BREAKING NEWS

২০ জ্যৈষ্ঠ  ১৪৩০  রবিবার ৪ জুন ২০২৩ 

READ IN APP

Advertisement

‘জানি আমরা ফেভারিট ছিলাম না, পরিশ্রম করে সবটা পেয়েছি’, ফাইনালে পৌঁছে বললেন মেসি

Published by: Sulaya Singha |    Posted: December 14, 2022 9:32 am|    Updated: December 14, 2022 9:33 am

Lionel Messi Reacts After Argentina Enters FIFA World Cup Final | Sangbad Pratidin

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ঐতিহাসিক এই মুহূর্তটা উপভোগ করো। ক্রোয়েশিয়াকে হারিয়ে কাতার বিশ্বকাপের ফাইনালে ওঠার পর সতীর্থদের এই বার্তাই দিলেন লিওনেল মেসি। সঙ্গে জানিয়ে দিলেন, অনেক পরিশ্রম করে এই জায়গায় পৌঁছতে হয়েছে। এই সাফল্য মুখের সামনে কেউ সাজিয়ে দেয়নি।

২০১৪ সালের পর আরও একবার বিশ্বকাপ (FIFA World Cup 2022) ফাইনালে আর্জেন্টিনা। মেসি ম্যাজিকে ধরাশায়ী হয়েছে গতবারের রানার্স আপ ক্রোয়েশিয়া (Croatia)। পেনাল্টি থেকে গোল তো করেইছেন, সেই সঙ্গে দলের তৃতীয় গোলের নেপথ্যেও ছিল তাঁর অনবদ্য পাস। সেই সঙ্গে গ্যাব্রিয়েল বাতিস্তুতাকে পিছনে ফেলে দেশের জার্সিতে সর্বোচ্চ গোলের রেকর্ডও গড়েছেন এলএম টেন (১১)। মন ভাল করা ফুটবল উপহার দিয়ে ট্রফি জয়ের আরও কাছাকাছি পৌঁছে গিয়েছে লা আলবিসেলেস্তা। ইতিহাস রচনার চেয়ে আর মাত্র একধাপ দূরে তারা। তবে মেসি চান, এখনই ফাইনাল নিয়ে চিন্তা না করে এই মুহূর্তটা উপভোগ করুন সতীর্থরা।

[আরও পড়ুন: ‘লালন শেখের মৃত্যু কীভাবে? বিস্তারিত জানাক CBI’, দাবি মমতার]

ক্রোটদের হারানোর পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে সাতবারের ব্যালন ডি’অর জয়ী মেসি (Lionel Messi) বলেন, “আর্জেন্টিনা আরও একবার বিশ্বকাপের ফাইনালে। এটা উপভোগ করো। অনেক কঠিন পরিস্থিতি পেরিয়ে আমরা এখানে পৌঁছেছি। আজ অসাধারণ একটা অনুভূতি হচ্ছে। এখানকার ফ্যানদের সঙ্গে আনন্দ করছি আমিও। আন্দাজ করতে পারছি, আর্জেন্টিনার মানুষ কতখানি খুশি।”

অঘটনের বিশ্বকাপে অনেকেই ফেভারিটদের তালিকার বাইরে রেখেছিল আর্জেন্টিনাকে। অতিরিক্ত মেসি নির্ভরতাই যেন সমস্যা হয়ে দাঁড়িয়েছিল দলের জন্য। কিন্তু বাস্তবে চোখে পড়ল একেবারে অন্য ছবি। দলগত পারফরম্যান্সেই অশ্বমেঘের ঘোড়ার মতো ছুটল আর্জেন্টিনা। আর মেসি? নিজের শেষ বিশ্বকাপে বাঁ পা দিয়ে ছবি আঁকছেন। ফুটবলের ঈশ্বর রূপে এ পৃথিবীকে কৃতজ্ঞতায় ভরিয়ে দিচ্ছেন বারবার। তাই তো আত্মবিশ্বাসের সুরে আর্জেন্টাইন মহাতারকা বলে দিচ্ছেন, “জানি আমরা ফেভারিট ছিলাম না। কিন্তু কেউ আমাদের এই সাফল্য উপহার দেয়নি। যোগ্য হিসেবেই এই চূড়ায় পৌঁছেছি।”

এদিকে, বিশ্বকাপ চ্যাম্পিয়ন কে হবে, তা নিয়ে ভবিষ্যদ্বাণী করে ফেলেছেন জ্লাটান ইব্রাহিমোভিচও। সুইডিশ তারকা বলে দেন, “মনে হচ্ছে, কে বিশ্বজয়ী হবে, তা আগেভাগেই লেখা হয়ে গিয়েছে। নিশ্চয়ই বুঝতে পারছেন, কার কথা বলছি। আমার মনে হয় মেসির হাতেই কাপ উঠবে।” এসি মিলান আইকনের মুখ থেকে এমন ভবিষ্যদ্বাণী শুনে উচ্ছ্বসিত আর্জেন্টিনা সমর্থকরাও।

[আরও পড়ুন: ধরা পড়ে ঘুষের টাকা গিলে ফেলার চেষ্টা, পুলিশকর্মীর মুখে হাত ঢুকিয়ে বের করা হল নোট!]

Sangbad Pratidin News App: খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে লাইক করুন ফেসবুকে ও ফলো করুন টুইটারে