Advertisement
Advertisement

Breaking News

Lionel Messi’s wife

অবসরের সময় হয়েছে, নেটদুনিয়ায় কটাক্ষের শিকার মেসির স্ত্রী

জানেন, কেন এলএম টেনকে 'ভূত' আখ্যা দিল বার্সেলোনা মিডিয়া?

Messi’s wife trolled after Barcelona bows to Roma in Champions League
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:April 11, 2018 3:13 pm
  • Updated:June 7, 2019 6:04 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: স্তাদিও ওলিম্পিকো স্টেডিয়ামে তখন শব্দব্রহ্ম আছড়ে পড়ছে। দিগ্বিদিকশূন্য হয়ে ছুটে বেড়াচ্ছেন হাজার-হাজার জনতা। মুখে শুধু একটাই শব্দ-‘রোমা পেরেছে, রোমা পেরেছে, রোমা পেরেছে’। চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনালের প্রথম লেগে ১-৪ গোলে হার। তাও প্রতিপক্ষ কিনা বার্সেলোনা। সেই মেসি সমন্বিত বার্সার বিরুদ্ধে যে ঘরের মাঠে এভাবে অঘটন ঘটাবে রোমা, তা অনেকে কল্পনাও করেনি। কাতালান ক্লাবকে ৩-০ গোলে হারিয়ে সেমিফাইনালে পৌঁছে গেল রোমা। আর তার পর থেকেই সোশ্যাল মিডিয়ায় শুরু হয়ে গেল লিওনেল মেসিকে নিয়ে সমালোচনা। মাঠে স্বামীর খারাপ পারফরম্যান্সের আঁচ লাগল স্ত্রী অ্যান্তোনেলা রোকুজোর গায়েও। মেসি ভক্তদের রোষের মুখে পড়লেন তিনিও।

insta

Advertisement

[কমনওয়েলথে সোনা জিতলেন শ্রেয়সী, ফের ব্রোঞ্জ মিথারভালের]

দিন কয়েক আগে ছোট ছেলে সিরোকে সঙ্গে নিয়ে একটি ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছিলেন মেসির বেটারহাফ। মঙ্গলবারের হারের পর সেই ছবিতেই মেসির বিরুদ্ধে ক্ষোভ উগরে দেন নেটিজেনরা। অনেকেই লিখেছেন, এটাই মেসির সবচেয়ে খারাপ পারফরম্যান্স। তাই এবার তাঁর অবসর নেওয়ার সময় হয়ে গিয়েছে। আরেকটি কমেন্টে লেখা, মেসি শেষ হয়ে গিয়েছেন। এবার ফুটবল থেকে সরে দাঁড়ান তিনি। তবে শুধু নেটিজেনরাই নন, বার্সা সুপারস্টারকে সমালোচনায় বিদ্ধ করেছে স্থানীয় সংবাদমাধ্যমও। বার্সেলোনার সংবাদপত্রে মেসিকে ‘ভূত’ আখ্যা দেওয়া হয়েছে। কারণ, রোমার ডিফেন্ডারদের সামনে তাঁকে খুঁজেই পাওয়া গেল গেল। নির্ধারিত ৯০ মিনিট যেন অদৃশ্যই ছিলেন পাঁচবারের ব্যালন ডি’অর জয়ী। একবারই গোলমুখী একটা শট নিয়েছিলেন, যা গিয়ে জমা হয় রোমা গোলকিপারের হাতে। পাশাপাশি একটি সংবাদপত্রে এও লেখা হয়েছে, এই হারের পর আতঙ্কে রয়েছেন মেসি। তাঁর ভয়, তাঁকে টপকে ষষ্ঠ ব্যালন ডি’অর হয়তো ঝুলিতে পুরবেন চিরপ্রতিদ্বন্দ্বী ক্রিশ্চিয়ানো রোনাল্ডোই। মেসি সমালোচিত হলেও এডি জেকোর প্রশংসা করেছে মিডিয়া। বার্সার বিরুদ্ধে রোমার প্রত্যাবর্তনকেও অপার্থিব বলে ব্যাখ্যা করা হয়েছে।

Advertisement

[বিফলে গেল রাসেলের ইনিংস, রুদ্ধশ্বাস ম্যাচে জয়ী ধোনির চেন্নাই]

এই নিয়ে টানা তিনবার শেষ আটে উঠে চ্যাম্পিয়ন্স লিগ থেকে ছিটকে গেল বার্সেলোনা। ম্যাচ শেষে মিডফিল্ডার সের্জিও বুস্কেটস তো স্বীকার করেই নিলেন, রোমার আক্রমণাত্মক ফুটবলের কাছে হার মেনেছেন তাঁরা। অধিনায়ক আন্দ্রে ইনিয়েস্তা বলেন, “খুব যন্ত্রণাদায়ক ঘটনা। কেউ আশা করেনি এভাবে বার্সেলোনা চ্যাম্পিয়ন্স লিগ থেকে ছিটকে যাবে। সত্যি বলতে কী আমরা কখনওই ম্যাচটাকে নিজেদের নিয়ন্ত্রণে রাখতে পারিনি।”

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ