Advertisement
Advertisement
Argentina

কোপা আমেরিকা পর্যন্ত মেসিদের কোচ বিশ্বকাপ জয়ী লিওনেল স্কালোনি

ইতিহাস গড়ার লক্ষ্যে মেসির আর্জেন্টিনা।

Lionel Scaloni to remain as Argentina coach for Copa America। Sangbad Pratidin

মেসির আর্জেন্টিনার সঙ্গেই থাকছেন লিওনেল স্কালোনি। ফাইল চিত্র

Published by: Sabyasachi Bagchi
  • Posted:January 19, 2024 3:41 pm
  • Updated:January 19, 2024 3:41 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: কাতার বিশ্বকাপ (FIFA World Cup 2022) জিতেই আর্জেন্টিনার (Argentina) জাতীয় দল থেকে সরে দাঁড়াতে চেয়েছিলেন। হেড কোচের পদ থেকে ইস্তফা দিতে চেয়েছিলেন লিওনেল স্কালোনি (Lionel Scaloni)। কিন্তু শেষ পর্যন্ত নিজের অবস্থান বদল করলেন লিওনেল মেসির (Lionel Messi) প্রাক্তন সতীর্থ। কোপা আমেরিকা (Copa America) প্রতিযোগিতা পর্যন্ত নীল-সাদা বাহিনীর কোচের পদে থাকবেন স্কালোনি।

এবার যুক্তরাষ্ট্রে বসবে কোপা আমেরিকার আসর। ২০ জুন থেকে ১৪ জুলাই পর্যন্ত চলবে এই প্রতিযোগিতা। এদিকে স্কালোনির সরে যাওয়ার গুঞ্জন উড়িয়ে দিয়েছে আর্জেন্টিনার সংবাদমাধ্যম টিওয়াইসি স্পোর্টস। তারা জানিয়েছে, অন্তত কোপা আমেরিকা শেষ হওয়ার আগে পর্যন্ত আর্জেন্টিনার কোচের দায়িত্ব পালন করবেন স্কালোনি।

Advertisement

[আরও পড়ুন: ডার্বিতে ড্র নয়, মোহনবাগানকে হারিয়েই সুপার কাপের শেষ চারে যেতে চায় ইস্টবেঙ্গল]

ফুটবলের জনপ্রিয় ইটালির সাংবাদিক ফাব্রিৎসিয়ো রোমানো X হ্যান্ডেলে এক পোস্টের মাধ্যমে জানিয়ে দিয়েছেন, আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনের সভাপতি ফাবিয়ান তাপিয়ার সঙ্গে সাক্ষাৎ করেছেন স্কালোনি। তারপরেই সিদ্ধান্ত নিয়েছেন তিনি কোপা পর্যন্ত দলের কোচের পদে থাকবেন।

Advertisement

শেষবার ২০২১ সালে আয়োজিত হয়েছিল কোপা আমেরিকা। ব্রাজিলকে হারিয়ে ১-০ গোলে হারিয়ে দীর্ঘ ২৮ বছর পর ট্রফি জিতেছিলেন মেসি-অ্যাঞ্জেল ডি মারিয়ারা।

২০১৮ সালে আর্জেন্টিনা কোচের দায়িত্ব নেন স্কালোনি। দলের দায়িত্ব নেওয়ার পর ২০২১ সালে আর্জেন্টিনাকে কোপা আমেরিকার শিরোপা এনে দেন তিনি। এরপর ৩৬ বছরের খরা কাটিয়ে কাতার বিশ্বকাপে আর্জেন্টিনাকে বিশ্বসেরা করেন ৪৫ বছরের কোচ।

[আরও পড়ুন: চোট পর্তুগিজ মহানায়কের, মেসির বিরুদ্ধে প্রীতি ম্যাচে কি নামবেন রোনাল্ডো?]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ