Advertisement
Advertisement

Breaking News

Manchester United

৬ বছরে প্রতীক্ষার অবসান, কোচ টেন হাগের হাত ধরে ট্রফি ইউনাইটেডের

শেষবার মোরিনহোর কোচিংয়ে খেতাব জিতেছিল ম্যান ইউ।

Manchester United wins English Football League Cup to end 6-year wait for trophy | Sangbad Pratidin
Published by: Kishore Ghosh
  • Posted:February 27, 2023 9:04 am
  • Updated:February 27, 2023 9:04 am

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: দীর্ঘপ্রতীক্ষার অবসান। ছয় বছর পর আবার ইউরোপের অন‌্যতম ঐতিহ‌্যশালী ক্লাব ম‌্যাঞ্চেস্টার ইউনাইটেড (Manchester United) ট্রফির স্বাদ পেল। রবিবার রাতে ইংলিশ ফুটবল লিগ কাপের (English Football League Cup) ফাইনালে ম‌্যাঞ্চেস্টার ইউনাইটেড ২-০ গোলে নিউক‌্যাসল ইউনাইটেডকে (Newcastle United) হারিয়ে চ‌্যাম্পিয়ন হল। এর আগে ম‌্যান ইউনাইটেড শেষবার কোনও ট্রফি জিতেছিল ২০১৬-’১৭। সেবার তারা ইউরোপা লিগ চ‌্যাম্পিয়ন হয়েছিল। সেসময় ম‌্যাঞ্চেস্টার ইউনাইটেডের কোচ ছিলেন জোস মোরিনহো।

রবিবার ফাইনালের ৩৩ মিনিটে ব্রাজিলিয়ান তারকা কাসেমিরোর গোলে এগিয়ে যায় ম‌্যান ইউনাইটেড। এর ঠিক ছ’মিনিট পরেই আত্মঘাতী গোল হজম করে বসে নিউক‌্যাসল। পরপর দু’টি গোল হজম করার পর কিছুটা হতোদ্যম হয়ে পরে নিউক‌্যাসল। বিরতির পর অবশ‌্য ম‌্যাচে ফেরার মরিয়া প্রচেষ্টা করেছিল তারা। কিন্তু তা সফল হয়নি। এর আগে ম‌্যাঞ্চেস্টার ইউনাইটেড খেতাব জিতেছিল জোস মোরিনহোর কোচিংয়ে। তারপর থেকে একাধিক কোচ এসেছেন ক্লাবে। কিন্তু কেউ খেতাব জিততে পারেননি। শেষপর্যন্ত এবারের কোচ এরিক টেন হাগের হাত ধরে ট্রফির স্বাদ পেল তারা।

Advertisement

[আরও পড়ুন: লড়েও পারল না দক্ষিণ আফ্রিকা, ফের মেয়েদের টি-২০ বিশ্বকাপ জয় অস্ট্রেলিয়ার]

মরশুমের শুরুতে টেন হাগকে নিয়ে নানা বিতর্কে জড়িয়ে পড়েছিল ম‌্যান ইউনাইটেড। বিশেষ করে প্রাক্তন তারকা ক্রিশ্চিয়ানো রোনাল্ডোকে নিয়ে অপ্রীতিকর পরিস্থিতির সামনে পড়েছিল টিম ম‌্যানেজমেন্ট। কিন্তু যাবতীয় বিতর্ককে উড়িয়ে দিয়ে শেষ হাসি হাসলেন টেন হাগই।

Advertisement

[আরও পড়ুন: চরমে আর্থিক অনটন, এবার স্টেডিয়ামের সিসিটিভিও চুরি হচ্ছে পাকিস্তানে]

চ‌্যাম্পিয়ন হওয়ার পর উচ্ছ্বসিত টেন হাগ বলেন, “আমরা সঠিক স্পিরিট নিয়ে শেষপর্যন্ত খেলেছি। চ‌্যাম্পিয়ন হওয়ার জন‌্য সবকিছু উজাড় করে দিয়েছিলাম। হয়তো এটা আমাদের সেরা খেলা নয়। কিন্তু খুবই কার্যকরী। আমরা ট্রফি জয়ের জন‌্য মাঠে নেমেছিলাম। জিতেছি। এই সাফল‌্য আমাদের অবশ‌্যই আগামীদিনে অনুপ্রাণিত করবে। একইসঙ্গে বাড়িয়ে দেবে ফুটবলারদের আত্মবিশ্বাসও।”

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ