Advertisement
Advertisement

Breaking News

Tanzania

মহিলা ফুটবলারদের শরীর নিয়ে বেফাঁস মন্তব্য তানজানিয়ার রাষ্ট্রপতির, তুঙ্গে বিতর্ক

কী বলেছেন তিনি?

Outcry Over Tanzania President's 'Flat-Chested' Women Footballers Remark | Sangbad Pratidin
Published by: Abhisek Rakshit
  • Posted:August 24, 2021 5:08 pm
  • Updated:August 24, 2021 5:30 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: দেশের মহিলা ফুটবলারদের নিয়ে বিতর্কিত মন্তব্য করলেন তানজানিয়ার (Tanzania) মহিলা রাষ্ট্রপতি সামিয়া সুলুহু হাসান। আর তাঁর সেই মন্তব্য ঘিরে তৈরি হল তীব্র বিতর্ক।

মহিলা ফুটবলারদের শারীরিক গঠন ছেলেদের মতো হওয়ায় তাদের কেউ বিয়ে করবে না। রবিবার ছেলেদের জাতীয় দলকে সংবর্ধনা জানানোর মঞ্চে এমন মন্তব্যই করেন তানজানিয়ার রাষ্ট্রপতি। আর তাঁর এই মন্তব্য ঘিরেই বিতর্ক ছড়িয়েছে নেটদুনিয়ায়। সম্প্রতি আঞ্চলিক ফুটবল চ্যাম্পিয়নশিপে দুরন্ত জয় পেয়েছে তানিজানিয়ার পুরুষ ফুটবল দল। তাদের সংবর্ধনা মঞ্চেই হাসান বলেন, “যে মহিলা ফুটবলারদের বুকের গঠন অনুন্নত, তাদের দেখে মেয়ে নয়, ছেলে বলেই কিন্তু মনে হয়। ওদের মুখের দিকে তাকালে বিয়ে করার আগে ভাবতে হবে। কারণ কোনও মেয়েকে বিয়ের জন্য পছন্দ তখনই হয় যখন সে আকর্ষণীয় হয়। মেয়েদের গুণ অন্তত তাঁদের থাকা উচিত।” এরপরেই মহিলা ফুটবলারদের ইঙ্গিত করে হাসান বলেন, “ওদের সেই গুণগুলি উধাও হয়ে গিয়েছে।”

Advertisement

[আরও পড়ুন: Tokyo Paralympics: করোনা পজিটিভ ব্যক্তির সংস্পর্শে ৬ ভারতীয় অ্যাথলিট, নেই উদ্বোধনী অনুষ্ঠানে]

মার্চ মাসে তানজানিয়ার দায়িত্ব নেন হাসান। আফ্রিকা মহাদেশে তিনিই একমাত্র মহিলা রাষ্ট্রপতি। তাঁর এমন মন্তব্য ঘিরে চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে। হাসান বলেন, “মহিলা ফুটবলাররা আজ আমাদের গর্বিত করছে। কিন্তু ওরা যখন ক্লান্ত হবে, খেলার মতো অবস্থায় থাকবে না, তখন কী ভাবে জীবন কাটাবে ওরা? বিয়ে করা ওদের কাছে স্বপ্নের মতো। কেউ যদি ওদের বিয়ে করে ঘরে নিয়েও যায়, তার মা জিজ্ঞেস করতে পারে, ‘কাকে বিয়ে করে এনেছ, ছেলে না মেয়ে?”

Advertisement

হাসানের এই ধরনের মন্তব্যের পর নেটিজেনদের মধ্যেও তীব্র বিতর্ক দেখা দেয়। অনেকেই রাষ্ট্রপতির মন্তব্যের তীব্র বিরোধিতা করেছেন। তানজানিয়ার বিরোধী দলের নেত্রী ক্যাথরিন রুজ বলেন, “হাসানের এই মন্তব্য সব মেয়েদের জন্যই অসম্মানের। প্রতিটা মেয়েরই উপযুক্ত সম্মান প্রাপ্য।”

[আরও পড়ুন: প্রতিরোধ ক্ষমতা বাড়াতে ‘কালো জল’ পান করেন Virat Kohli! দাম জানলে অবাক হবেন]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ