সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ইংলিশ প্রিমিয়ার লিগে (EPL) এই মুহূর্তে দ্বিতীয় স্থানে ম্যাঞ্চেস্টার সিটি (Manchester City)। টটেনহ্যাম হটস্পারের কাছে রবিবার হার মেনেছে সিটি। আর সোমবারই প্রকাশিত হয়েছে চাঞ্চল্যকর এক তথ্য।
ম্যাঞ্চেস্টার সিটির বিরুদ্ধে একাধিক আর্থিক বেনিয়মের অভিযোগ রয়েছে। ২০০৯-১০ মরশুম থেকে ২০১৭-১৮ মরশুমের মধ্যে এই আর্থিক বেনিয়ম বলে জানানো হয়েছে। বছর পাঁচেক আগে ২০১৮ সালে সবার অগোচরে তদন্ত শুরু করেছিল ইংলিশ প্রিমিয়ার লিগ কর্তৃপক্ষ। কিন্তু সেই তদন্তপ্রক্রিয়া চলাকালীন ম্যাঞ্চেস্টার সিটি সহযোগিতাই করেনি। ম্যান সিটি এই মুহূর্তে চাপে রয়েছে। তাদের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হলে নির্বাসিত হতে পারে সিটি।
[আরও পড়ুন: ৩৬ রানে অল আউট! সিরিজ শুরুর আগে ভারতকে কটাক্ষ অস্ট্রেলিয়ার]
২০২০ সালে আর্থিক বেআইনির অভিযোগে উয়েফার প্রতিযোগিতা থেকে নিষিদ্ধ করা হয়েছিল। কিন্তু সেই বছরের মাঝামাঝি সময়ে ইউরোপীয় টুর্নামেন্টে খেলার অনুমতি দেওয়া হয়েছিল।
কোচের পারিশ্রমিক সম্পর্কে স্বচ্ছ কোনও তথ্য দেয়নি ম্যাঞ্চেস্টার সিটি। রবার্তো ম্যানচিনি সিটির কোচ থাকার সময়ে তাঁর পারিশ্রমিক নিয়ে তথ্য দেয়নি সিটি। স্পনসরের কাছ থেকে ম্যাঞ্চেস্টার সিটি কত টাকা পায়, তাও জানানো হয়নি বলে অভিযোগ। এমনকী ফুটবলারদের আয় সংক্রান্ত বিষয়েও ম্যাঞ্চেস্টার সিটি নাকি পুরোদস্তুর তথ্য দেয়নি। এ সব বিষয়ের জন্য ম্যাঞ্চেস্টার সিটি এখন প্রবল সমস্যায়। যদিও সিটি কর্তৃপক্ষ জানিয়েছে, তারা এমন ঘটনায় রীতিমতো বিস্মিত।
This can’t be right, Man City bring in more commercial revenue than Real Madrid, Barcelona, Bayern Munich, Man Utd & Liverpool 🤷♂️ https://t.co/OPDaMHnws1
— Jamie Carragher (@Carra23) February 6, 2023