেসি দর্শন হল না! হংকংয়ে তোপের মুখে এলএম টেন

বিদ্রুপের শিকার ইন্টার মায়ামির মালিক ডেভিড বেকহ্যামও।

Lionel Messi and David Beckham booed in Hong Kong after Inter Miami match | Sangbad Pratidin

নিজস্ব চিত্র।

Published by: Anwesha Adhikary
  • Posted:February 4, 2024 6:40 pm
  • Updated:February 4, 2024 6:40 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: প্রায় সাড়ে ১০ হাজার টাকা খরচ করে টিকিট কেটেছিলেন। প্রিয় লিওনেল মেসির (Lionel Messi) ফুটবল জাদু একটিবারের জন্য দেখবেন বলে। কিন্তু সে গুড়ে বালি। চোটের জন্য মাঠেই নামলেন না বিশ্বকাপজয়ী আর্জেন্টাইন অধিনায়ক। তাঁর খেলা দেখতে না পেয়ে মাঠেই ক্ষোভ উগরে দিলেন দর্শকরা। মেসির উদ্দেশ্যে বিদ্রুপও করতে থাকেন তাঁরা।

রবিবার হংকংয়ে খেলতে নেমেছিল মেসির ইন্টার মায়ামি (Inter Miami)। কিন্তু হ্যামস্ট্রিংয়ে সমস্যার জন্য মাঠেই নামেননি আর্জেন্টাইন মহাতারকা। উল্লেখ্য, আগের ম্যাচেই আল নাসেরের বিরুদ্ধে প্রথম একাদশে না থাকলেও ৮৩ মিনিটে মেসিকে নামানো হয়েছিল। কিন্তু রবিবার হংকং একাদশের বিরুদ্ধে আগাগোড়া বেঞ্চেই থেকে গেলেন মেসি। উই ওয়ান্ট মেসি চিৎকার শুনেও মাঠে নামানো হল না। তাঁকে ছাড়াই অবশ্য ৪-১ গোলে জিতে মাঠ ছাড়ল ইন্টার মায়ামি।

Advertisement

[আরও পড়ুন: কোহলিকে টপকে কোন ‘বিরাট’ রেকর্ডের মালিক হলেন কেন উইলিয়ামসন?]

তার পরেই ক্ষোভে ফেটে পড়েন হংকংয়ের ৩৮ হাজার দর্শকের অধিকাংশ। জানা গিয়েছে, চড়া দামে এই ম্যাচের টিকিট কেটেছিলেন ফুটবলপ্রেমীরা। প্রতি টিকিট পিছু ভারতীয় মুদ্রায় ১০ হাজার ৩০০ টাকা পর্যন্ত খরচ করেছেন অনেকে। এত কিছু করেও মেসির ফুটবল খেলা দেখা হল না। রেগে গিয়ে টিকিটের দাম ফেরত চেয়ে সুর চড়াতে থাকেন অনেকে। মেসির নাম করে বিদ্রুপ-কটাক্ষের বন্যা বয়ে যায় স্টেডিয়ামে।

Advertisement

ম্যাচের শেষে দর্শকদের ধন্যবাদ জানাতে বক্তব্য রাখেন ইন্টার মায়ামির মালিক ডেভিড বেকহ্যাম। তাঁকেও কটাক্ষ করতে ছাড়েনি দর্শককুল। বুড়ো আঙুল দেখিয়ে বিদ্রুপ করা হয় বেকহ্যামকেও। তবে মেসির হয়ে ক্ষমা চেয়ে নেন প্রাক্তন ইংলিশ ফুটবলার। তিনি বলেন, “লিওকে দেখতে না পেয়ে ভক্তরা অবশ্যই খুব হতাশ, বুঝতে পারছি। কিন্তু আজকে ওকে নামানোটা খুবই ঝুঁকির হয়ে যেত।” উল্লেখ্য, এদিনের ম্যাচে খেলেননি আরেক তারকা লুইস সুয়ারেজও।

[আরও পড়ুন: দুই ইনিংসেই ব্যাটিং বিপর্যয়! মুম্বইয়ের কাছে লজ্জার হার, নকআউট থেকে দূরে সরছে বাংলা]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ