Advertisement
Advertisement
Football

মারণ গ্রুপেই রোনাল্ডোর পর্তুগাল, প্রকাশিত ২০২১ ইউরো কাপের ক্রীড়াসূচি

সম্প্রতি পূর্ণাঙ্গ সূচি ঘোষণা করেছে উয়েফা।

UEFA Euro 2020: Euro 2020 groups confirmed, Pool F is the “Group of Death” | Sangbad Pratidin‌‌
Published by: Abhisek Rakshit
  • Posted:November 14, 2020 1:49 pm
  • Updated:June 3, 2021 1:26 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক:‌ ১৫ জুন–কিলিয়ান এমবাপে বনাম টিমো ওয়ের্নার। ১৯ জুন–ক্রিশ্চিয়ানো রোনাল্ডো বনাম টিমো ওয়ের্নার। ২৩ জুন–ক্রিশ্চিয়ানো রোনাল্ডো (Cristiano Ronaldo) বনাম কিলিয়ান এমবাপে (Kylian Mbappé)।
ইউরো ২০২১–এর (Euro 2021) সূচি ঘোষণা হওয়ার পর মারণগ্রুপের ছবিটা ঠিক এমনই। এক বছর আগের ডিসেম্বরে ইউরোর গ্রুপ বিন্যাস হয়েছিল। কোভিডের (Covid-19) জেরে ইউরো ২০২০ পিছিয়ে যায়। ঠিক হয় ইউরো ২০২১ শুরু হবে ১১ জুন থেকে। ফাইনাল ১১ জুলাই লন্ডনে (London)। তবে টুর্নামেন্ট পিছিয়ে দেওয়া হলেও গ্রুপ পাল্টায়নি। ফলে গ্রুপ এফ–এর পাশেই সেই মারণগ্রুপের তকমাটা থেকে যাচ্ছে। যে গ্রুপে রয়েছে ফ্রান্স (France), জার্মানি (Germany), পর্তুগাল (Portugal) ও হাঙ্গেরি (Hungery)।

বৃহস্পতিবার রাতে শেষ কয়েকটা কোয়ালিফাইং স্লট ঠিক হওয়ার পর আগামী বছরের ইউরোর পূর্ণাঙ্গ সূচি রিলিজ করল উয়েফা (UEFA)। যার পর দেখা যাচ্ছে, মারণগ্রুপের প্রথম বড় দ্বৈরথটা হতে চলেছে ১৫ জুন। মিউনিখে মুখোমুখি হবে জার্মানি ও ফ্রান্স। গতবারের চ্যাম্পিয়ন পর্তুগাল নিজেদের ইউরো অভিযান শুরু করছে ১৫ জুন হাঙ্গেরির বিরুদ্ধে। তবে ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর দলের প্রথম বড় চ্যালেঞ্জ হবে জার্মানি। ম্যাচটা হবে ১৯ জুন। পর্তুগাল বনাম ফ্রান্স হবে ২৩ জুন। অর্থাৎ রোনাল্ডো বনাম এমবাপে।তবে এই টুর্নামেন্টে জাতীয় দলের জার্সিতে আলি দেইয়ের করা ১০৯ গোলের সর্বকালীন রেকর্ডও ভেঙে দেওয়ার সুযোগ রয়েছে রোনাল্ডোর কাছে।

Advertisement

[আরও পড়ুন: ‘লোকে চোটের ব্যাপারটা বোঝে না, তাই যা খুশি বলে’, মেজাজ হারিয়ে আক্রমণাত্মক সৌরভ]

এ তো গেল মারণগ্রুপ। আবার ইতালি (Italy) বনাম তুরস্ক (Turkey) ম্যাচ দিয়েই শুরু হবে ইউরো ২০২১। ম্যাচটা হবে ১১ জুন রোমে। এ ছাড়াও বড় ফিক্সচারের মধ্যে থাকছে রাশিয়া (Russia) বনাম বেলজিয়ামের লড়াই। আগামী ১২ জুন। আবার ১৩ জু্‌ন হতে চলেছে ২০১৮ বিশ্বকাপের সেমিফাইনালের রিম্যাচ। অর্থাৎ গ্রুপ ডি–র লড়াইয়ে লন্ডনে মুখোমুখি হবে ইংল্যান্ড (England) ও ক্রোয়েশিয়া (Croatia)।

Advertisement

[আরও পড়ুন: দশ দলে হতে পারে আইপিএল ১৪, ক্রিকেটার নেওয়ার নিয়মেও বড়সড় বদলের ভাবনায় BCCI]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ