৫ আশ্বিন  ১৪৩০  শনিবার ২৩ সেপ্টেম্বর ২০২৩ 

READ IN APP

Advertisement

হচ্ছে না ঘরে ফেরা! আমেরিকার ক্লাবে যোগ দিচ্ছেন মেসি

Published by: Subhajit Mandal |    Posted: June 7, 2023 9:56 pm|    Updated: June 7, 2023 9:56 pm

Lionel Messi Set To Join Inter Miami | Sangbad Pratidin

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আবেগের টান ছিল। আন্তরিক ইচ্ছাও ছিল। কিন্তু শেষপর্যন্ত চুক্তি চূড়ান্ত হল না। বার্সেলোনায় সম্ভবত ফেরা হচ্ছে না আর্জেন্টিনার অধিনায়ক লিওনেল মেসির (Leo Messi)। লিও সই করতে চলেছেন আমেরিকার মেজর লিগ সকারের ক্লাব ইন্টার মিয়ামিতে। এমনটাই খবর একাধিক আন্তর্জাতিক সংবাদমাধ্যমে।

ইতিমধ্যেই প্যারিস সাঁ জাঁ ছেড়ে দিয়েছেন লিও। দিন দুই আগে ক্লেরমন্টের বিরুদ্ধে পিএসজির হয়ে শেষ ম্যাচ খেলে ফেলেছেন লিও। তারপর থেকেই তাঁর ভবিষ্যৎ নিয়ে জল্পনা ফুটবল মহলে। মেসির সম্ভাব্য গন্তব্য হিসাবে তিনটি ক্লাবের নাম শোনা যাচ্ছিল। এক পুরনো ক্লাব বার্সেলোনা, দুই আরবের আল হিলাল (Al-Hilal)। এবং তিন ইন্টার মিয়ামি।

[আরও পড়ুন: বিরোধী শিবিরে ধাক্কা! কর্ণাটকে ভরাডুবির পর বিজেপির দিকে ঝুঁকছে ‘পুরনো বন্ধু’ জেডিএস]

মেসির ভবিষ্যৎ নিয়ে জল্পনার মধ্যেই তাঁর বাবা হর্হে মেসিকে দেখা যায় বার্সা প্রেসিডেন্ট লাপোর্তার বাড়ি থেকে বেরোতে। মেসি যে বার্সাতেই ফিরতে চান, সেকথা জানিয়েও দেন হর্হে। এর মধ্যেই লিওকে নিয়ে তাৎপর্যপূর্ণ পোস্ট করেন তাঁর স্ত্রী আন্তোনেলা রোকুজ্জো। বার্সেলোনার জার্সিতে মেসির একটি ছবি ফেসবুকে পোস্ট করেন আন্তোনেলা। সেই ছবির সঙ্গে ক্যাপশন হিসাবে লেখেন, ঘরে ফিরে এসো লিও! তাতে মেসির বার্সায় যোগদানের সম্ভাবনা বাড়ে।

[আরও পড়ুন: ‘কয়েক জায়গায় ঔরঙ্গজেবের বাচ্চা জন্মেছে’, কোলাপুরের হিংসা নিয়ে বেফাঁস ফড়নবিস]

কিন্তু দিনের শেষে বার্সার সঙ্গে চুক্তি সম্পন্ন হয়নি। আমেরিকার ক্লাব ইন্টার মিয়ামিতে (Inter Miami) সই করেছেন মেসি। এমনটাই খবর বিবিসি সূত্রে। যদিও চুক্তির চূড়ান্ত শর্ত এখনও জানা যায়নি। তবে শোনা যাচ্ছে, বিভিন্ন স্পনসরশিপ-সহ মোটা অঙ্কের চুক্তিই পেতে চলেছেন এলএম ১০।

Sangbad Pratidin News App: খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে লাইক করুন ফেসবুকে ও ফলো করুন টুইটারে